Daily Current Affairs in BengaliCurrent Affairs

30th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

30th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩০শে জুন  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th June Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রতি বছর কোন দিনটিতে ‘আন্তর্জাতিক গ্রহাণু দিবস’ পালন করা হয়?

(A) ১০ই জুন
(B) ৩০শে জুন
(C) ২৯শে জুন
(D) ২২শে জুন

উত্তর :
(B) ৩০শে জুন

  • আন্তর্জাতিক গ্রহাণু দিবসের লক্ষ্য গ্রহাণুর প্রভাবের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
  • ২০২২ এর থিম হল “small is beautiful”।

২. বিশ্বের বৃহত্তম উদ্ভাবন কেন্দ্র T-Hub 2.0 (টেকনোলজি হাব) সম্প্রতি কোন শহরে উদ্বোধন করা হয়েছে?

(A) দিল্লী
(B) হায়দ্রাবাদ
(C) গুরুগ্রাম
(D) মুম্বাই

উত্তর :
(B) হায়দ্রাবাদ

  • তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ২৮শে জুন ২০২২-এ হায়দ্রাবাদে T-Hub (টেকনোলজি হাব) এর ফেজ 2 উদ্বোধন করেছেন।
  • এই সুবিধাটি এক ছাদের নিচে ২,০০০ টিরও বেশি স্টার্টআপকে সমর্থন করবে, যার মোট বিল্ট-আপ এলাকা ৫.৮২ লক্ষ বর্গফুট, (বিশ্বের বৃহত্তম উদ্ভাবন ক্যাম্পাসে)।

৩. কোন দেশ সম্প্রতি উদীয়মান দেশগুলির প্রভাবশালী সংস্থা “BRICS” গ্রুপে যোগদানের জন্য আবেদন করেছে?

(A) ইরান
(B) আর্জেন্টিনা
(C) পাকিস্তান
(D) A ও B উভয়

উত্তর :
(D) A ও B উভয়

  • দুটি নতুন দেশ ইরান ও আর্জেন্টিনা প্রভাবশালী BRICS এ যোগদানের জন্য আবেদন করেছে।
  • চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সভাপতিত্বে ২৩ থেকে ২৪শে জুন ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত ১৪ তম BRICS শীর্ষ সম্মেলনের পরে উভয় দেশই এই আবেদন করেছে।
  • প্রথম BRICS শীর্ষ সম্মেলন ১৬ই জুন ২০০৯ এ রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল।

৪. সম্প্রতি ইয়ন মর্গ্যান তার অবসর নিশ্চিত করেছেন। তিনি নিচের কোন খেলার সাথে যুক্ত?

(A) ফুটবল
(B) হকি
(C) ক্রিকেট
(D) বাস্কেটবল

উত্তর :
(C) ক্রিকেট

  • তিনি সাদা বলের উভয় ফরম্যাটেই ইংল্যান্ডের শীর্ষস্থানীয় রান-স্কোরার হিসাবে পদত্যাগ করলেন।
  • তিনিই একমাত্র ব্যক্তি যিনি দলকে ওয়ানডে বিশ্বকাপে সাফল্যের দিকে নিয়ে গেছেন।
  • ২০১৯ সালে ৫০-ওভারের বিশ্বকাপ সাফল্যের তত্ত্বাবধানের আগে তিনি ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দলকে গাইড করেছিলেন।

৫. কে আরও তিন মাসের জন্য ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন?

(A) কে কে ভেনুগোপাল
(B) পি উদয়কুমার
(C) বিজয় শেখর শর্মা
(D) ভেঙ্কট নাগেশ্বর চালাসানি

উত্তর :
(A) কে কে ভেনুগোপাল

  • সিনিয়র অ্যাডভোকেট কে কে ভেনুগোপাল আরও তিন মাসের জন্য ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছেন।
  • তার বর্তমান মেয়াদ ৩০শে জুন শেষ হওয়ার কথা ছিল।
  • মিঃ ভেনুগোপাল ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জুলাই ২০১৭ সালে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হন।
  • তিনি মুকুল রোহাতগির স্থলাভিষিক্ত হয়েছেন।

৬. সম্প্রতি কে Reliance Jio Infocomm Ltd এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলো?

(A) মুকেশ আম্বানি
(B) ঈশা আম্বানি
(C) নীতা আম্বানি
(D) আকাশ আম্বানি

উত্তর :
(D) আকাশ আম্বানি

  • ভারতীয় ব্যবসায়িক ম্যাগনেট, মুকেশ আম্বানি, ২৮শে জুন ২০২২-এ রিলায়েন্স NSE Jio এর বোর্ড থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
  • তার পদত্যাগের পর, মুকেশ আম্বানি তার সমৃদ্ধ টেলিকম ব্যবসার ভার তার পুত্র আকাশ আম্বানির হাতে তুলে দেন।

৭. সম্প্রতি কে ২০০ মিটারের দৌড়ে ভারতের তৃতীয় দ্রুততম রানার হলেন?

(A) ধনলক্ষ্মী সেকর
(B) বিপিন সাংঘি
(C) অবিনাশ কুলকার্নি
(D) ভেঙ্কট নাগেশ্বর চালাসানি

উত্তর :
(A) ধনলক্ষ্মী সেকর

  • তিনি ২২.৮৯ সেকেন্ড সময় নিয়ে দৌড়ে স্বর্ণপদক জিতেছেন। ২০০২ সালে সরস্বতী সাহার ২২.৮২ এবং হিমা দাসের ২২.৮৮ সেকেন্ডের পরে ২০০ মিটারে ভারতীয় মহিলার এটি তৃতীয় সেরা রেকর্ড সময়।

৮. মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার নতুন নাম কি?

(A) সম্ভাজি নগর
(B) সাতারা
(C) ধুলে
(D) ধারাশিব

উত্তর :
(A) সম্ভাজি নগর

  • মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার নাম পরিবর্তন করে সম্ভাজি নগর করা হয়েছে।
  • মুঘল সম্রাট ঔরঙ্গজেব ১৬৫৩ সালে দাক্ষিণাত্য আক্রমণ করেন এবং এই শহরে তার রাজধানী স্থাপন করেছিলেন, যার নাম তিনি ঔরঙ্গাবাদ রেখেছিলেন।
  • শিবসেনা সুপ্রিমো বালাসাহেব ঠাকরে ১৯৮৮ সালে ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে সম্ভাজি নগর করার ঘোষণা করেছিলেন।

৯. মুম্বাইয়ের নতুন পুলিশ কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সঞ্জয় পান্ডে
(B) তপন ডেকা
(C) বিবেক ফাঁসালকার
(D) নিতিন গুপ্ত

উত্তর :
(C) বিবেক ফাঁসালকার

  • মহারাষ্ট্র সরকার সিনিয়র IPS অফিসার বিবেক ফাঁসালকারকে মুম্বাই পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত করেছে।
  • তিনি সঞ্জয় পান্ডের স্থলাভিষিক্ত হবেন ৷

১০. ভারত কত তারিখ থেকে একক ব্যবহারের প্লাস্টিক নিষিদ্ধ করেছে?

(A) ১লা জুলাই
(B) ৩১শে আগস্ট
(C) ১লা আগস্ট
(D) ৩১শে জুলাই

উত্তর :
(A) ১লা জুলাই

  • ভারত সরকার ১লা জুলাই থেকে একক-ব্যবহারের প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা করেছে।
  • একক ব্যবহারের প্লাস্টিক বলতে সেই প্লাস্টিকের জিনিসগুলি বোঝায় যেগুলি একবার ব্যবহার করা হয় এবং ফেলে দেওয়া হয়।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button