The Olympic Games Quiz | অলিম্পিক ক্যুইজ
দেওয়া রইলো The Olympic Games Quiz – অলিম্পিক ক্যুইজ -এর একটি সেট ।
১. অলিম্পিকের কোন ইভেন্টের নামের অর্থ “The Way of the Feet and Hands”?
[spoiler title=”উত্তর : “]Tae Kwon Do[/spoiler]২. অলিম্পিকের অগ্নিশিখা কীসের প্রতীক?
[spoiler title=”উত্তর : “]অমর চেতনার[/spoiler]৩. অলিম্পিক গেমসের দীর্ঘতম (দূরত্বের ভিত্তিতে) অ্যাথলেটিক প্রতিযোগিতা কোনটি?
[spoiler title=”উত্তর : “]৫০ কিমি হাঁটা।দেখে নাও : অলিম্পিকে ভারত
৪. কেবলমাত্র ১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল।
সেই বছর দুটি দেশের ক্রিকেট দল অলিম্পিকে অংশগ্রহণ করে,একটি ইংল্যান্ড অপরটি কোনটি?
৫. অলিম্পিকের লোগোর ৫টি বৃত্ত পাঁচটি মহাদেশকে বোঝায়, এর মধ্যে নীল লোগোটি কোন মহাদেশকে বোঝায়?
[spoiler title=”উত্তর : “]ওশেনিয়া।৬. কোন দেশ সর্বাধিক বার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছে?
[spoiler title=”উত্তর : “]মার্কিন যুক্তরাষ্ট্র।[/spoiler]দেখে নাও : বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেনু | Venue of Important International Games
৭. ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় লন্ডন একুয়াটিক সেন্টারে। নির্মাতা Zaha Hadid একটি বিশেষ মাছের প্রজাতির অবয়বে এটি নির্মাণ করেন। কোন মাছ?
[spoiler title=”উত্তর : “]Sting Ray[/spoiler]৮. অলিম্পিকে পুরুষদের ফুটবল বিভাগে সর্বাধিক বার গোল্ড মেডেল জিতেছে দুটি দল। একটি গ্রেট ব্রিটেন অপরটি কোনটি?
[spoiler title=”উত্তর : “]হাঙ্গেরি ।[/spoiler]৯. ভারতের জাতীয় হকি দল অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জেতে ১৯২৮ সালে, এই অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
[spoiler title=”উত্তর : “]আমস্টারডাম ।[/spoiler]১০. অলিম্পিকের মোটো (motto) হল “CITIUS – ALTIUS – FORTIUS” এটির অর্থ কী?
[spoiler title=”উত্তর : “]”Faster, Higher, Stronger”[/spoiler]দেখে নাও : কুইজ অন স্পোর্টস – বাংলা কুইজ – সেট ১৭১ । Quiz on Sports
To check our latest Posts - Click Here