History MCQ Questions in Bengali

ইতিহাস MCQ – সেট ৭৩ – মুঘল সাম্রাজ্যের ইতিহাস

মুঘল সাম্রাজ্যের ইতিহাস MCQ

প্রিয় পাঠকেরা, তোমাদের  জন্য দেওয়া রইলো মুঘল সাম্রাজ্যের ইতিহাসের ২০ টি MCQ প্রশ্ন ও উত্তর।

১. শের শাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান? 

(A) রাইসিনা
(B) রনথম্বোর
(C) মেবার
(D) কালিঞ্জর 

[spoiler title=”উত্তর : “] (D) কালিঞ্জর  [/spoiler]

২. শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম কি? 

(A) দারা
(B) মুরাদ
(C) সুজা
(D) ঔরঙ্গজেব

[spoiler title=”উত্তর : “] (B) মুরাদ  [/spoiler]

৩. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন “জান্নাতাবাদ” ?

(A) বাবর
(B) হুমায়ূন
(C) আকবর
(D) জাহাঙ্গীর 

[spoiler title=”উত্তর : “] (B) হুমায়ূন [/spoiler]

৪. শাহজাহানের কন্যা জাহান-আরা কোন ভাই কে সমর্থন করেছিলেন? 

(A) মুরাদ
(B) সুজা
(C) দারাসিকো
(D) ঔরঙ্গজেব 

[spoiler title=”উত্তর : “] (C) দারাসিকো  [/spoiler]

৫. ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরের জন্য জমি দান করেছিলেন? 

(A) গোবিন্দদেব মন্দির
(B) সোমেশ্বর মন্দির
(C) লিঙ্গরাজ মন্দির
(D) কৈলাস মন্দির 

[spoiler title=”উত্তর : “] (B) সোমেশ্বর মন্দির  [/spoiler]

৬. শের শাহ এর পূর্ব নাম কি ছিল? 

(A) জুনা খাঁ
(B) ফরিদ খাঁ
(C) উলুগ খাঁ
(D) আসফ খাঁ 

[spoiler title=”উত্তর : “] (B) ফরিদ খাঁ  [/spoiler]

৭. হলদিঘাটের যুদ্ধ কত খ্রিষ্টাব্দে হয়েছিল? 

(A) ১৫৬১
(B) ১৫৩৬
(C) ১৫৫১
(D) ১৫৭৬

[spoiler title=”উত্তর : “] (D) ১৫৭৬ [/spoiler]

৮. পাকিস্তানের লাহোরে অবস্থিত “শালিমার গার্ডেন” কে বানিয়েছিলেন? 

(A) শাহজাহান
(B) জাহাঙ্গীর
(C) আকবর
(D) ঔরঙ্গজেব 

[spoiler title=”উত্তর : “] (A) শাহজাহান  [/spoiler]

৯. সম্রাট আকবরের কোন জায়গা বিজয় কে স্মরণীয় করে রাখতে “বুলন্দ দরওয়াজা” নির্মাণ করা হয়েছিল?

(A) গুজরাট
(B) বাংলা
(C) বিহার
(D) দাক্ষিণাত্য 

[spoiler title=”উত্তর : “] (A) গুজরাট  [/spoiler]

১০. জাহান্দার শাহ কার মৃত্যুর পর সিংহাসনে বসেন? 

(A) আজম শাহ
(B) ঔরঙ্গজেব
(C) বাহাদুর শাহ I
(D) মোহাম্মদ শাহ 

[spoiler title=”উত্তর : “] (C) বাহাদুর শাহ I  [/spoiler]

১১. পুরানা কিল্লা-র প্রতিষ্ঠাতা কে? 

(A) আকবর
(B) হুমায়ূন
(C) শের শাহ
(D) শাহজাহান 

[spoiler title=”উত্তর : “] (C) শের শাহ  [/spoiler]

১২. দারাসিকো উপনিষদ কে পার্সি ভাষায় অনুবাদ করে নাম দেন-   

(A) আল ফিরিস্তি
(B) কিতাব উল বায়ান
(C) সির ই আকবর
(D) হিন্দুস্তাননামা 

[spoiler title=”উত্তর : “] (C) সির ই আকবর  [/spoiler]

১৩. এটা মনে করা হয় যে, বাবর কে ইব্রাহিম লোদী র বিরুদ্ধে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানান দৌলত খাঁ লোদী। সেই সময় দৌলত খাঁ লোদী কোথাকার গভর্নর ছিলেন? 

(A) ফরঘানা
(B) পাঞ্জাব
(C) কান্দাহার
(D) বাংলা

[spoiler title=”উত্তর : “] (B) পাঞ্জাব [/spoiler]



১৪. হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য কোন মুঘল সম্রাট ‘Phool walon ki sair’ উৎসব চালু করেছিলেন? 

(A) দ্বিতীয় শাহ আলম
(B) দ্বিতীয় আকবর
(C) বাহাদুর শাহ
(D) দ্বিতীয় আলমগির 

[spoiler title=”উত্তর : “] (B) দ্বিতীয় আকবর  [/spoiler]

১৫. শাহজাহানের রাজত্বকালে দুর্ভিক্ষের বর্ণনা দিয়েছেন- 

(A) বার্নিয়ার
(B) তেভারনিয়ে
(C) মানুচি
(D) পিটার মান্ডি 

[spoiler title=”উত্তর : “] (D) পিটার মান্ডি  [/spoiler]

১৬. দেওয়ালে ফুলের ডিজাইন কোন মুঘল সম্রাটের সময় শুরু হয়? 

(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) শাহজাহান
(D) ঔরঙ্গজেব 

[spoiler title=”উত্তর : “] (B) জাহাঙ্গীর  [/spoiler]

১৭. পলাশীর যুদ্ধ কোন মুঘল সম্রাটের আমলে হয়েছিল? 

(A) জাহান্দার শাহ
(B) ফারুক শিয়ার
(C) দ্বিতীয় আলমগির
(D) প্রথম বাহাদুর শাহ 

[spoiler title=”উত্তর : “] (C) দ্বিতীয় আলমগির  [/spoiler]

১৮. লাহোরে মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? 

(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) শাহজাহান
(D) ঔরঙ্গজেব 

[spoiler title=”উত্তর : “] (B) জাহাঙ্গীর  [/spoiler]

১৯. আকবর কাবুল জয় করার পর কাবুলের দায়িত্ব প্রথমে কাকে দিয়েছিলেন? 

(A) ভগবান দাস
(B) মান সিংহ
(C) বাখতুন্নিসা বেগম
(D) জাহানারা বেগম 

[spoiler title=”উত্তর : “] (C) বাখতুন্নিসা বেগম  [/spoiler]

২০. কোন মুঘল সম্রাট কত্থক নাচে পারদর্শী ছিলেন? 

(A) আহমেদ শাহ
(B) দ্বিতীয় আকবর
(C) মহম্মদ শাহ
(D) জাহান্দার শাহ 

[spoiler title=”উত্তর : “] (C) মহম্মদ শাহ [/spoiler]

আরো দেখে নাও :

প্রশ্নোত্তরে ইতিহাস

ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )

ভারতের ইতিহাস বই ( PDF )

History MCQ | Ancient India | ইতিহাস MCQ -সেট ৭২ –  প্রাচীন ভারত

ভারতে আগত বিদেশী পর্যটকগণ | List of Foreign Travelers

ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা

History of Maratha Empire | মারাঠা সাম্রাজ্যের ইতিহাস | PDF

শিখ সাম্রাজ্যের ইতিহাস

To check our latest Posts - Click Here

Telegram

Pratik Debnath

Lives in Beldanga. YouTuber , Quiz Enthusiast, Active Author of BanglaQuiz WebSite and Youtube .

Related Articles

Back to top button