Daily Current Affairs in BengaliCurrent Affairs

14-15th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

14-15th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪-১৫ই ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14-15th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 13th February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সুভাষ চন্দ্রন কোন উপন্যাসের জন্য কেরালার আকবর কাক্কাত্তিল পুরস্কার জিতেছেন?

(A) সমুদ্রশিলা
(B) সানমারগাম
(C) গোথাম
(D) বধক্রম

উত্তর
(A) সমুদ্রশিলা

  • বিখ্যাত মালয়ালম লেখক সুভাষ চন্দ্রন তার ‘সমুদ্রশিলা’ উপন্যাসের জন্য আকবর কাক্কাত্তিল পুরস্কার জিতেছেন।
  • ৫০,০০০ টাকা এবং একটি ভাস্কর্য সমন্বিত এই পুরস্কারটি ১৭ই ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে লেখক এম. মুকুন্দন সুভাষ চন্দ্রনকে প্রদান করা হবে।

২. কোন দল ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২২ শিরোপা জিতেছে?

(A) আল হিলাল
(B) রিয়াল মাদ্রিদ
(C) আল আহলি
(D) ফ্ল্যামেঙ্গো

উত্তর
(B) রিয়াল মাদ্রিদ

  • আল হিলালকে হারিয়ে রেকর্ড পঞ্চম ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।
  • সাপ্রতি মরক্কোর রাবাতে ফাইনালে সৌদি আরবের আল-হিলালকে ৫-৩ গোলে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো ফুটবল ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল মাদ্রিদ।
  • ২০১৪, ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে টুর্নামেন্ট জিতেছিল রিয়েল মাদ্রিদ।

৩. মোহাম্মদ শাহাবুদ্দিন কোন দেশের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন?

(A) মালদ্বীপ
(B) মঙ্গোলিয়া
(C) বাংলাদেশ
(D) ইন্দোনেশিয়া

উত্তর
(C) বাংলাদেশ

  • বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন মোহাম্মদ শাহাবুদ্দিন।
  • বাংলাদেশের নির্বাচন কমিশন ১৩ই ফেব্রুয়ারী ২০২৩ এ এই ঘোষণা করেছেন।
  • মোহাম্মদ শাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
  • তিনি বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন, যিনি দেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাষ্ট্রপতি ছিলেন।

৪. UNESCO শান্তি পুরস্কার ২০২২ এ কে ভূষিত হয়েছেন?

(A) ইমানুয়েল ম্যাক্রন
(B) জো বিডেন
(C) ঋষি সুনক
(D) অ্যাঞ্জেলা মার্কেল

উত্তর
(D) অ্যাঞ্জেলা মার্কেল

  • প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সম্প্রতি আইভরি কোস্টের ইয়ামুসুক্রোতে UNESCO শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • অ্যাঞ্জেলা মার্কেল হলেন একজন জার্মান প্রাক্তন রাজনীতিবিদ এবং বিজ্ঞানী যিনি ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৫. কোন দেশ তার প্রথম নারী মহাকাশচারীকে একটি মহাকাশ মিশনে পাঠাবে?

(A) সৌদি আরব
(B) ইরান
(C) কাতার
(D) সংযুক্ত আরব আমিরাত

উত্তর
(A) সৌদি আরব

  • সৌদি আরবের রায়না বার্নাভি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) মিশনে সহকর্মী সৌদি পুরুষ নভোচারী আলী আল-কারনির সাথে যোগ দেবেন।
  • মহাকাশচারীরা AX-2 মহাকাশ মিশনের ক্রুতে যোগ দেবেন এবং মহাকাশ ফ্লাইটটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লঞ্চ করা হবে।

৬. ললিতা লাজমি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কি হিসাবে বিখ্যাত ছিলেন?

(A) চিত্র শিল্পী
(B) বিজ্ঞানী
(C) অভিনেত্রী
(D) নৃত্য শিল্পী

উত্তর
(A) চিত্র শিল্পী

  • প্রখ্যাত চিত্রশিল্পী ললিতা লাজমি সম্প্রতি প্রয়াত হয়েছেন।
  • তিনি প্যারিস, লন্ডন এবং নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আর্ট গ্যালারিতে বেশ কয়েকটি প্রদর্শনী করেছেন।
  • তিনি প্রয়াত অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তের বোন ছিলেন।

৭. মুম্বাইতে প্রথম-বারের ওমেন প্রিমিয়ার লিগ (WPL) ২০২৩ এর নিলামে কে ৩.৪ কোটি টাকার সর্বোচ্চ বিড অর্জন করেছেন?

(A) হরমনপ্রীত কৌর
(B) স্মৃতি মান্ধানা
(C) হারলিন দেওল
(D) শফালি ভার্মা

উত্তর
(B) স্মৃতি মান্ধানা

  • ১৩ই ফেব্রুয়ারী ২০২৩-এ মুম্বাইতে প্রথম-বারের মহিলা প্রিমিয়ার লিগ (WPL) ২০২৩ নিলামে স্মৃতি মান্ধানা সর্বোচ্চ ৩.৪ কোটি টাকা বিড পেয়েছেন।
  • ভারতের মহিলা দলের দশজন ক্রিকেটার বিড পেয়েছেন ১ কোটিরও বেশি।
  • WPL ২০২৩ T20 টুর্নামেন্ট ৩ থেকে ২৬শে মার্চ, ২০২৩ পর্যন্ত মুম্বাইতে অনুষ্ঠিত হবে।

৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন দেশে মারবার্গ রোগের প্রথম প্রাদুর্ভাব নিশ্চিত করেছে?

(A) নাইজেরিয়া
(B) কঙ্গো
(C) ইথিওপিয়া
(D) বিষুবীয় গিনি

উত্তর
(D) বিষুবীয় গিনি

  • মারবার্গ এক প্রকার ভাইরাস ডিজিজ এবং একটি অত্যন্ত মারাত্মক রোগ যা রক্তক্ষরণজনিত জ্বর সৃষ্টি করে।
  • এর ফলে মৃত্যুর অনুপাত প্রায় ৮৮% পর্যন্ত।
  • বিষুবীয় গিনি মারবার্গ ভাইরাসের ১৬টি সন্দেহজনক কেস রিপোর্ট করেছে।

৯. ICAI এর নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হলেন কে?

(A) রঞ্জিত কুমার
(B) অনিকেত সুনীল তালাটি
(C) বিশাল দোশী
(D) দয়ানিবাস শর্মা

উত্তর
(B) অনিকেত সুনীল তালাটি

  • কাউন্সিল অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) তার নতুন সভাপতি এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে অনিকেত সুনীল তালাটিকে নিযুক্ত করেছে।
  • অনিকেত সুনীল তালাটি বর্তমানে ICAI অ্যাকাউন্টিং রিসার্চ ফাউন্ডেশন (ICAI ARF)-এর পরিচালক হিসেবে কাজ করেন।

১০. ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে কোন দেশ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে?

(A) মালয়েশিয়া
(B) ইন্দোনেশিয়া
(C) অস্ট্রেলিয়া
(D) নিউজিল্যান্ড

উত্তর
(D) নিউজিল্যান্ড

  • নিউজিল্যান্ড সরকার ১৪ই ফেব্রুয়ারী ২০২৩, ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের উত্তর দ্বীপে আঘাত করার পরে একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে।
  • এই সর্বশেষ বিপর্যয়টি ২০১১ সালের ক্রাইস্টচার্চ ভূমিকম্প এবং ২০২০ সালে কোভিড মহামারীর পরে নিউজিলান্ডের তৃতীয় জাতীয় জরুরি অবস্থা।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button