বাংলা কুইজ – সেট ১৬০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কুইজ : ২৬ শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মদিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জম্মদিনে দেওয়া রইলো তাঁর সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য । দেখে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কুইজ। Ishwar Chandra Vidyasagar Special Quiz
১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে জন্মগ্রহণ করেন?
২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর আসল নাম কী?
উত্তর
৩. কে/কোন প্রতিষ্ঠান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে “বিদ্যাসাগর” উপাধি প্রদান করে?
উত্তর
আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ১৩১ – বিশ্বকবি স্পেশাল ]
৪. বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি কত সালে দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট (হিন্দু বিধবাদের পুনর্বিবাহ) প্রণয়ন করেন?
উত্তর
৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ছদ্মনাম গুলি ব্যাবহার করতেন?
৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর লেখা কোন বই এর ওপর ভিত্তি করে “ভ্রান্তি বিলাস” নামক চলচ্চিত্র টি তৈরি হয়?
আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল ]
৭. কত সালে ভারত সরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে স্ট্যাম্প প্রকাশ করে?
৮. পশ্চিমবঙ্গের কোন সেতুর নামকরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামের ওপর রাখা হয়েছে?
আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ৮৭ – বিবেকানন্দ স্পেশাল ]
৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীসের জনক হিসেবে পরিচিতি?
১০. উইলিয়াম শেক্সপিয়ার এর লেখা কোন নাটক বাংলা তে অনুবাদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য রচনাবলি:
- বর্ণপরিচয়
- কথামালা
- বোধোদয়
- আখ্যানমঞ্জরী ব্যাকরণ কৌমুদী
- বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব
- শকুন্তলা
- বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব
- ব্রজবিলাস (১৮৮৪)
- অতি অল্প হইল (১৮৭৩)
- আবার অতি অল্প হইল (১৮৭৩)
- সীতার বনবাস
- ঋজুপাঠ।
আরো দেখে নাও : [ বাংলা কুইজ -সেট -১৩৪ – রামকৃষ্ণদেব স্পেশাল ]
আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ১৩২ ]
আরো দেখে নাও : [ প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য ]
কতটা জানি বিদ্যাসাগরকে । প্রশ্নোত্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্যুইজ
To check our latest Posts - Click Here