Daily Current Affairs in BengaliCurrent Affairs

22-27th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

22-27th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২২-২৭শে মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22-27th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 20th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. বিশ্ব জল দিবস প্রতি বছর কোন দিনটিতে পালিত হয়?

(A) ২২শে মার্চ
(B) ৩০শে মার্চ
(C) ২৭শে মার্চ
(D) ২৩শে মার্চ

উত্তর
(A) ২২শে মার্চ

  • ২০২৩ এর থিম হল “Accelerating Change”।
  • ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটি চালু করে।

২. G20-এর পরিবেশ ও জলবায়ু সাসটেইনেবিলিটি ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় ওয়ার্কিং গ্রুপ সভা কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

(A) নতুন দিল্লি
(B) গান্ধীনগর
(C) বারাণসী
(D) কলকাতা

উত্তর
(B) গান্ধীনগর

  • বৈঠকে ৩০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছে।
  • তিন দিনব্যাপী এই বৈঠকের উদ্বোধন করেছেন ভারতের G-20 এর শেরপা অমিতাভ কান্ত।

৩. BWF দ্বারা জারি করা সর্বশেষ পুরুষদের একক র‌্যাঙ্কিংয়ে লক্ষ্য সেনের র‍্যাঙ্ক কত?

(A) ১৫
(B) ৩০
(C) ২৫
(D) ২০

উত্তর
(C) ২৫

  • এর আগে ২০২২ সালের নভেম্বরে তিনি ক্যারিয়ারের সেরা ৬-এ পৌঁছেছিলেন।
  • HS প্রণয় নবম স্থানে রয়েছেন।
  • মহিলাদের একক-এ পিভি সিন্ধু নবম স্থানে রয়েছেন।

৪. কিলিয়ান এমবাপে কোন দেশের ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব নেবেন?

(A) পোল্যান্ড
(B) আর্জেন্টিনা
(C) ফ্রান্স
(D) জার্মানি

উত্তর
(C) ফ্রান্স

  • বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর এবং হুগো লরিসের পদত্যাগ করার পর ফ্রান্সের অধিনায়কের দায়িত্ব নেবেন কিলিয়ান এমবাপ্পে।

৫. কেরালার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘কেরালা জ্যোতি’-তে ভূষিত হলেন কে?

(A) হরিহরন
(B) রামচন্দ্রন
(C) এম টি বাসুদেবন নায়ার
(D) আরিফ মুহাম্মদ খান

উত্তর
(C) এম টি বাসুদেবন নায়ার

  • কেরলের গভর্নর আরিফ মুহম্মদ খান ২২শে মার্চ ২০২৩-এ বিশিষ্ট ব্যক্তিদের ‘কেরালা পুরস্কারঙ্গল’, রাজ্য পুরস্কার প্রদান করেছেন।
  • “কেরল জ্যোতি”, “কেরল প্রভা” এবং “কেরালা শ্রী” নামে তিনটি বিভাগে পুরস্কারটি দেওয়া হয়েছিল।
  • ২০২১ সালে, কেরালা সরকার এই বেসামরিক পুরস্কার “কেরালা পুরষ্কারঙ্গল”-এর প্রতিষ্ঠা করে।

৬. ‘ঘোড়ে যাত্রা’ উৎসব কোন দেশে পালিত হয়?

(A) ভারত
(B) ইন্দোনেশিয়া
(C) বাংলাদেশ
(D) নেপাল

উত্তর
(D) নেপাল

  • নেপালের ললিতপুরে ঘোড়ার উৎসব ‘ঘোড়ে যাত্রা’ উদযাপিত হয়।
  • ঘোড়ে যাত্রা উৎসব মল্ল শাসনামল থেকে (১৩শ থেকে ১৮শ শতাব্দী) পালন করা হচ্ছে।
  • প্রাচীনকালে গুরুমাপা (যাকে টুন্ডিও বলা হয়) নামে একটি রাক্ষসের উপর বিজয়ের উদযাপন হিসাবে এটির উদযাপন শুরু হয়েছিল।

৭. অর্ডার অফ অস্ট্রেলিয়ার (AO) জেনারেল ডিভিশনে অনারারি অফিসার হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?

(A) মুকেশ আম্বানি
(B) রতন টাটা
(C) গৌতম আদানি
(D) এন আর নারায়ণ মূর্তি

উত্তর
(B) রতন টাটা

  • অস্ট্রেলিয়া-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বিশিষ্ট সেবার জন্য, ভারতীয় শিল্পপতি এবং সমাজসেবী রতন টাটাকে অস্ট্রেলিয়ার অর্ডার অফ জেনারেল ডিভিশনে (AO) অনারারি অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • রতন টাটা হলেন টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাস, টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী উদ্যোক্তা।

৮. কটন কর্পোরেশন অফ ইন্ডিয়ার (CCI) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) মনমীত কে নন্দা
(B) ললিত কুমার গুপ্ত
(C) অরুণ আগরওয়াল
(D) লক্ষ্মণ নরসিংহন

উত্তর
(B) ললিত কুমার গুপ্ত

  • CCI টেক্সটাইল মন্ত্রকের অধীনে একটি পাবলিক সেক্টর।
  • এছাড়াও তিনি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া (ICSI) এর সদস্য।

৯. গণিতের জন্য সম্প্রতি কে অ্যাবেল পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) লরেন্স সি. ইভান্স
(B) নিকোলা ফুসকো
(C) লুইস ক্যাফারেলি
(D) কার্লোস কেনিগ

উত্তর
(C) লুইস ক্যাফারেলি

  • তিনি “পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন” এর একজন বিশেষজ্ঞ।
  • তিনি টেক্সাস ইউনিভার্সিটির একজন অধ্যাপক।

১০. ‘মাদক পাচার ও জাতীয় নিরাপত্তা’ বিষয়ক আঞ্চলিক সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

(A) গুয়াহাটি
(B) অমরাবতী
(C) বেঙ্গালুরু
(D) কোহিমা

উত্তর
(C) বেঙ্গালুরু

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৪শে মার্চ ২০২৩-এ বেঙ্গালুরুতে ‘মাদক পাচার এবং জাতীয় নিরাপত্তা’ বিষয়ক আঞ্চলিক সম্মেলনে সভাপতিত্ব করেছেন।
  • এটি সামুদ্রিক পথ দিয়ে মাদক পাচার বন্ধ করতে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠিত হয়েছে ।

১১. ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সাগর মন্থন’ কোন মন্ত্রণালয় চালু করেছে?

(A) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
(B) প্রতিরক্ষা মন্ত্রণালয়
(C) শিক্ষা মন্ত্রণালয়
(D) বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়

উত্তর
(D) বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়

  • ২৩শে মার্চ ২০২৩-এ কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রিয়েল-টাইম পারফরম্যান্স মনিটরিং ড্যাশবোর্ড ‘সাগর মন্থন’ চালু করেছেন।

১২. প্রথম গ্লোবাল ট্যুরিজম ইনভেস্টর সামিট কোন শহরে অনুষ্ঠিত হবে?

(A) মানালি
(B) পানাজি
(C) দিল্লী
(D) ঋষিকেশ

উত্তর
(C) দিল্লী

  • ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে, পর্যটন মন্ত্রক ১৭-১৯শে মে ২০২৩ এর মধ্যে নয়াদিল্লিতে দেশের প্রথম গ্লোবাল ট্যুরিজম ইনভেস্টরস সামিট (GTIS) আয়োজন করবে।

১৩. কোন মন্ত্রণালয় ‘ডিজিক্লেইম’ মডিউল লঞ্চ করেছে?

(A) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
(B) কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়
(C) বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়
(D) বিদ্যুৎ মন্ত্রণালয়

উত্তর
(B) কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়

  • কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, নরেন্দ্র সিং তোমর ২৩শে মার্চ ২০২৩-এ ‘ডিজিক্লেইম’ মডিউল লঞ্চ করেছেন।

১৪. কোন দেশ এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপের পুরুষ ও মহিলা উভয় শিরোপা জিতেছে?

(A) ভারত
(B) মালয়েশিয়া
(C) ইন্দোনেশিয়া
(D) ভুটান

উত্তর
(A) ভারত

  • ২৩শে মার্চ ২০২৩ এ আসামের তামুলপুরে অনুষ্ঠিত এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপে নেপালকে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে ভারতীয় পুরুষ ও মহিলা দল।
  • অংশগ্রহণকারী দেশগুলো ছিল, বাংলাদেশ, ভুটান, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা এবং ভারত।

১৫. কোন ব্রডকাস্টার MotoGP স্ট্রিম করার জন্য একটি চুক্তি সুরক্ষিত করেছে?

(A) Viacom18
(B) ESPN
(C) Star
(D) Sony

উত্তর
(A) Viacom18

  • Reliance Industries-এর মালিকানাধীন Viacom18, ২৪শে মার্চ ২০২৩-এ MotoGP এর JioCinema এবং Sports18 প্ল্যাটফর্মে স্ট্রিম করার জন্য একটি চুক্তি সুরক্ষিত করেছে।

১৬. সম্প্রতি প্রয়াত হলেন প্রদীপ সরকার। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

(A) রাজনীতি
(B) পেইন্টিং
(C) খেলাধুলা
(D) ফিল্মমেকিং

উত্তর
(D) ফিল্মমেকিং

  • প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রদীপ সরকার, ২৪শে মার্চ ২০২৩ এ  প্রয়াত হয়েছেন।
  • তিনি ২০০৫ সালে বিদ্যা বালানের পরিণীতার মাধ্যমে সিনেমা পরিচালনার জগতে আত্মপ্রকাশ করেন।
  • তার দ্বারা পরিচালিত অন্যান্য চলচ্চিত্রগুলি হল মরদানি (২০১৪), লাগা চুনারি মে দাগ, এবং লাফাঙ্গে ফরিনদে (২০১০)।
  • ২০০৫ সালে, তিনি পরিণীতার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্দেশনার জন্য ‘ফিল্মফেয়ার পুরস্কার’ লাভ করেন।

১৭. ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের রিপোর্ট অনুযায়ী কোন দেশে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মহিলা পাইলট রয়েছে?

(A) আমেরিকা
(B) ভারত
(C) যুক্তরাজ্য
(D) জার্মানি

উত্তর
(B) ভারত

  • ভারতের পাইলটদের ১৫% মহিলা।
  • ১৯৮৯ সালে, নিবেদিতা ভাসিন বিশ্বের সর্বকনিষ্ঠ বাণিজ্যিক বিমান সংস্থার পাইলট হন।

১৮. গর্ডন ই. মুর সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন?

(A) Qualcomm
(B) IBM
(C) Micron Technology
(D) Intel

উত্তর
(D) Intel

  • তিনি মুর’স ল এর প্রতিষ্ঠাতা।
  • তিনি কম্পিউটারের ক্ষেত্রে তার কাজের জন্য ২০১০ সালে ড্যান ডেভিড পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

১৯. ‘War and Women’ শীর্ষক বইটির লেখক কে?

(A) মেঘনাদ দেশাই
(B) ডাঃ এম এ হাসান
(C) অরবিন্দ মন্ডলোই
(D) ডঃ অশ্বিন ফার্নান্দেস

উত্তর
(B) ডাঃ এম এ হাসান

  • ২৪শে মার্চ ২০২৩ এ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫২ তম অধিবেশন চলাকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধকে চিত্রিত করে ‘War and Women’ শিরোনামের বইটি প্রকাশিত হয়েছিল।
  • ডক্টর এম এ হাসানের লেখা বইটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক যৌন নির্যাতন ও হত্যাকাণ্ডের ব্যাপকতা নথিভুক্ত করে।

২০. লভলিনা বোরগোহাইন নয়াদিল্লিতে IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে চতুর্থ জিতেছেন৷ তিনি নিচের কোন বিভাগে সোনা জিতেছেন?

(A) ৫০ কেজি
(B) ৭৫ কেজি
(C) ৪৮ কেজি
(D) ৮১ কেজি

উত্তর
(B) ৭৫ কেজি

  • টোকিও অলিম্পিকের পদক জয়ী লভলিনা বোরগোহাইন ৭৫ কেজি বিভাগে অস্ট্রেলিয়ার ক্যাটলিন পার্কারকে হারিয়েছেন।
  • নিখাত জারিন এর আগে ভিয়েতনামের নুগুয়েন থি ট্যামকে হারিয়ে ৫০ কেজি বিভাগে সোনা জিতেছিলেন।
  • নিতু ঘাংঘাস এবং সাউইটি বুরাও ২৫শে মার্চ যথাক্রমে ৪৮ কেজি এবং ৮১ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন।

২১. নিম্নলিখিত দলগুলির মধ্যে কোনটি সম্প্রতি প্রথমবারের মতো ওমেন প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন হয়েছে?

(A) দিল্লি ক্যাপিটালস
(B) মুম্বাই ইন্ডিয়ান্স
(C) গুজরাট জায়ান্টস
(D) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

উত্তর
(B) মুম্বাই ইন্ডিয়ান্স

  • ম্যাচ সেরার পুরস্কার পান ন্যাট সাইভার-ব্রান্ট।
  • হরমনপ্রীত কৌর ক্যাচ অফ দ্য সিজনের পুরস্কার জিতেছেন।
  • হেইলি ম্যাথিউস ভায়োলেট ক্যাপ এবং মেগ ল্যানিং অরেঞ্জ ক্যাপ জিতেছেন।
  • হেইলি ম্যাথিউস ছিলেন সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।

২২. আলবেনিয়ার ডুরেসে IWF ওয়ার্ল্ড ইয়ুথ চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪০ কেজি বিভাগে নিম্নোক্ত কে ব্রোঞ্জ পদক জিতেছে?

(A) আকাঙ্ক্ষা ব্যবহহারে
(B) জ্যোৎস্না সবর
(C) হর্ষদা গারুড়
(D) সৌম্য ডালভি

উত্তর
(B) জ্যোৎস্না সবর

  • জ্যোস্না সাবর মহিলাদের ৪০ কেজি ইভেন্টে ১১৫ কেজির উত্তোলন করে তৃতীয় হয়েছিলেন।
  • ধানুশ ২০০ কেজির ওজন তুলে পুরুষদের ৪৯ কেজি ইভেন্টে তৃতীয় হয়েছেন।

২৩. ওয়ার্ল্ড থিয়েটার ডে কোন দিনটিতে পালিত হয়?

(A) ২৮শে মার্চ
(B) ২৬শে মার্চ
(C) ২৫শে মার্চ
(D) ২৭শে মার্চ

উত্তর
(D) ২৭শে মার্চ

  • এটি ১৯৬১ সালে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট দ্বারা শুরু হয়েছিল।
  • এটি ITI কেন্দ্র এবং আন্তর্জাতিক থিয়েটার সম্প্রদায় দ্বারা প্রতি বছর উদযাপিত হয়।
  • ২০২৩ সালের বিশ্ব থিয়েটার দিবসের থিম হল “Theatre and a Culture of Peace”।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

One Comment

Back to top button