QuizQuiz

The Olympic Games Quiz | অলিম্পিক ক্যুইজ

The Olympic Games Quiz

The Olympic Games Quiz | অলিম্পিক ক্যুইজ

দেওয়া রইলো The Olympic Games Quiz – অলিম্পিক ক্যুইজ -এর একটি সেট ।

১. অলিম্পিকের কোন ইভেন্টের নামের অর্থ “The Way of the Feet and Hands”?

[spoiler title=”উত্তর : “]Tae Kwon Do[/spoiler]

২. অলিম্পিকের অগ্নিশিখা কীসের প্রতীক?

[spoiler title=”উত্তর : “]অমর চেতনার[/spoiler]

৩. অলিম্পিক গেমসের দীর্ঘতম (দূরত্বের ভিত্তিতে) অ্যাথলেটিক প্রতিযোগিতা কোনটি?

[spoiler title=”উত্তর : “]৫০ কিমি হাঁটা।

দেখে নাওঅলিম্পিকে ভারত

৪. কেবলমাত্র ১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। 
সেই বছর দুটি দেশের ক্রিকেট দল অলিম্পিকে অংশগ্রহণ করে,একটি ইংল্যান্ড অপরটি কোনটি?

[spoiler title=”উত্তর : “]ফ্রান্স।[/spoiler]

৫. অলিম্পিকের লোগোর ৫টি বৃত্ত পাঁচটি মহাদেশকে বোঝায়, এর মধ্যে নীল লোগোটি কোন মহাদেশকে বোঝায়?

[spoiler title=”উত্তর : “]ওশেনিয়া।

. কোন দেশ সর্বাধিক বার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছে?

[spoiler title=”উত্তর : “]মার্কিন যুক্তরাষ্ট্র।[/spoiler]

দেখে নাওবিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেনু | Venue of Important International Games

৭. ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় লন্ডন একুয়াটিক সেন্টারে। নির্মাতা Zaha Hadid একটি বিশেষ মাছের প্রজাতির অবয়বে এটি নির্মাণ করেন। কোন মাছ?

[spoiler title=”উত্তর : “]Sting Ray[/spoiler]

৮. অলিম্পিকে পুরুষদের ফুটবল বিভাগে সর্বাধিক বার গোল্ড মেডেল জিতেছে দুটি দল। একটি গ্রেট ব্রিটেন অপরটি কোনটি?

[spoiler title=”উত্তর : “]হাঙ্গেরি ।[/spoiler]

৯. ভারতের জাতীয় হকি দল অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জেতে ১৯২৮ সালে, এই অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

[spoiler title=”উত্তর : “]আমস্টারডাম ।[/spoiler]

১০. অলিম্পিকের মোটো (motto) হল “CITIUS – ALTIUS – FORTIUS” এটির অর্থ কী?

[spoiler title=”উত্তর : “]”Faster, Higher, Stronger”[/spoiler]

দেখে নাওকুইজ অন স্পোর্টস – বাংলা কুইজ – সেট ১৭১ । Quiz on Sports

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button