Current Topics

ফোর্বসের ‘বিশ্বের সেরা ব্যাংক’ তালিকায় শীর্ষ স্থান পেল ডিবিএস (DBS) ব্যাঙ্ক

DBS tops Forbes 'World's Best Banks' list in India

ফোর্বসের ‘বিশ্বের সেরা ব্যাংক’ তালিকায় শীর্ষ স্থান পেল ডিবিএস (DBS) ব্যাঙ্ক

২০২০ সালের পর আবার ২০২১ সালে ফোর্বস বিশ্বের সেরা ব্যাঙ্কস এর তালিকায় শীর্ষ স্থান পেল ডিবিএস ব্যাঙ্ক (DBS Bank) । টানা  দ্বিতীয় বারের জন্য  ডিবিএস ব্যাঙ্ক  ভারতের ৩০ টি দেশীয় এবং আন্তর্জাতিক ব্যাংকের মধ্যে প্রথম  স্থানের মর্যাদা পেয়েছে।২০১৯ সাল থেকে চালু হওয়া, বাজার গবেষণা সংস্থা ‘স্ট্যাটিস্টা‘র অংশীদারিত্বে পরিচালিত ফোর্বসের ‘ওয়ার্ল্ডের সেরা ব্যাংক’ তালিকার এটি তৃতীয় সংস্করণ । বিশ্বব্যাপী প্রায় ৪৩,০০০ এরও বেশি ব্যাংকিং গ্রাহকদের তাদের বর্তমান এবং প্রাক্তন ব্যাংকিং সম্পর্কের বিষয় নিয়ে  সমীক্ষা চালায় এই সংস্থা । সমীক্ষায় গ্রাহকরা ব্যাঙ্ক এর প্রতি তাদের সন্তুষ্টি এবং বিশ্বাস, ডিজিটাল পরিষেবা, আর্থিক পরামর্শ এবং ফি এর মতো মূল বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে ব্যাংকগুলিকে রেটিং দেয়। এই রেটিংয়ের ফলেই শীর্ষ স্থান দখল করে ২৬ বছর ধরে ভারতে কার্যকরী এই ব্যাঙ্ক। বর্তমানে ভারতের প্রায় ১৯ টি রাজ্যে ৬০০ টি এরও বেশি ব্রাঞ্চ রয়েছে ডিবিএস ব্যাঙ্কের।

DBS ব্যাঙ্ক অর্জিত আরো কিছু পুরস্কার :

ফোর্বসের ‘বিশ্বের সেরা ব্যাংক’ তকমা DBS এর জন্য নতুন কিছু নয়।  এর আগেও এই ব্যাঙ্ক অনেক পুরস্কার এবং সম্মান অর্জনে করেছে। যেমন,

  • ২০১৯ সালে শীর্ষস্থানীয় আর্থিক প্রকাশনা ইউরোমানি দ্বারা DBS কে ‘ওয়ার্ল্ডস বেস্ট ব্যাংক’ এর তকমা দেওয়া হয়েছিল।
  •  ডিবিএস ব্যাংক ইন্ডিয়া এশিয়ামানি দ্বারা ‘ভারতের সেরা আন্তর্জাতিক ব্যাংক ২০২১’ হিসাবে স্বীকৃত পায়।
  • ২০২০ সালে নিউইয়র্ক ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক DBS কে টানা দ্বাদশ বছরে ‘এশিয়ার সবচেয়ে নিরাপদ ব্যাংক’ হিসেবে ঘোষণা করা হয়েছে ।

‘We are humbled and proud to be featured on the ‘World’s Best Banks’ list for the second consecutive year. Over the years, we have built a strong customer-centric franchise, and this recognition shines the light on the resilience and a strong sense of purpose demonstrated by our employees to support customers amid the global crisis. We will continue to deepen customer relationships and build journeys that proactively address their needs’ -সুরজিৎ শোম, ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং CEO,DBS Bank

DBS ব্যাঙ্ক সম্পর্কিত কিছু  গুরুত্বপূর্ণ তথ্য :

  • DBS ব্যাঙ্কের পুরো নাম : The Development Bank of Singapore Limited
  • প্রতিষ্ঠা : ১৯৬৮ সালের ১৬ ই জুলাই।
  • সদর দপ্তর  : সিঙ্গাপুর।
  • ডিবিএস ব্যাংকের ভারতের হেড কোয়াটার : মুম্বাই।
  • ডিবিএস ব্যাংকের CEO: পীযূষ গুপ্ত।
  • ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং CEO: সুরজিৎ শোম;
  • ট্যাগ  লাইন: “Make Banking Joyful”.

আরো দেখে নাও : ২০২১ সালে পুলিৎজার পুরস্কার পেলেন মেঘা রাজাগোপালান

নতুন নির্বাচন কমিশনার হলেন অনুপ চন্দ্র পাণ্ডে

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button