রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো রাষ্ট্রবিজ্ঞানের ১০ টি প্রশ্ন ও উত্তর।
BanglaQuiz Question ID : 2930
১. রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর ?
(A) ৫
(B) ৬
(C) ৪
(D) ১০
BanglaQuiz Question ID : 2932
২. দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন্ দেশের সহায়তায় তৈরী হয় ?
(A) রাশিয়া
(B) ব্রিটেন
(C) কানাডা
(D) জার্মানী
BanglaQuiz Question ID : 2998
৩. উচ্চ আদালত নিম্ন আদালতকে কোন রিট জারি করে ?
(A) হেবিয়াস কর্পাস
(B) কুয়ো ওয়ারেন্টটো
(C) প্রহিবিশন
(D) কোনোটিই নয়
BanglaQuiz Question ID : 3026
৪. সুপ্রিম কোর্টের বিচারককে ইমপিচমেন্টের জন্য কোন ধরণের সংখ্যাগরিষ্ঠতা (Majority )লাগে ?
(A) বিশেষ সংখ্যাগরিষ্ঠতা ( Special Majority )
(B) সাধারণ সংখ্যাসরিষ্ঠতা ( Simple Majority )
(C) রাজ্যগুলির অনুমোদনের সাথে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা (Special Majority with ratification from States )
(D) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা ( Effective majority )
সুপ্রিম কোর্টের বিচারকরা বিশেষ বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা ইম্পিচ হতে পারেন।
- বিশেষ সংখ্যাগরিষ্ঠতা: সংসদের প্রতিটি কক্ষের মোট সদস্যপদের সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিত সদস্যের ২/৩ অংশের সংখ্যাগরিষ্ঠতা ।
- সাধারণ সংখ্যাগরিষ্ঠতা: উপস্থিত সদস্যের সংখ্যাগরিষ্ঠতা ( ৫০% এর বেশি ) ।
- কার্যকর সংখ্যাগরিষ্ঠ: কক্ষের কার্যকর সদস্যের সংখ্যাগরিষ্ঠতা ( ৫০% এর বেশি )
BanglaQuiz Question ID : 3049
৫. ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে নিচের কোনটি সঠিক ?
(A) আর্টিকেল ১২৫ : বিচারকদের বেতন
(B) আর্টিকেল ১২৭ : অ্যাডহক বিচারকদের নিয়োগ
(C) আর্টিকেল ১২৬ : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ
(D) সবগুলি সঠিক
Important Articles | Details |
Article 124 | Establishment of the Supreme Court |
Article 125 | Salaries of the Judges in SC |
Article 126 | Appointment of the Acting Chief Justice |
Article 127 | Appointment of Ad hoc judges |
Article 131 | Original jurisdiction of the Supreme Court |
Article 133 | Appellate jurisdiction of the Supreme Court with regard to civil matters from the High Courts |
Article 134 | Appellate jurisdiction with regard to criminal matters from the High Courts |
BanglaQuiz Question ID : 3066
৬. নানাবতী কমিশনকে কিসের তদন্তের জন্য নিয়োগ করা হয়েছিল ?
(A) ১৯৮৪ এর দাঙ্গা
(B) অযোধ্যা কেস
(C) মুম্বাই দাঙ্গা
(D) গোধরা কান্ড
১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার সময় “নিরীহ শিখদের হত্যার” তদন্তের জন্য নানাবতী কমিশনকে নিয়োগ করা হয়েছিল ।
BanglaQuiz Question ID : 3070
৭. মীরা শেঠ কমিটি ________ বিকাশের সাথে সম্পর্কিত ছিল ।
(A) প্রাথমিক শিক্ষা
(B) মহিলাদের স্বাস্থ্য
(C) তাঁত শিল্প
(D) লিঙ্গ সমতা
মীরা শেঠ কমিটি হ্যান্ডলুম শিল্পের উন্নয়নের সাথে সম্পর্কিত ছিল এবং এটি ১৯৯৭ সালে প্রতিবেদন জমা দেয়।
BanglaQuiz Question ID : 3084
৮. ভারতে প্রতিটি সংসদীয় বৈঠকের প্রথম ঘন্টা __________ এর জন্য বরাদ্দ করা ।
(A) কোয়েশ্চেন আওয়ার
(B) হাফ এন আওয়ার
(C) জিরো আওয়ার
(D) এমার্জেন্সি আওয়ার
BanglaQuiz Question ID : 3120
৯. ভারতের সংবিধান ভারতের সুপ্রিম কোর্টকে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা প্রদান করে ________ এর মাধ্যমে ।
(A) Appellate Jurisdiction
(B) Original Jurisdiction
(C) Advisory Jurisdiction
(D) Writ Jurisdiction
BanglaQuiz Question ID : 3131
১০. ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত একটি অধ্যাদেশ ( ordinance ) এর সর্বোচ্চ স্থায়িত্ব কত ?
(A) ২ মাস
(B) ৬ মাস
(C) ৭.৫ মাস
(D) ১ বছর
৬ মাস ৬ সপ্তাহ = ৭.৫ মাস
আরো দেখে নাও :
রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ৩২ । Indian Polity MCQ
ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট – PDF
ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট । Parts Articles of the Indian Constitutions – PDF Download
ভারতীয় সংবিধানের প্রস্তাবনা । Preamble to the Constitution of India
গুরুত্বপূর্ণ কমিটি/ কমিশন । Important Committees and Commissions in India
To check our latest Posts - Click Here