History MCQ Questions in Bengali

দাস বংশের ইতিহাস – প্রশ্ন ও উত্তর

Slave Dynasty - Questions and Answers

দাস বংশের ইতিহাস – প্রশ্ন ও উত্তর

দিল্লির সুলতানি সাম্রাজ্যের দাস বংশের ইতিহাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো। দাস বংশের ইতিহাসের এই প্রশ্ন উত্তর গুলিযে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো দেখে নাও :

দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রশ্ন ও উত্তর । সুলতানি আমল

500 RRB Special Science MCQ in Bengali

ভূগোলের ৫০০ টি MCQ প্রশ্ন ও উত্তর –  PDF ডাউনলোড

ভারতের ইতিহাস –  ৩০০টি MCQ ( PDF )

৫০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ( PDF ) –  পার্ট ১

১. দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে ?

(A) বেগম রোকেয়া
(B) নুরজাহান
(C) সুলতানা রাজিয়া
(D) মমতাজ বেগম

উত্তর :
(C) সুলতানা রাজিয়া

২. সেতারের জনক কাকে বলা হয় ?

(A) আমির খসরু
(B) তানসেন
(C) গুলাম আলি খান
(D) বাইজু বেয়াড়া 

উত্তর :
(A) আমির খসরু

৩. কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইলতুতমিশের সমাধি রয়েছে ?

(A) তাজমহল
(B) কুতুব মিনার
(C) আগ্রা ফোর্ট
(D) লাল কেল্লা

উত্তর :
(B) কুতুব মিনার

৪. “ভারত আরব নয়, একে  দারউল ইসলামে রূপান্তর করা সম্ভব নয়” – উক্তিটি কার ?

(A) ইলতুৎমিশ
(B) বলবন
(C) আলাউদ্দীন খলজী
(D) মহম্মদ বিন-তুঘলক 

উত্তর :
(A) ইলতুৎমিশ 

৫. সুলতানা রাজিয়ার অধীনে আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন ? 

(A) লাহোর
(B) সিন্ধু
(C) ভাতিন্ডা
(D) অমৃতসর

উত্তর :
(C) ভাতিন্ডা 

৬. মহম্মদ বিন তুঘলক প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল ?

(A) টাকা
(B) দিনার
(C) আদল
(D) নিক্স 

উত্তর :
(C) আদল 

৭. আইবক শব্দটির অর্থ কি ?

(A) রাজা
(B) সুলতান
(C) দাস
(D) জগতের প্রভু 

উত্তর :
(C) দাস 

৮. রৌপ্য মুদ্রা ‘টঙ্কা’ কে প্রবর্তন করেছিলেন ?

(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিশ
(C) বলবন
(D) বাহরাম খান

উত্তর :
(B) ইলতুৎমিশ

ইলতুৎমিশ রৌপ্য মুদ্রা ‘টঙ্কা’ এবং তাম্র মুদ্রা ‘জিতল’ প্রবর্তন করেছিলেন


৯. কুব্বত-উল-ইসলাম মসজিদটি কে নির্মাণ করেন ?

(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিস
(C) আলাউদ্দিন খিলজি
(D) গিয়াসউদ্দিন বলবন

উত্তর :
(A) কুতুবউদ্দিন আইবক

১০. কে প্রথম উর্দুকে কবিতার ভাষা হিসেবে ব্যবহার করেন ?

(A) আমির হাসান
(B) আল বিরুনি
(C) আমির খসরু
(D) বদাউনি

উত্তর :
(C) আমির খসরু

আবুল হাসান ইয়ামিন উদ-দিন খসরু (১২৫৩ – ১৩২৫) ছিলেন এক জন সুফি কবি। তিনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক শিষ্য।তাকে “কাওয়ালির জনক” বলে গণ্য করা হয়। তিনি ফার্সি, আরবি এবং তুর্কি উপাদান অন্তর্ভুক্ত করে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত কে সমৃদ্ধ তোলেন।

তিনি সুলতান বলবানের সৈনিক হিসেবে যোগদান করেন। অত্যন্ত সম্মানিত রয়েল কোর্টের বিধানসভার আশ্রয়ে তিনি তার কবিতার দিকে মনোযোগ করেন। বলবানের পুত্র বুঘ্র খান তার গান শুনে মুগ্ধ হয়ে তাকে অসংখ্য সোনার কয়েন দিয়ে পুরস্কৃত করেন। তাকে তিনি বাংলার শাসনকর্তা বানান কিন্তু তিনি দিল্লি তে ফিরে আসেন। জালালুদ্দিন খিলজি ক্ষমতায় আসার পর তাকে “আমারত” উপাধিতে সম্মানিত করেন। তখন থেকেই তার নাম হয় ” আমির খসরু “।


১১. কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল  ?

(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিস
(C) কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি
(D) বলবন

উত্তর :
(C) কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি

কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইটনির্মিত মিনার। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবুদ্দিন আইবকের আদেশে কুতুব মিনারের নির্মাণকাজ শুরু হয় কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি -এর স্মৃতিতে ১১৯৩ খ্রিষ্টাব্দে, তবে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুঘলক ১৩৮৬ খ্রিষ্টাব্দে। ভারতীয়-মুসলিম স্থাপত্যকীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে কুতুব মিনার গুরত্বপূর্ণ।


১২. ইলতুৎমিসের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন ? 

(A) আরাম শাহ
(B) রুকনুদ্দিন ফিরোজ
(C) সুলতানা রাজিয়া
(D) বলবন

উত্তর :
(B) রুকনুদ্দিন ফিরোজ

দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিস । তিনি ১২১১ খ্রিস্টাব্দ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । কুতুবউদ্দিন তাঁকে ক্রীতদাস হিসাবে ক্রয় করেন । পরে তাঁর প্রতিভায় আকৃষ্ট হয়ে তাঁকে বদাউনের শাসনকর্তা নিযুক্ত করেন ও নিজ কন্যার সঙ্গে বিবাহ দেন । তাঁকে দাসত্ব থেকে মুক্তিও দেওয়া হয় । কুতুবউদ্দিনের মৃত্যুর পর তাঁর পুত্র আরাম শাহ ১২১০ খ্রিস্টাব্দে নিজেকে দিল্লির সুলতান ঘোষণা করে ও দিল্লির সিংহাসনে আরোহণ করেন । কিন্তু তার অপদার্থতা লক্ষ্য করে দিল্লির আমির-ওমরাহগণ ইলতুৎমিসকে দিল্লির সিংহাসন দখল করতে আহ্বান জানান । এই আবেদনে সাড়া দিয়ে ইলতুৎমিস আরাম শাহকে পরাজিত ও নিহত করে দিল্লির সিংহাসন দখল করেন ।

ইলতুৎমিসের পুত্ররা অযোগ্য বিবেচিত হওয়ায় ইলতুৎমিস নিজেই কন্যা রিজিয়াকে দিল্লির সুলতান পদে মনোনীত করেন। কিন্তু ইলতুৎমিসের মৃত্যুর পর চাহেলগানি ( ৪০ জন তুর্কি প্রধান ) রুকুনুদ্দিনকে দিল্লির সিংহাসনে বসান ।

ইন্দ্রিয়পরায়ণ রুকুনুদ্দিনকে অজ্ঞাত আততায়ী হত্যা করলে সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন ।


১৩. দাস বংশের প্রতিষ্ঠাতা 

(A) ইলতুৎমিশ
(B) বলবন
(C) নাসিরুদ্দিন
(D) কুতুবউদ্দিন আইবক 

উত্তর :
(D) কুতুবউদ্দিন আইবক 

১৪. নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন ?

(A) আলাউদ্দিন খলজি
(B) মহম্মদ বিন তুঘলক
(C) গিয়াসুদ্দিন বলবন
(D) ফিরোজ শাহ তুঘলক 

উত্তর :
(C) গিয়াসুদ্দিন বলবন 

১৫. “দৈব শক্তি সম্ভূত রাজশক্তি” – এই তত্ত্ব ঘোষণা করেন কোন সুলতান ?

(A) আলাউদ্দিন খলজি
(B) মহম্মদ বিন তুঘলক
(C) গিয়াসুদ্দিন বলবন
(D) ইলতুৎমিশ 

উত্তর :
(C) গিয়াসুদ্দিন বলবন 

১৬. দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন 

(A) ইলতুৎমিশ
(B) গিয়াসুদ্দিন বলবন
(C) নাসিরুদ্দিন মামুদ শাহ
(D) কুতুবউদ্দিন আইবক 

উত্তর :
(D) কুতুবউদ্দিন আইবক 

১৭. সুলতানি যুগের প্রথম “প্রকৃত রাজা” ছিলেন 

(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিশ
(C) গিয়াসুদ্দিন বলবন
(D) আলাউদ্দিন খলজি 

উত্তর :
(B) ইলতুৎমিশ 

১৮. ইকতা প্রথা কে প্রবর্তন করে ?

(A) মহম্মদ ঘোরী
(B) কুতুবউদ্দিন আইবক
(C) ইলতুৎমিশ
(D) গিয়াসুদ্দিন তুঘলক 

উত্তর :
(C) ইলতুৎমিশ 

১৯. কাকে ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় ?

(A) কুতুবউদ্দিন আইবক
(B) মহম্মদ ঘোরী
(C) সুলতান মামুদ
(D) ইলতুৎমিশ 

উত্তর :
(B) মহম্মদ ঘোরী 

২০. কুতুবউদ্দিন আইবক কবে নিজেকে স্বাধীন নরপতি বলে ঘোষণা করেন ?

(A) ১২০৬ খ্রিস্টাব্দে
(B) ১২০১ খ্রিস্টাব্দে
(C) ১১৯২ খ্রিস্টাব্দে
(D) ১২০৯ খ্রিস্টাব্দে 

উত্তর :
(A) ১২০৬ খ্রিস্টাব্দে 

২১. কুতুবউদ্দিন আইবক কবে সুলতান উপাধি ধারণ করেন ?

(A) ১২০১ খ্রিস্টাব্দে
(B) ১২০২ খ্রিস্টাব্দে
(C) ১২০৬ খ্রিস্টাব্দে
(D) ১২০৮ খ্রিস্টাব্দে 

উত্তর :
(D) ১২০৮ খ্রিস্টাব্দে 

২২. কুতুবউদ্দিন আইবক কার ক্রীতদাস ছিলেন ?

(A) মহম্মদ বিন কাশিমের
(B) সবুক্তগীনের
(C) সুলতান মামুদের
(D) মহম্মদ ঘোরীর 

উত্তর :
(D) মহম্মদ ঘোরীর 

২৩. কোন সুলতান পোলো খেলতে গিয়ে মারা যান ?

(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিশ
(C) গিয়াসুদ্দিন বলবন
(D) সুলতান মামুদ 

উত্তর :
(A) কুতুবউদ্দিন আইবক 

২৪. খলিফা কাকে সুলতান-ই-আজম উপাধি দিয়েছিলো ?

(A) গিয়াসুদ্দিন বলবন
(B) আলাউদ্দিন খলজি
(C) ইলতুৎমিশ
(D) ফিরোজ শাহ তুঘলক 

উত্তর :
(C) ইলতুৎমিশ 

২৫. দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?

(A) মহম্মদ ঘোরী
(B) কুতুবউদ্দীন আইবক
(C) ইলতুৎমিশ
(D) গিয়াসুদ্দিন বলবন 

উত্তর :
(C) ইলতুৎমিশ 

২৬. দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন 

(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিশ
(C) গিয়াসুদ্দিন বলবন
(D) সুলতানা রাজিয়া 

উত্তর :
(B) ইলতুৎমিশ 

২৭. কার সামরিক অভিযানে উজ্জয়িনীর মহাকাল মন্দিরটি ধ্বংস হয়ে যায় ?

(A) ইলতুৎমিশ
(B) মহম্মদ বিন কাশিম
(C) সুলতান মামুদ
(D) মহম্মদ ঘোরী 

উত্তর :
(A) ইলতুৎমিশ 

২৮. ইলতুৎমিসের পর কে দিল্লির সিংহাসনে বসেন ?

(A) নাসিরুদ্দিন
(B) রুকুনুদ্দীন ফিরোজ
(C) সুলতানা রাজিয়া
(D) গিয়াসুদ্দিন বলবন 

উত্তর :
(B) রুকুনুদ্দীন ফিরোজ 

২৯. আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন ?

(A) পশ্চিম পাঞ্জাব
(B) কারামানিকপুর
(C) লাহোর
(D) সরহিন্দ

উত্তর :
(D) সরহিন্দ

৩০. আলতুনিয়া ছিলেন সুলতানা রাজিয়ার 

(A) স্বামী
(B) পিতা
(C) ভ্রাতা
(D) উজির 

উত্তর :
(A) স্বামী 

৩১. সুলতানা রাজিয়ার পর দিল্লির সিংহাসনে কে বসেন ?

(A) গিয়াসুদ্দিন বলবন
(B) মুইজুদ্দিন ব্রহাম
(C) নাসিরুদ্দিন মামুদ
(D) রুকুনুদ্দীন 

উত্তর :
(B) মুইজুদ্দিন ব্রহাম 

৩২. গিয়াসুদ্দিন বলবনের প্রকৃত নাম 

(A) জুনা খাঁ
(B) ঈশা খাঁ
(C) ফরিদ খাঁ
(D) উলুঘ খাঁ 

উত্তর :
(D) উলুঘ খাঁ 

৩৩. রাজ্ দরবারে কোন সুলতান “সিজদা ও পাইবস” প্রথা চালু করেছিলেন ?

(A) গিয়াসুদ্দিন বলবন
(B) ইলতুৎমিশ
(C) মহম্মদ বিন তুঘলক
(D) আলাউদ্দিন খলজি 

উত্তর :
(A) গিয়াসুদ্দিন বলবন 

৩৪. গিয়াসুদ্দিন বলবনের পর কে দিল্লির সিংহাসন আরোহন করেন ?

(A) কায়কোবাদ
(B) কায়ুর্মাস
(C) জালালুদ্দিন খলজি
(D) আলাউদ্দিন খলজি 

উত্তর :
(A) কায়কোবাদ 

৩৫. কুতুবমিনারের নির্মাণ কার্য কে শেষ করেন ?

(A) গিয়াসুদ্দিন বলবন
(B) সুলতানা রাজিয়া
(C) ইলতুৎমিশ
(D) কুতুবউদ্দিন আইবক 

উত্তর :
(C) ইলতুৎমিশ 

৩৬. দিল্লিতে কুতুবমিনার নির্মাণের কাজ কে শুরু করেন ?

(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিশ
(C) বলবন
(D) ফিরোজ শাহ তুঘলক 

উত্তর :
(A) কুতুবউদ্দিন আইবক 

৩৭. আইবক শব্দের অর্থ হলো 

(A) রাজা
(B) সুলতান
(C) দাস
(D) বীর 

উত্তর :
(C) দাস 

৩৮. কুতুবউদ্দিন আইবকের সমাধি কোথায় রয়েছে ?

(A) আগ্রা
(B) কাবুল
(C) সাসারাম
(D) লাহোর 

উত্তর :
(D) লাহোর 

৩৯. দিল্লির সিংহাসনে বসার আগে ইলতুৎমিশ কোথাকার শাসনকর্তা ছিলেন ?

(A) রায়চুর দোয়াব
(B) বদায়ুন
(C) মুর্শিদাবাদ
(D) গোলকোন্ডা 

উত্তর :
(B) বদায়ুন 

৪০. কুতুবউদ্দিন আইবকের ঠিক পরে এবং ইলতুৎমিসের ঠিক আগে কে দিল্লির সিংহাসনে বসেন ?

(A) সুলতানা রাজিয়া
(B) রুকুনউদ্দিন
(C) আরাম শাহ
(D) কাইকোবাদ 

উত্তর :
(C) আরাম শাহ 

৪১. নিজ মুদ্রাতে নিজেকে “খলিফার সুলতান” আখ্যা দিয়ে কোন দিল্লির সুলতান খলিফাদের প্রতি নিজ আনুগত্য প্রকার করেছিলেন ?

(A) কুতুবউদ্দিন আইবক
(B) আরাম শাহ
(C) ইলতুৎমিশ
(D) বলবন 

উত্তর :
(C) ইলতুৎমিশ 

৪২. ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

(A) মামুদ
(B) মহম্মদ ঘোরী
(C) কুতুবুদ্দিন আইবক
(D) ইলতুৎ মিস

উত্তর :
(C) কুতুবুদ্দিন আইবক

৪৩. মহম্মদ ঘোরির কোনও পুত্রসন্তান না থাকায় তিনি বিজিত রাজ্যের দায়িত্ব তার বিশ্বস্ত সেনাপতির হাতে সমর্পণ করেছিলেন, কে সেই সেনাপতি ?

(A) মালিক কাফুর
(B) নাসিরুদ্দিন
(C) ইলতুৎমিস
(D) কুতুবউদ্দিন আইবক

উত্তর :
(D) কুতুবউদ্দিন আইবক

৪৪. সুলতানি আমলে ইকতা বলতে বোঝাতো 

(A) এক প্রকার অভিবাদন
(B) একজন গুরুত্বপূর্ণ কর্মচারী
(C) কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান
(D) কোনোটিই নয়

উত্তর :
(C) কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button