History MCQ Questions in Bengali

সৈয়দ বংশ – প্রশ্ন ও উত্তর । Sayyid dynasty

Questions And Answers on Sayyid dynasty

সৈয়দ বংশ – প্রশ্ন ও উত্তর

দেওয়া রইলো সৈয়দ বংশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ।দেখে নাও – তুঘলক বংশের প্রশ্ন ও উত্তর । ইতিহাস প্রশ্ন

১. কোন গ্রন্থে সৈয়দবংসের রাজত্বকাল বিষয়ক তথ্য রয়েছে ?

(A) তারিখ-ই-ফিরোজশাহী
(B) তারিখ-ই-মুবারাকশাহী
(C) ফতোয়া-উস-সালাতিন
(D) তাজ-উল-মাসির 

উত্তর :
(A) তারিখ-ই-ফিরোজশাহী 

২. কত খ্রিস্টাব্দে দিল্লিতে সৈয়দ বংশের শাসনের সূচনা হয় ?

(A) ১৪১০ খ্রিস্টাব্দে
(B) ১৪১৪ খ্রিস্টাব্দে
(C) ১৪০০ খ্রিস্টাব্দে
(D) ১৪০৪ খ্রিস্টাব্দে 

উত্তর :
(B) ১৪১৪ খ্রিস্টাব্দে 

৩. কে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন ?

(A) জুনা খাঁ
(B) ইব্রাহিম খাঁ
(C) খিজির খাঁ
(D) দৌলত খাঁ 

উত্তর :
(C) খিজির খাঁ 

৪. নিম্নলিখত কাকে হজরত মহম্মদের বংশধর মনে করা হয় ?

(A) গিয়াসুদ্দিন তুঘলক
(B) খিজির খাঁ
(C) ইব্রাহিম লোদী
(D) ঔরঙ্গজেব 

উত্তর :
(B) খিজির খাঁ 

৫. কোন গ্রন্থে খিজির খাঁ -কে হজরত মহম্মদের বংশধর বলা হয়েছে ?

(A) তারিখ-ই-দাউদী
(B) তারিখ-ই-ফিরোজশাহী
(C) তারিখ-ই-মামুদী
(D) তারিখ-ই-মুবারক শাহী 

উত্তর :
(D) তারিখ-ই-মুবারক শাহী 

দেখে নাও – খলজি বংশ ও আলাউদ্দিন খলজি – প্রশ্ন ও উত্তর

৬. তাজ-উল-মূলক কার মন্ত্রী ছিলেন ?

(A) খিজির খাঁ
(B) বহলুল লোদী
(C) আলাউদ্দিন খলজি
(D) ফিরোজ শাহ তুঘলক 

উত্তর :
(A) খিজির খাঁ 

৭. সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?

(A) মহম্মদ শাহ
(B) মুবারক শাহ
(C) খিজির খাঁ
(D) আলাউদ্দিন আলম শাহ 

উত্তর :
(B) মুবারক শাহ 

৮. হামিদ খাঁ কার উজির ছিলেন ?

(A) মহম্মদ বিন তুঘলক
(B) গিয়াসুদ্দিন তুঘলক
(C) মুহম্মদ শাহ
(D) আলাউদ্দিন আলম শাহ 

উত্তর :
(D) আলাউদ্দিন আলম শাহ 

৯. দিল্লির কোন সুলতান মসজিদে প্রার্থনারত অবস্থায় নিহত হন ?

(A) ইলতুৎমিশ
(B) ফিরোজ শাহ তুঘলক
(C) মহম্মদ শাহ
(D) মুবারক শাহ 

উত্তর :
(D) মুবারক শাহ 

১০. খিজির খাঁর সমাধি কোথায় রয়েছে ?

(A) দিল্লিতে
(B) লাহোরে
(C) কাবুলে
(D) ঔরঙ্গাবাদে 

উত্তর :
(A) দিল্লিতে 

আরো দেখে নাও :

খলজি বংশ ও আলাউদ্দিন খলজি – প্রশ্ন ও উত্তর

দাস বংশের ইতিহাস – প্রশ্ন ও উত্তর

পাল বংশ । পাল সাম্রাজ্য । Pala Empire – বাংলার রাজবংশ

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button