Daily Current Affairs in BengaliCurrent Affairs

15th & 16th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ ও ১৬ই অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (15th & 16th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 14th October Current Affairs Quiz 2023 – Bengali


১. কে ইতালিতে অনূর্ধ্ব-২০ বিশ্ব জুনিয়র র‍্যাপিড দাবা চ্যাম্পিয়ন হয়েছে ?

(A) ম্যাগনাস কার্লসেন
(B) বিক্রমাদিত্য কুলকার্নি
(C) রৌনক সাধওয়ানি
(D) বিশ্বনাথন আনন্দ

উত্তর
(C) রৌনক সাধওয়ানি

  • আন্তর্জাতিক দাবা সংগঠন (ফাইড) আয়োজিত বিশ্ব জুনিয়র দ্রুত দাবা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রৌণক সাধওয়ানি।
  • রৌনক সাধওয়ানি একজন ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার। মাত্র ১৩ বছর বয়সে একজন গ্র্যান্ডমাস্টার হয়েছেন।
  • তিনি ইতিহাসের নবম সর্বকনিষ্ঠ খেলোয়াড় এবং ৪র্থ সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি খেতাব পান।

২. মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের নিরাপত্তা ও স্বনির্ভরতার প্রচারের জন্য ভারতের কোন রাজ্য সম্প্রতি মিশন শক্তি 4.0 চালু করেছে?

(A) মহারাষ্ট্র
(B) উত্তর প্রদেশ
(C) রাজস্থান
(D) তামিলনাড়ু

উত্তর
(B) উত্তর প্রদেশ
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সরকারি বাসভবন থেকে মিশন শক্তির চতুর্থ পর্বের উদ্বোধন করেছেন।

৩. সম্প্রতি কোন ক্রিকেটার পেশাদার ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ?

(A) সাকিব আল হাসান
(B) কেন উইলিয়ামসন
(C) বেন স্টোকস
(D) অ্যালিস্টার কুক

উত্তর
(D) অ্যালিস্টার কুক

  • ২০২৩ ওডিআই বিশ্বকাপ নিয়ে যখন উন্মাদনায় ভাসছে গোটা বিশ্ব, তখন কিছুটা নিঃশব্দেই ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ইংল্যান্ড তারকা ক্রিকেটার অ্যালিস্টার কুক।
  • সম্প্রতি তিনি পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন।
  • আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ইতি পড়ে গেল অ্যালিস্টার কুকের ২০ বছরের লম্বা উজ্জ্বল ক্যারিয়ারে।

৪. বিশ্ব ছাত্র দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ১৫
(B) সেপ্টেম্বর ১৫
(C) ডিসেম্বর ১৫
(D) নভেম্বর ১৫

উত্তর
(A) অক্টোবর ১৫

  • আবদুল কালামের ৭৯ তম জন্মদিনে তাঁকে সম্মান জানাতে এবং তারই আদর্শে ছাত্রদের কঠোর পরিশ্রম ও সংকল্পে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে ১৫ অক্টোবর তারিখটিকে বিশ্ব ছাত্র দিবস হিসেবে ঘোষণা করে।
  • ২০১০ খ্রিস্টাব্দের ১৫ অক্টোবরই প্রথম বিশ্ব ছাত্র দিবস পালিত হয়।
  • ২০২৩ সালে এই দিবসের থিম ছিল – “FAIL: stands for First Attempt in Learning.”

৫. ২০২৩ সালের মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাসকট হল –

(A) Miu Kai
(B) Neja
(C) Siu Siu
(D) Juhi

উত্তর
(D) Juhi

  • ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, হেমন্ত সোরেন, আসন্ন মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩ -এর জন্য মাসকটটি উন্মোচন করেছেন৷
  • এটির নাম রাখা হয়েছে ‘জুহি’।
  • বেতলা জাতীয় উদ্যানের প্রিয় হাতি থেকে অনুপ্রাণিত এই ম্যাস্কটটি।

৬. ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ICC Player of the Month (পুরুষদের ) হয়েছেন –

(A) রোহিত শর্মা
(B) বিরাট কোহলি
(C) বাবর আজম
(D) শুবমান গিল

উত্তর
(D) শুবমান গিল

  • ICC। সম্প্রতি ঘোষণা করেছে সেপ্টেম্বর মাসের সেরা প্লেয়ার হলেন শুবমান গিল।
  •  সেপ্টেম্বর মাসে গিল ৪৮০ রান করেন একদিনের ক্রিকেটে।
  • তাঁর গড় ৮০।
  • সেপ্টেম্বর মাসের সেরার তালিকায় গিল ছাড়াও ছিলেন মহম্মদ সিরাজ ও ডেভিড মালান। সবাইকে টপকে শীর্ষে গিল।

৭. “ড্রপ অফ দ্য লাস্ট ক্লাউড (Drop of The Last Cloud)” বইটি লিখেছেন –

(A) কিরণ দেশাই
(B) সঙ্গীতা জি
(C) সুধা মূর্তি
(D) ঝুম্পা লাহিড়ী

উত্তর
(B) সঙ্গীতা জি
ড্রপ অফ দ্য লাস্ট ক্লাউড বইটি লিখেছেন সঙ্গীতা জি (Sangeetha G)। এই বইটিতে কেরালার প্রাচীন মাতৃতান্ত্রিক সমাজকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ।

৮. ভারতের কোন রাজ্যের কাজু শিল্প সম্প্রতি GI ট্যাগ পেয়েছে ?

(A) রাজস্থান
(B) উত্তর প্রদেশ
(C) বিহার
(D) গোয়া

উত্তর
(D) গোয়া
গোয়ার কাজু শিল্প সম্প্রতি একটি ভৌগলিক ইঙ্গিত (GI) ট্যাগ পেয়েছে। ১৬শতকে পর্তুগিজদের দ্বারা কাজু গোয়াতে প্রবর্তিত হয়েছিল এবং এটি তখন থেকে রাজ্যের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদানকারী হয়ে উঠেছে।

৯. সম্প্রতি প্রয়াত কার্ত্যায়নী আম্মা কোন রাজ্যের সাক্ষরতা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ?

(A) তামিলনাড়ু
(B) তেলেঙ্গানা
(C) কেরালা
(D) কর্ণাটক

উত্তর
(C) কেরালা

  • প্রয়াত কেরালায় সাক্ষরতা মিশনের অধীনে সবচেয়ে বয়স্ক শিক্ষার্থী কার্ত্যায়নী আম্মা ।
  • মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর।
  • তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

১০. কোন রাজ্য সম্প্রতি ‘প্রজেক্ট নীলগিরি তাহর’ চালু করেছে ?

(A) উত্তর প্রদেশ
(B) তামিলনাড়ু
(C) কেরালা
(D) অন্ধ্র প্রদেশ

উত্তর
(B) তামিলনাড়ু

  • তামিলনাড়ু ‘প্রজেক্ট নীলগিরি তাহর’ চালু করেছে। এটি একটি বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ।
  • এই প্রকল্পের লক্ষ্য হল পশ্চিমঘাটের স্থানীয় একটি প্রজাতি বিপন্ন নীলগিরি তাহরকে রক্ষা করা।

১১. সম্প্রতি মানচিরেভুলা ফরেস্ট ট্রেক পার্কে কোন শহরে মেসোলিথিক রক আর্ট আবিষ্কৃত হয়েছে?

(A) ব্যাঙ্গালোর
(B) মুম্বাই
(C) হায়দ্রাবাদ
(D) চেন্নাই

উত্তর
(C) হায়দ্রাবাদ

  • হায়দ্রাবাদের কাছে মানচিরেভুলা ফরেস্ট ট্রেক পার্কে একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করা হয়েছে।
  • এখানে পাওয়া গিয়েছে প্রাচীন রক পেইন্টিং যা মেসোলিথিক যুগের বলে মনে হয়।
  • লাল রঙের এই পেইন্টিংগুলি তিনটি কচ্ছপ, একটি মাছ এবং একটি জ্যামিতিক মোটিফ চিত্রিত করে।

১২. প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কোন দিনটির মধ্যে বীমা বাহক মোতায়েন করার সময়সীমা বেঁধে দিয়েছে IRDAI ?

(A) ৩১ ডিসেম্বর, ২০২৩
(B) ৩১ ডিসেম্বর, ২০২৪
(C) ৩১ ডিসেম্বর, ২০২৫
(D) ৩১ ডিসেম্বর, ২০২৬

উত্তর
(B) ৩১ ডিসেম্বর, ২০২৪
IRDAI বীমার জন্য একটি মহিলা-কেন্দ্রিক উত্সর্গীকৃত বিতরণ চ্যানেল প্রতিষ্ঠার লক্ষ্যে বীমা বাহক নির্দেশিকা, ২০২৩ বাস্তবায়ন করছে

১৩. অ্যাম্বিট (Ambit) -এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রোহিত শর্মা
(B) বিদিত গুজরাঠি
(C) সালমান খান
(D) এম এস ধোনি

উত্তর
(B) বিদিত গুজরাঠি
অ্যামবিট ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার বিদিত গুজরাঠিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বাক্ষর করেছে।

১৪. সম্প্রতি কে ইকুয়েডরের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ?

(A) ক্যাটালিন নোভাক
(B) ড্যানিয়েল নোবোয়া
(C) ড্যানিয়েল ওর্তেগা
(D) ইউন সুক ইওল

উত্তর
(B) ড্যানিয়েল নোবোয়া

  • ড্যানিয়েল নোবোয়া মোট ভোটের ৫২.২৯% ভোট পেয়ে রানঅফ নির্বাচনে জয়ী হয়ে ইকুয়েডরের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হয়েছেন।
  • তার প্রতিদ্বন্দ্বী লুইসা গঞ্জালেজ তার পরাজয় মেনে নিয়ে নতুন প্রেসিডেন্টের প্রতি তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

১৫. প্রতিবছর কোন দিনটিতে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়ে থাকে ?

(A) অক্টোবর ১৬
(B) অক্টোবর ১৭
(C) নভেম্বর ১৬
(D) নভেম্বর ১৭

উত্তর
(A) অক্টোবর ১৬
প্রতিবছর ১৬ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়ে থাকে। ২০২৩ সালে এই দিবসের থিম ছিল – “Water is life, water is food. Leave no one behind”

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button