ভারতীয় সংসদ কুইজ । Indian Parliament Quiz । পার্লামেন্ট
গত ১৫ই আগস্ট ২০২০ তে ভারতীয় সংসদের ওপরে যে মক টেস্টটি নেওয়া হয়েছিল তার উত্তরপত্র নিচে দেওয়া রইলো । ভারতীয় সংসদ কুইজ , Indian Parliament Quiz , পার্লামেন্ট । ভারতের পার্লামেন্ট ক্যুইজ ।
১. Westminster model of Government বলতে আমরা কোন দেশের সরকার বুঝি?
(A) আমেরিকা
(B) ব্রিটেন
(C) জার্মানি
(D) আয়ারল্যান্ড
২. Council of States এবং House of Peoples এর নাম যথাক্রমে রাজ্যসভা এবং লোকসভা রাখা হয় কত সালে?
(A) ১৯৪৭
(B) ১৯৫০
(C) ১৯৫২
(D) ১৯৫৪
৩. রাজ্যসভার আসন বণ্টন সংবিধানের কোন তফসিল এর অন্তর্গত?
(A) তৃতীয়
(B) চতুর্থ
(C) ষষ্ঠ
(D) সপ্তম
৪. লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে?
(A) ৫৪৫
(B) ৫৪৮
(C) ৫৫২
(D) ৫৫৫
৫. সংবিধানে রাজ্যসভা সদস্যদের কার্যকালের মেয়াদ সম্বন্ধে কিছু বলা না থাকলেও, ______ সালে সংসদ রাজ্যসভা সদদ্যদের কার্যকালের মেয়াদ ৬ বছর ধার্য করে।
(A) ১৯৫০
(B) ১৯৫১
(C) ১৯৫৩
(D) ১৯৫৪
৬. সংসদের একটি কক্ষের সদস্য থাকাকালীন কোনো ব্যক্তি যদি অপর কক্ষের সদস্য নির্বাচিত হন, সেক্ষেত্রে
(A) তিনি নিজের ইচ্ছা মত একটি কক্ষ নির্বাচন করতে পারেন
(B) প্রথম কক্ষ থেকে তাঁর সদস্যতা খারিজ হয়ে যায়
(C) উভয় কক্ষের সদদ্য হিসাবে থেকে যান
(D) কোনটিই নয়
৭. স্বাধীনতার পূর্বে প্রথম কোন ভারতীয় কেন্দ্রীয় আইনসভার স্পীকার নির্বাচিত হয়েছিলেন?
(A) এ আয়েঙ্গার
(B) জি ভি মাভলঙ্কার
(C) বিঠলভাই প্যাটেল
(D) এস পি সিনহা
৮. “বিরোধী দলনেতাই হলেন বিকল্প প্রধানমন্ত্রী” কে বলেছিলেন?
(A) আই জেনিংস
(B) কে এম মুন্সি
(C) বি আর আম্বেদকর
(D) আব্রাহাম লিঙ্কন
৯. সংবিধান পরিষদের স্পীকার কে ছিলেন?
(A) বি আর আম্বেদকর
(B) জি ভি মাভলঙ্কার
(C) এস পি সিনহা
(D) এম এন রায়
১০. এখনও পর্যন্ত কতবার যৌথ অধিবেশনের মাধ্যমে কোনো বিল পাশ হয়েছে?
(A) একবার
(B) দুইবার
(C) তিনবার
(D) চারবার
১১. রাজ্যসভায় তফসিলি জাতি/উপজাতির জন্য কত অংশ আসন সংরক্ষিত রয়েছে?
(A) ১/৪
(B) ১/৩
(C) ২/৭
(D) সংরক্ষণ নেই
১২. লোকসভার কত অংশ সদস্যকে কোরাম বলা হয়?
(A) ১/৫
(B) ২/৫
(C) ১/১০
(D) ১/৩
১৩. লোকসভার বিরোধী দলনেতা নিম্নের কোন পদের সমমর্যাদার অধিকারী?
(A) রাজ্যপাল
(B) হাইকোর্টের বিচারপতি
(C) কেন্দ্রীয় মন্ত্রী
(D) সুপ্রিম কোর্টের বিচারপতি
১৪. লোকসভায় তফসিলি উপজাতির জন্য সর্বাধিক আসন সংরক্ষিত রয়েছে কোন রাজ্যে?
(A) বিহার
(B) উত্তরপ্রদেশ
(C) গুজরাট
(D) মধ্যপ্রদেশ
১৫. এঁদের মধ্যে কে লোকসভার স্পীকার হননি?
(A) কে ভি কে সুন্দরম
(B) জি এস ধিলন
(C) বালিরাম ভগত
(D) হুকুম সিং
১৬. আয়তনের বিচারে সবচেয়ে বড় লোকসভা কেন্দ্র কোনটি?
(A) লাদাখ
(B) কচ্ছ
(C) কাংড়া
(D) ভিলওয়াড়া
১৭. লোকসভার সর্বাধিক আসন সংখ্যা নির্ধারিত হয়েছে কত সালের জনগণনার নিরিখে?
(A) ১৯৮১
(B) ১৯৬১
(C) ১৯৫১
(D) ১৯৭১
১৮. সংসদে সদস্য হিসাবে মোট কতজন ব্যক্তি কে রাস্ত্রপতি মনোনীত করতে পারেন?
(A) ১৬
(B) ১৮
(C) ১৪
(D) ১২
লোকসভায় ২ জন , রাজ্য সভায় ১২ জন
১৯. উত্তরপ্রদেশ থেকে মোট কতগুলি লোকসভা আসন রয়েছে?
(A) ৪৫
(B) ৬৫
(C) ৮০
(D) ৯০
২০. ২০১৯ লোকসভা নির্বাচনের সময় কেবলমাত্র দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল যেখানে লোকসভা এবং রাজ্যসভার আসন রয়েছে। একটি দিল্লি আরেকটি কি?
(A) আন্দামান ও নিকোবর
(B) চণ্ডীগড়
(C) লাক্ষাদ্বীপ
(D) পুডুচেরি
আরো দেখে নাও :
ভারতের পার্লামেন্ট বা সংসদ ( Notes , Video , MCQ )
ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট – PDF
ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট । Parts Articles of the Indian Constitutions – PDF Download
জাতীয় শিক্ষানীতি ২০২০ । National Education Policy 2020
ভারতীয় সংবিধানের প্রস্তাবনা । Preamble to the Constitution of India
To check our latest Posts - Click Here
telegram channel e ki kre join krbo ???
Group Link –
https://t.me/BanglaQuizOfficial