ইতিহাস MCQ – সেট ৭৩ – মুঘল সাম্রাজ্যের ইতিহাস
মুঘল সাম্রাজ্যের ইতিহাস MCQ
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো মুঘল সাম্রাজ্যের ইতিহাসের ২০ টি MCQ প্রশ্ন ও উত্তর।
১. শের শাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান?
(A) রাইসিনা
(B) রনথম্বোর
(C) মেবার
(D) কালিঞ্জর
২. শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম কি?
(A) দারা
(B) মুরাদ
(C) সুজা
(D) ঔরঙ্গজেব
৩. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন “জান্নাতাবাদ” ?
(A) বাবর
(B) হুমায়ূন
(C) আকবর
(D) জাহাঙ্গীর
৪. শাহজাহানের কন্যা জাহান-আরা কোন ভাই কে সমর্থন করেছিলেন?
(A) মুরাদ
(B) সুজা
(C) দারাসিকো
(D) ঔরঙ্গজেব
৫. ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরের জন্য জমি দান করেছিলেন?
(A) গোবিন্দদেব মন্দির
(B) সোমেশ্বর মন্দির
(C) লিঙ্গরাজ মন্দির
(D) কৈলাস মন্দির
৬. শের শাহ এর পূর্ব নাম কি ছিল?
(A) জুনা খাঁ
(B) ফরিদ খাঁ
(C) উলুগ খাঁ
(D) আসফ খাঁ
৭. হলদিঘাটের যুদ্ধ কত খ্রিষ্টাব্দে হয়েছিল?
(A) ১৫৬১
(B) ১৫৩৬
(C) ১৫৫১
(D) ১৫৭৬
৮. পাকিস্তানের লাহোরে অবস্থিত “শালিমার গার্ডেন” কে বানিয়েছিলেন?
(A) শাহজাহান
(B) জাহাঙ্গীর
(C) আকবর
(D) ঔরঙ্গজেব
৯. সম্রাট আকবরের কোন জায়গা বিজয় কে স্মরণীয় করে রাখতে “বুলন্দ দরওয়াজা” নির্মাণ করা হয়েছিল?
(A) গুজরাট
(B) বাংলা
(C) বিহার
(D) দাক্ষিণাত্য
১০. জাহান্দার শাহ কার মৃত্যুর পর সিংহাসনে বসেন?
(A) আজম শাহ
(B) ঔরঙ্গজেব
(C) বাহাদুর শাহ I
(D) মোহাম্মদ শাহ
১১. পুরানা কিল্লা-র প্রতিষ্ঠাতা কে?
(A) আকবর
(B) হুমায়ূন
(C) শের শাহ
(D) শাহজাহান
১২. দারাসিকো উপনিষদ কে পার্সি ভাষায় অনুবাদ করে নাম দেন-
(A) আল ফিরিস্তি
(B) কিতাব উল বায়ান
(C) সির ই আকবর
(D) হিন্দুস্তাননামা
১৩. এটা মনে করা হয় যে, বাবর কে ইব্রাহিম লোদী র বিরুদ্ধে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানান দৌলত খাঁ লোদী। সেই সময় দৌলত খাঁ লোদী কোথাকার গভর্নর ছিলেন?
(A) ফরঘানা
(B) পাঞ্জাব
(C) কান্দাহার
(D) বাংলা
১৪. হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য কোন মুঘল সম্রাট ‘Phool walon ki sair’ উৎসব চালু করেছিলেন?
(A) দ্বিতীয় শাহ আলম
(B) দ্বিতীয় আকবর
(C) বাহাদুর শাহ
(D) দ্বিতীয় আলমগির
১৫. শাহজাহানের রাজত্বকালে দুর্ভিক্ষের বর্ণনা দিয়েছেন-
(A) বার্নিয়ার
(B) তেভারনিয়ে
(C) মানুচি
(D) পিটার মান্ডি
১৬. দেওয়ালে ফুলের ডিজাইন কোন মুঘল সম্রাটের সময় শুরু হয়?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) শাহজাহান
(D) ঔরঙ্গজেব
১৭. পলাশীর যুদ্ধ কোন মুঘল সম্রাটের আমলে হয়েছিল?
(A) জাহান্দার শাহ
(B) ফারুক শিয়ার
(C) দ্বিতীয় আলমগির
(D) প্রথম বাহাদুর শাহ
১৮. লাহোরে মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) শাহজাহান
(D) ঔরঙ্গজেব
১৯. আকবর কাবুল জয় করার পর কাবুলের দায়িত্ব প্রথমে কাকে দিয়েছিলেন?
(A) ভগবান দাস
(B) মান সিংহ
(C) বাখতুন্নিসা বেগম
(D) জাহানারা বেগম
২০. কোন মুঘল সম্রাট কত্থক নাচে পারদর্শী ছিলেন?
(A) আহমেদ শাহ
(B) দ্বিতীয় আকবর
(C) মহম্মদ শাহ
(D) জাহান্দার শাহ
আরো দেখে নাও :
ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )
History MCQ | Ancient India | ইতিহাস MCQ -সেট ৭২ – প্রাচীন ভারত
ভারতে আগত বিদেশী পর্যটকগণ | List of Foreign Travelers
ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা
To check our latest Posts - Click Here