Bengali to Englishবাংলা ব্যাকরণ

প্রবাদ বাক্য | Bengali Proverbs with English Translations – PDF

List of Popular Bengali Proverbs

প্রবাদ বাক্য – Bengali Proverbs with English Translations

দেওয়া রইলো কতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমনযোগ্য বাংলার প্রবাদ বাক্য যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এসে থাকে । নিচে দেওয়া রয়েছে এই প্রবাবাক্যগুলির PDF ফাইল ।

১. অতি দর্পে হতা লঙ্কা Pride goes before destruction.
২. অতি ভক্তি চোরের লক্ষণ Too much courtesy, too much craft.
৩. অতি লোভে তাঁতী নষ্ট Grasp all lose all.
৪. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট Too many cooks spoil the broth.
৫. অল্প বিদ্যা ভয়ঙ্করী A little learning is a dangerous thing.
৬. অসারের তর্জন গর্জন সার / শূন্য ঘড়ার বাদ্যি বেশী Empty vessels sound much.
৭. আতুরে নিয়মো নাস্তি Necessity knows no law.
৮. আয় বুঝে ব্যয় কর Cut your coat according to your cloth.
৯. আলোর নীচেই অন্ধকার The nearer the church, the further from God.
১০. ইচ্ছা থাকলেই উপায় হয় Where there is a will, there is a way.

আরো দেখে নাও – সমাস

Bengali Proverbs

১১. উঠন্তি মূলো পত্তনে চেনা যায় Morning shows the day.
১২. উঠল বাই ; তো কটক যাই To act on the spur of the moment.
১৩. উলুবনে মুক্ত ছড়ানো To cast pearls before swine.
১৪. এক মাঘে শীত যায় না One swallow does not make a summer.
১৫. এক মুখে দুই কথা To blow hot and cold in the same breath.
১৬. এক হাতে তালি বাজে না It takes two to make a quarrel.
১৭. কষ্ট বিনা কেষ্ট মেলে না No pains, no gains.
১৮. কাঁটা দিয়ে কাঁটা তোলা To set a thief to catch a thief.
১৯. কামলা, আপনি সামলা Physician, heal thyself.
২০. কারও পৌষ মাস, কারও সর্বনাশ What is a sport to one is death to another.
২১. কিল খেয়ে, কিল চুরি করা To pocket an insult.
২২. ক্ষিধে থাকলে নুন দিয়ে খাওয়া যায় / ক্ষিধের বাড়া চাটনি নেই Hunger is the best sauce.
২৩. ক্ষিধের জ্বালায় মাথার ঠিক থাকে না A hungry fox is an angry fox.

আরো দেখে নাও – সমার্থক শব্দ বা একার্থক শব্দ –  বাংলা ব্যাকরণ –  PDF

Bengali Idioms – প্রবাদ বাক্য

২৪. খড়ের গাদায় সুঁচ খোঁজা To search for a niddle in a bottle of hay.
২৫. গতস্য শোচনা নাস্তি Let bygones be bygones.
২৬. গাঁয়ে মানে না আপনি মোড়ল A self-constituted leader.
২৭. গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন Practice makes perfect.
২৮. গাছে কাঁঠাল গোঁফে তেল / কালনেমির লঙ্কা ভাগ To count one’s chickens before they are hatched.
২৯. গেঁয়ো যোগী ভিখ পান না A prophet is not honoured in his own country.
৩০. গোরু মেরে জুতা দান To rob Peter to pay paul.
৩১. ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় A burnt child dreads the fire.
৩২. চাচা আপন প্রাণ বাঁচা Everyone for himself.
৩৩. চেনা বামুনের পৈতে লাগে না Good wine needs no bush.
৩৪. চোর পালালে বুদ্ধি বাড়ে To be wise after the event.
৩৫. চোরে চোরে মাসতুতো ভাই Birds of a feather flock together.
৩৬. চোরে না-শোনে ধর্মের কাহিনী The devil will not listen to the scriptures.
৩৭. চোরের সাক্ষী গাঁটকাটা / শুড়ির সাক্ষী মাতাল As is the party so are his witnesses.

আরো দেখে নাও – সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ ১৫০+ PDF –  বাংলা ব্যাকরণ

গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য

৩৮. ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা To build castles in the air.
৩৯. জলে কুমীর, ডাঙ্গায় বাঘ Between the devil and the deep sea.
৪০. জিব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি God never sends mouth but he sends meat.
৪১. জোর যার মুল্লুক তার Might is right.
৪২. জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি To add fuel to the fire.
৪৩. ঝোপ বুঝে কোপ মার Strike the iron while it is hot.
৪৪. ঠাকুর ঘরে কে ? আমি কলা খাইনি A guilty mind is always suspicious.
৪৫. ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয় Tit for tat.
৪৬. তিলকে তাল করা To make a mountain of a mole-hill.
৪৭. তেলা মাথায় তেল দেওয়া To carry coal to New castle.
৪৮. দশের লাঠি একের বোঝা Many a little makes a mickle.
৪৯. দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না Blessings are not valued till they are gone.
৫০. দুধ দিয়ে কাল সাপ পোষা To cherish a serpent in one’s bosom.
৫১. না আঁচালে বিশ্বাস নেই There is many a slip between the cup and the lip.
৫২. নাচতে না জানলে উঠান বাঁকা A bad workman quarrels with tools.

আরো দেখে নাও – Bangla to English Translation Book PDF

Bengali Proverbs with English Translations

৫৩. নানা মুনির নানা মত Many men, many minds.
৫৪. নিজের চরকায় তেল দাও Oil your own machine.
৫৫. নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা To cut off one’s nose to spite one’s face.
৫৬. নিজেরটা সবাই বড় দেখে All his geese are swans.
৫৭. নেংটার নেই বাটপাড়ের ভয় A pauper has nothing to lose.
৫৮. নেই মামার চেয়ে কানা মামা ভাল Something is better than nothing.
৫৯. পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয় Harm watch, harm catch.
৬০. পান না তাই খান না Grapes are sour.
৬১. পাপের ধন প্রায়শ্চিত্তে যায় Ill got, ill spent.
৬২. ফলেন পরিচীয়তে A tree is known by its fruit.
৬৩. বজ্র আঁটুনি ফস্কা গেরো Penny wise, pound foolish.
৬৪. বহ্বারম্ভে লঘু ক্রিয়া Much cry and little wool.
৬৫. বামুন গেল ঘর তোর লাঙ্গল তুলে ধর When the cat is away, the mice will play.
৬৬. বিপদ কখনও একা আসে না Misfortunes never come alone.

Precis Writing Examples for WBPSC Clerkship Main –  PDF

Bengali to English Proverbs Translations

৬৭. ভাগের মা গঙ্গা পায় না Everybody’s business is nobody’s business.
৬৮. ভাগ্যে যা আছে তাই হবে What is lotted cannot be blotted.
৬৯. ভালো কথায় চিড়ে ভেজে না Fine words butter no parsnips.
৭০. ভিক্ষার চাল কাঁড়া আর আকঁড়া Beggars cannot be choosers.
৭১. মড়ার ওপর খাঁড়ার ঘা To add insult to injury.
৭২. মশা মারতে কামান দাগা To break a butterfly on a wheel.
৭৩. মাথা নেই তার মাথা ব্যথা A beggar can never be bankrupt.
৭৪. যাকে দেখতে নারি তার চলন বাঁকা Faults are thick where love is thin.
৭৫. যার জ্বালা সেই জানে The wearer knows where the shoe pinches.
৭৬. যার ধন তার ধন নয় / নেপোয় মারে দই One sows, another reaps.
৭৭. যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় Danger often comes where danger is feared.

কমন প্রবাদ বাক্য

৭৮. যেমন কর্ম তেমন ফল As you sow, so shall you reap.
৭৯. লক্ষ্মী চঞ্চলা Fortune is fickle.
৮০. শঠে শাঠ্যং সমাচরেৎ Tit for tat.
৮১. সব ভাল যার শেষ ভাল All’s well that ends well.
৮২. সবুরে মেওয়া ফলে Patience has its reward.
৮৩. সস্তার তিন অবস্থা Cheap goods are dear in the long run.
৮৪. সাবধানের মার নেই To be forewarned is to be forearmed.
৮৫. সে রামও নেই, সে অযোধ্যাও নেই O the times, O the manners.
৮৬. হাঁপাতে হাঁপাতে কাজ হয় না A painting dog cannot be a hunting dog.
৮৭. হাটে হাঁড়ি ভেঙে দিল The cat is out of the bag.
৮৮. হাতী ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল Fools rush in where angels fear to tread.

Download Section 
File Name : প্রবাদ বাক্য Bengali Proverbs with English Translations
Format : PDF
File Size : 948 KB
No. of Pages : 03
Downoad : Click Here

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button