Daily Current Affairs in BengaliCurrent Affairs

সাম্প্রতিকী | আগস্ট ২৮, ২৯, ৩০, ৩১ – ২০২০ | Daily Current Affairs

Daily Current Affairs 28th, 29th, 30th, 31st August - 2020

সাম্প্রতিকী – আগস্ট ২৮, ২৯, ৩০, ৩১  – ২০২০

দেওয়া রইলো ২৮, ২৯, ৩০,  ৩১ আগস্ট  – ২০২০ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

দেখে নাও আগস্ট মাসের শেষ সপ্তাহের – এর ২৫টি বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, বিস্তারিত আলোচনা সহ । ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নাও সম্পূর্ণ আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF ফাইল ।

এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো  ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।

বাংলা কুইজ ফেসবুক পেজ 

সাম্প্রতিকী MCQ

১. কোন দেশ Black Sea তে সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসের খনি র সন্ধান পেয়েছে?

(A) রাশিয়া
(B) তুরস্ক
(C) ইউক্রেন
(D) বুলগেরিয়া

উত্তর :
(B) তুরস্ক

তুরস্কের রাজধানী – আঙ্কারা
তুরস্কের মুদ্রা – তুর্কিশ লিরা


২. নতুন নির্বাচন কমিশনার কে হলেন, যিনি অশোক লাভাসা র স্থলাভিষিক্ত হলেন? 

(A) অজিত দোভাল
(B) গিরিশ মুর্মু
(C) রাজীব কুমার
(D) অজয় ত্যাগী

উত্তর :
(C) রাজীব কুমার

  • অশোক লাভাসা পদত্যাগ করার পরে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিব রাজীব কুমার
  • নির্বাচন কমিশন গঠনের কথা উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের ৩২৪ নম্বর ধারায়।
  • বর্তমানে ভারতের মূখ্য নির্বাচন কমিশনার হলেন – সুনীল অরোরা

৩. ভারতীয় বায়ু সেনা সম্প্রতি যে অ্যাপ টি লঞ্চ করেছে, সেটি হল-

(A) Bharat IAF
(B) My IAF
(C) Glory
(D) IAF Vijay

উত্তর :
(B) My IAF

এই অ্যাপ এর মধ্যে বায়ুসেনার Selection Procedure, Training Curriculum  প্রভৃতি দেওয়া থাকবে |

বায়ুসেনার বর্তমান প্রধান হলেন – এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া


৪. কোন পাবলিক সেক্টর কোম্পানি “Swacchata Hi Seva 2019” (স্বচ্ছতাই সেবা ২০১৯) পুরষ্কার পেয়েছে?

(A) ONGC
(B) BHEL
(C) NLC India Limited
(D) Coal India Limited

উত্তর :
(C) NLC India Limited

NLC India Limited হলো ভারতের একটি নবরত্ন সংস্থা।

প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৬ সালে এবং এর সদর দপ্তর অবস্থিত – তামিলনাডুর চেন্নাইয়ে।


৫. Export Preparedness Index 2020  তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য? 

(A) গুজরাট
(B) পাঞ্জাব
(C) মধ্যপ্রদেশ
(D) কর্ণাটক

উত্তর :
(A) গুজরাট

গুজরাটের রাজধানী – গান্ধীনগর , বর্তমান মুখ্যমন্ত্রী – বিজয় রূপানি ও রাজ্যপাল আচার্য দেবব্রত।


৬. “The Discomfort of Evening” বইয়ের জন্য ২০২০ সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ বিজেতা কে? 

(A) Salman Rushdie
(B) Aravind Adiga
(C) David Grossman
(D) Marieke Lucas Rijneveld

উত্তর :
(D) Marieke Lucas Rijneveld

নেদারল্যান্ডের Marieke Lucas Rijneveld তার “The Discomfort of Evening” বইয়ের জন্য ২০২০ সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছেন।

ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ England  থেকে দেওয়া হয়। এই পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল ২০০৫ সালে ।


৭. সম্প্রতি Pratheeksha নামের প্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্স চালু হল কোন রাজ্যে?  

(A) অন্ধ্রপ্রদেশ
(B) তামিলনাড়ু
(C) মহারাষ্ট্র
(D) কেরালা

উত্তর :
(D) কেরালা

  • কেরালার রাজধানী তিরুবনন্তপুরম।
  • কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল – আরিফ মহম্মদ খান

৮.  টি-20 ক্রিকেটে প্রথম বোলার হিসাবে ৫০০ উইকেট দখল করলেন কে? 

(A) লাসিথ মালিঙ্গা
(B) ডোয়েন ব্রাভো
(C) ইমরান তাহির
(D) সুনিল নারিন

উত্তর :
(B) ডোয়েন ব্রাভো

প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনডোয়েন ব্রাভো  টি-20 ক্রিকেটে প্রথম বোলার হিসাবে ৫০০ উইকেট দখল করেছেন ।


৯. কোন দিনটিতে মাদার টেরেসা র ১১০তম জন্মবার্ষিকী পালন করা হল? 

(A) আগস্ট ২৩
(B) আগস্ট ২৪
(C) আগস্ট ২৫
(D) আগস্ট ২৬

উত্তর :
(D) আগস্ট ২৬

  • মাদার টেরেসা জন্মেছিলেন ১৯১০ সালের ২৬ শে আগস্ট।
  •  মাদার টেরেসা ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার পান।
  • ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে ‘সন্ত’ হিসেবে স্বীকৃতি প্রদান করেন

১০. ২০২১ সালের ব্রিকস গেমস অনুষ্ঠিত হবে কোন দেশে? 

(A) ভারত
(B) রাশিয়া
(C) দক্ষিণ আফ্রিকা
(D) চিন

উত্তর :
(A) ভারত

ব্রিক্‌স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সঙ্ঘ। মূলত ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অর্ন্তভূক্ত হবার পূর্বে এই সঙ্ঘটি “ব্রিক” নামে পরিচিত ছিল।


১১. জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কোন দিনটিতে? 

(A) আগস্ট ২৭
(B) আগস্ট ২৮
(C) আগস্ট ২৯
(D) আগস্ট ৩০

উত্তর :
(C) আগস্ট ২৯

এই দিনেই জন্ম গ্রহণ করেছিলেন হকির জাদুগর ধ্যানচাঁদ । তার জন্মদিন টিকেই স্মরণ করেই তাকে শ্রদ্ধা জানাতে ২৯ শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়।

দেখে নাও জাতীয় ক্রীড়া দিবস সম্পর্কিত কিছু তথ্য – Click Here


১২. Export Preparedness Index 2020  কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় শীর্ষে রয়েছে – 

(A) দিল্লি
(B) চণ্ডীগড়
(C) পুডুচেরি
(D) আন্দামান ও নিকোবর

উত্তর :
(A) দিল্লি

এই তালিকা প্রকাশ করে নীতি আয়োগ ও Institute of Competitiveness যৌথ ভাবে


১৩. সম্প্রতি Who Painted My Lust Red বইটি কে লিখেছেন?

(A) মেঘা মজুমদার
(B) প্রীতি সিং
(C) শ্রী আয়ার
(D) সুনীল মিত্তল

উত্তর :
(C) শ্রী আয়ার

Sree Iyer এর Money Trilogy সিরিজের এটি দ্বিতীয় বই।  এই সিরিজের প্রথম বইটি হলো  “Who painted my money white?”.


১৪.  বিশ্বব্যাপী গড় মাসিক মজুরির (Global list with Average Monthly Wage) সমীক্ষায় ভারতের স্থান কত? 

(A) ৪৪
(B) ৫৬
(C) ৬৫
(D) ৭২

উত্তর :
(D) ৭২

১০৬ টি দেশের এই সমীক্ষয়ায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড।
ভারত রয়েছে ৭২ তম স্থানে।  এশিয়া থেকে অংশগ্রহণ করা ১৬টি দেশের মধ্যে ভারত রয়েছে ১০ নম্বরে।


১৫. “Pitching It Straight” কোন বিখ্যাত ক্রিকেট কোচের স্মৃতিকথা? 

(A) অরুণ লাল
(B) লালচাঁদ রাজপুত
(C) সন্দীপ পাতিল
(D) গুরুচরণ সিং

উত্তর :
(D) গুরুচরণ সিং

৮৫ বছর বয়সী গুরুচরণ সিং ও স্পোর্টস জার্নালিস্ট এম এস উন্নিকৃষ্ণান যৌথ ভাবে এই বইটি লিখেছেন।

১৯৮৭ সালে গুরুচরণ সিং দ্রোণাচার্য পুরস্কার পান।


১৬. আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা বিরোধী দিবস কবে পালন করা হয়? 

(A) আগস্ট ২৭
(B) আগস্ট ২৮
(C) আগস্ট ২৯
(D) আগস্ট ৩০

উত্তর :
(C) আগস্ট ২৯

সারা বিশ্বে ২৯ আগস্ট পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয় বিশ্ববাসীর মধ্যে পরমাণু অস্ত্র বিরোধী সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে।
২০০৯ সালের ২ ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ৬৪তম অধিবেশনে ২৯ আগস্ট দিনটিকে পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।


১৭. সম্প্রতি বিশ্ব উর্দু সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছিল? 

(A) আলীগড়
(B) নতুন দিল্লি
(C) হায়দ্রাবাদ
(D) কোলকাতা

উত্তর :
(B) নতুন দিল্লি

এই সম্মেলন আয়োজন করেছিল – NCPUS
NCPUS কথাটির পুরো অর্থ হলো – National Council for Promotion of Urdu Language


১৮. সম্প্রতি Cricket Drona নামক বইটি কে লিখেছেন?

(A) আনন্দ বসু
(B) সুধা মূর্তি
(C) বোরিয়া মজুমদার
(D) নীরজ ভাটিয়া

উত্তর :
(A) আনন্দ বসু

খ্যাতনামা কোচ বাসুদেব জগন্নাথ পরঞ্জপে -এর জীবনের উপরে লেখা এই বইটি লিখেছেন তাঁর পুত্র যতীন পরঞ্জপে এবং স্পোর্টস জার্নালিস্ট আনন্দ বসু।

বাসুদেব জগন্নাথ পরঞ্জপে ছিলেন গাভাস্কার, টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার কোচ।


১৯. প্রয়াত হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন?

(A) ২০০৮
(B) ২০১২
(C) ২০১৬
(D) ২০১৯

উত্তর :
(D) ২০১৯

দেখে নাও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সম্পর্কিত কিছু তথ্য – Click Here 


আরো দেখে নাও

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে 

সাম্প্রতিকী | আগস্ট ২৫, ২৬, ২৭ –  ২০২০ | Daily Current Affairs

সাম্প্রতিকী | আগস্ট ২১, ২২, ২৩, ২৪ –  ২০২০ | Daily Current Affairs

প্রণব মুখোপাধ্যায় –  কিছু জানা অজানা তথ্য

কমন এলিজিবিলিটি টেস্ট | ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি

জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button