Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯৩ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 293

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯৩

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪৪২১. মগধের হর্যঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন 

(A) অজাতশত্রু
(B) অশোক
(C) প্রসেনজিৎ
(D) বিম্বিসার

[spoiler title=”উত্তর : “] (D) বিম্বিসার

হর্যঙ্ক বংশের – 

  • প্রথম রাজা – বিম্বিসার
  • শ্রেষ্ঠ রাজা – অজাতশত্রু
  • শেষ রাজা – নাগদশক

দেখে নাও বিভিন্ন বংশের প্রথম, শ্রেষ্ঠ ও শেষ সম্রাটের নাম – Click Here 

[/spoiler]

৪৪২২. কার জন্মবার্ষিকী প্রতিবছর ‘আন্তর্জাতিক নার্স দিবস’ হিসাবে পালন করা হয়?

(A) মাদার তেরেসা
(B) ক্লারা বার্টন
(C) অ্যালিস ওয়াকার
(D) ফ্লোরেন্স নাইটিঙ্গেল

[spoiler title=”উত্তর : “] (D) ফ্লোরেন্স নাইটিঙ্গেল

আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। ফ্লোরেন্স নাইটিংগেল ছিলেন খুবই দয়ালু ও স্নেহপূর্ণ মনের অধিকারী। তাকে ইউরোপের অন্ধকারে আলোকবর্তিকা বলে আখ্যায়িত করা হয়।

[/spoiler]

৪৪২৩. কর্ণপটহ (eardrum ) এর  উভয় দিকের চাপকে সমান করতে সহায়তা করে – 

(A) ইনকাস
(B) ইউস্টেশিয়ান টিউব
(C) ককলিয়ার স্নায়ু
(D) ম্যালিয়াস

[spoiler title=”উত্তর : “] (B) ইউস্টেশিয়ান টিউব

ইউস্টেশিয়ান টিউব কর্ণপটহ (eardrum ) এর  উভয় দিকের চাপকে সমান করতে সহায়তা করে।

[/spoiler]

৪৪২৪. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি সার্ক সংঘের সদস্য নয়?

(A) ভুটান
(B) চীন
(C) পাকিস্তান
(D) নেপাল

[spoiler title=”উত্তর : “] (B) চীন

SAARC – South Asian Association for Regional Cooperation.

৮ই ডিসেম্বর ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল ।

সার্কের সদস্য হলো –

  •     আফগানিস্তান
  •     বাংলাদেশ
  •     ভুটান
  •     ভারত
  •     মালদ্বীপ
  •     নেপাল
  •     পাকিস্তান
  •     শ্রীলংকা
[/spoiler]

৪৪২৫. সৌরজগতের কোন গ্রহের অপর নাম হলো লুসিফার (Lucifer )?

(A) শনি
(B) শুক্র
(C) মঙ্গল
(D) বৃহস্পতি

[spoiler title=”উত্তর : “] (B) শুক্র

শুক্র গ্রহের অপর নাম হলো লুসিফার (Lucifer ) । শুক্র হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ এবং একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় ।

[/spoiler]

৪৪২৬. আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন (ISSF)-এর  ব্লু ক্রস প্রাপ্ত প্রথম ভারতীয় কে?

(A) গগন নারং
(B) অভিনব বিন্দ্রা
(C) বিজয় কুমার
(D) রঞ্জন সোধি

[spoiler title=”উত্তর : “] (B) অভিনব বিন্দ্রা

আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন থেকে প্রথম ভারতীয় হিসেবে ব্লু ক্রস সম্মান পান অভিনব বিন্দ্রা ।

অভিনভ সিং বিন্দ্রা দেরাদুনে জন্মগ্রহণকারী এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমসে স্বর্ণ পদক বিজয়ী একজন ভারতীয় শ্যুটার। তিনি সাধারণত ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।

[/spoiler]

৪৪২৭. ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট সাধারণত ________ হিসাবে পরিচিত।

(A) গ্লাস
(B) অ্যাসবেস্টস
(C) চুনাপাথর
(D) জিপসাম

[spoiler title=”উত্তর : “] (D) জিপসাম

জিপসামের সংকেত হলো – CaSO4·2H2O.

[/spoiler]

৪৪২৮. [SSC CGL 2020 ] গুপ্ত শাসকগণ লাঙলের মালিকদের ওপরে কোন কর আরোপ করেছিলেন ?

(A) হালিবাকার
(B) হিরণ্য
(C) কারা
(D) শুল্ক 

[spoiler title=”উত্তর : “] (A) হালিবাকার

গুপ্ত শাসকগণ লাঙলের মালিকদের ওপরে হালিবাকার কর আরোপ করেছিলেন ।

[/spoiler]

৪৪২৯. ভারতের অর্থনৈতিক সমীক্ষা (Economic Survey ) প্রকাশ করে – 

(A) Institute of finance
(B) National Development Council
(C) Indian Statistical Institute
(D) Ministry of Finance

[spoiler title=”উত্তর : “] (D) Ministry of Finance

অর্থমন্ত্রক বা Ministry of Finance ভারতের অর্থনৈতিক সমীক্ষা (Economic Survey ) প্রকাশ করে ।

ভারতে প্রথম অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করা হয় ১৯৫০-৫১ সালে, এবং ১৯৬৪ পর্যন্ত বাজেটের সঙ্গেই পেশ করা হতো অর্থনৈতিক সমীক্ষাও। সাধারণভাবে কেন্দ্রীয় বাজেটের এক দিন আগে এটি প্রকাশ করা হয়।

[/spoiler]

৪৪৩০. নিচের মধ্যে কে একজন বিখ্যাত ‘কাওয়ালি’ গায়ক?

(A) গোলাম আলী খান
(B) নুসরাত ফতেহ আলী খান
(C) নাজিয়া হাসান
(D) বেগম আখতার 

[spoiler title=”উত্তর : “] (B) নুসরাত ফতেহ আলী খান

উস্তাদ নুসরাত ফতেহ আলি খান পাকিস্তানের কিংবদন্তিতুল্য সঙ্গীত শিল্পী, বিশেষ করে ইসলামের সুফিবাদের অবিচ্ছেদ্য অংশ আধ্যাত্বিক সঙ্গীত কাওয়ালির জন্য বিশ্বনন্দিত।

তিনি শাহেন শাহ এ কাওয়ালি, যার অর্থ কাওয়ালির রাজাদের রাজা , হিসেবে বেশ জনপ্রিয়।

[/spoiler]

আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button