History MCQ Questions in Bengali

খলজি বংশ ও আলাউদ্দিন খলজি – প্রশ্ন ও উত্তর

Questions and Answers on Khilji Dynasty

খলজি বংশ ও আলাউদ্দিন খলজি – প্রশ্ন ও উত্তর

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো খলজি বংশ ও আলাউদ্দিন খলজি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । খলজি বংশের এই প্রশ্নগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।আরও দেখে নাও – দাস বংশের ইতিহাস – প্রশ্ন ও উত্তর

১. কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন?

(A) আলাউদ্দিন খিলজি
(B) শের শাহ
(C) আকবর
(D) ঔরঙ্গজেব

উত্তর :
(A) আলাউদ্দিন খিলজি

২. কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন?

(A) মালিক কাফুর
(B) বৈরাম খাঁন
(C) শায়েস্তা খাঁন
(D) মীর জুমলা

উত্তর :
(A) মালিক কাফুর

৩. দাগ এবং চেহরা ব্যবস্থা চালু করেন কে ? 

(A) জালালউদ্দিন খিলজি
(B) আলাউদ্দিন খিলজি
(C) মোহাম্মদ বিন তুঘলক
(D) ইব্রাহিম লোদী 

উত্তর :
(B) আলাউদ্দিন খিলজি

৪. কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন ?

(A) মহম্মদ বিন তুঘলক
(B) আলাউদ্দিন খিলজি
(C) জালালউদ্দিন
(D) বখতিয়ার খিলজি

উত্তর :
(B) আলাউদ্দিন খিলজি

আলা-উদ্দিন-খিলজি(শাসন কালঃ১২৯৬-১৩১৬)তিনি ছিলেন খিলজি বংসের ২য় শক্তিশালী শাসক। সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে আলাউদ্দিন খলজি প্রশাসনিক সংস্কারের দিকেও মন দেন।

আমির-ওমরাহদের তিনি মাথা তুলতে দেন নি এবং তাদের ক্ষমতা খর্ব করার জন্য এবং বিদ্রোহের মূল উৎপাটনের উদ্দেশ্যে তিনি তাদের মধ্যে ঘনিষ্ট মেলামেশা ও খানাপিনা বন্ধ করে দেন । ব্যক্তিগত সম্পত্তির উপর আক্রমণ করে তিনি সমস্ত রকম ভাতা বন্ধ করে দেন । যে সব জায়গির দেওয়া হয়েছিল. সেগুলি বাজেয়াপ্ত করে সরকারের খাস জমিতে পরিণত করা হয় ।


৫. কোন সুলতান দিল্লির কাছে সিরি নামক একটি নগর নির্মাণ করেন ?

(A) ইলতুৎমিস
(B) মহম্মদ বিন তুঘলক
(C) আলাউদ্দিন খিলজি
(D) সিকান্দার লোদি    

উত্তর :
(C) আলাউদ্দিন খিলজি

আরও দেখে নাও – পাল বংশ । পাল সাম্রাজ্য । Pala Empire – বাংলার রাজবংশ

৬. মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন 

(A) মহম্মদ বিন তুঘলক
(B) আলাউদ্দিন খলজি
(C) কুতুবউদ্দিন আইবক
(D) ইলতুৎমিশ 

উত্তর :
(B) আলাউদ্দিন খলজি 

৭. দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন ?

(A) বলবন
(B) মহম্মদ বিন তুঘলক
(C) আলাউদ্দিন খলজি
(D) ফিরোজ শাহ তুঘলক 

উত্তর :
(C) আলাউদ্দিন খলজি 

৮. কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন ?

(A) ইলতুৎমিশ
(B) গিয়াসুদ্দিন বলবন
(C) আলাউদ্দিন খলজি
(D) কুতুবউদ্দিন আইবক 

উত্তর :
(C) আলাউদ্দিন খলজি 

৯. জালালুদ্দিন খলজি কবে দিল্লির সিংহাসনে বসেন ?

(A) ১২৪০ খ্রিস্টাব্দে
(B) ১২৯০ খ্রিস্টাব্দে
(C) ১২৩৬ খ্রিস্টাব্দে
(D) ১২৮৬ খ্রিস্টাব্দে 

উত্তর :
(B) ১২৯০ খ্রিস্টাব্দে 

১০. আলাউদ্দিন খলজি কবে দিল্লির সিংহাসনে বসেন ?

(A) ১২৮৬ খ্রিস্টাব্দে
(B) ১২৯৭ খ্রিস্টাব্দে
(C) ১২৯৬ খ্রিস্টাব্দে
(D) ১২৯০ খ্রিস্টাব্দে 

উত্তর :
(C) ১২৯৬ খ্রিস্টাব্দে 

১১. আলাউদ্দিন খলজির পূর্ব নাম কি ছিল ?

(A) উলুঘ খাঁ
(B) ফরিদ খাঁ
(C) জুন খাঁ
(D) আলি গুরুসাস্প 

উত্তর :
(D) আলি গুরুসাস্প 

১২. সিকন্দর-ই-সানি উপাধিটি কার ?

(A) মহম্মদ বিন তুঘলক
(B) আলাউদ্দিন খলজি
(C) ইলতুৎমিশ
(D) কুতুবউদ্দিন আইবক 

উত্তর :
(B) আলাউদ্দিন খলজি 

১৩. কোন রাজ্য অভিযানের সময় আলাউদ্দীন খলজি মালিক কাফুরকে দিল্লিতে আনেন ?

(A) বরঙ্গল
(B) দেবগিরি
(C) গুজরাট
(D) রণথম্বোর 

উত্তর :
(C) গুজরাট 

১৪. রানী পদ্মিনী ছিলেন 

(A) রানা রতন সিং -এর স্ত্রী
(B) রানা প্রতাপ সিং -এর স্ত্রী
(C) রানা সংগ্রাম সিং -এর স্ত্রী
(D) অমর সিং -এর স্ত্রী 

উত্তর :
(A) রানা রতন সিং -এর স্ত্রী 

১৫. আলাউদ্দিন খলজির  দক্ষিণ ভারতের সেনাপতি ছিলেন 

(A) খিজির খাঁ
(B) করণদেব
(C) মোবারক খলজি
(D) মালিক কাফুর 

উত্তর :
(D) মালিক কাফুর 

আরও দেখে নাও – মধ্যযুগের ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর – সেট ৮৪

১৬. সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করতে আলাউদ্দিন খলজি চালু করেন 

(A) চেহরা
(B) দাগ
(C) নগদে বেতন দান
(D) জায়গীর দান 

উত্তর :
(A) চেহরা 

১৭. আলাই দরওয়াজা কে নির্মাণ করেন ?

(A) আকবর
(B) আলাউদ্দিন খলজি
(C) ইলতুৎমিশ
(D) জালালুদ্দিন খলজি 

উত্তর :
(B) আলাউদ্দিন খলজি 

১৮. আলাই দুর্গের নির্মাতা হলেন 

(A) আলাউদ্দিন খলজি
(B) মহম্মদ বিন তুঘলক
(C) মোবারক খলজি
(D) জালালুদ্দিন খলজি 

উত্তর :
(A) আলাউদ্দিন খলজি 

১৯. হিন্দুস্তানের তোতাপাখি কাকে বলে হয় ?

(A) আমির খসরু
(B) মালিক মহম্মদ জয়সি
(C) তানসেন
(D) মহেশ দাস 

উত্তর :
(A) আমির খসরু 

২০. আমির খসরু কার সভাকবি ছিলেন ?

(A) গিয়াসুদ্দিন বলবন
(B) আলাউদ্দিন খলজি
(C) গিয়াসুদ্দিন তুঘলক
(D) আকবর 

উত্তর :
(B) আলাউদ্দিন খলজি 

আরও দেখে নাও – দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রশ্ন ও উত্তর । সুলতানি আমল

২১. ৭০ বছর বয়সে কে কায়কোবাদকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন ?

(A) কায়ুর্মাস
(B) জালালউদ্দীন খলজি
(C) আলাউদ্দিন খলজি
(D) গিয়াসুদ্দিন তুঘলক 

উত্তর :
(B) জালালউদ্দীন খলজি 

২২. কত খ্রিস্টাব্দে জালালউদ্দীন খলজি হত্যা করেন আলাউদ্দিন খলজি ?

(A) ১২০৬
(B) ১২৯০
(C) ১২৯৬
(D) ১২৯৮

উত্তর :
(C) ১২৯৬

২৩. দিল্লির কোন সুলতান তার মুদ্রাতে নিজেকে দ্বিতীয় আলেক্সজান্ডার বলে অভিহিত করেছিলেন ?

(A) ইলতুৎমিশ
(B) ফিরোজ শাহ তুঘলক
(C) আলাউদ্দিন খলজি
(D) মহম্মদ বিন তুঘলক 

উত্তর :
(C) আলাউদ্দিন খলজি 

২৪. আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করেন ?

(A) ১২৯৬
(B) ১২৯৭
(C) ১২৯৯
(D) ১৩০২

উত্তর :
(B) ১২৯৭

২৫. আলাউদ্দিন খলজিকে কে হত্যা করেন ?

(A) মালিক কাফুর
(B) গিয়াসুদ্দিন তুঘলক
(C) যাদবরাজ রামচন্দ্র
(D) রাজা হামিরদেব 

উত্তর :
(A) মালিক কাফুর 

২৬. মালিক কাফুরকে কে হত্যা করেন ?

(A) আলাউদ্দিন খলজি
(B) গিয়াসুদ্দিন তুঘলক
(C) মোবারক খলজি
(D) নাসিরুদ্দিন খসরু শাহ 

উত্তর :
(C) মোবারক খলজি 

২৭. দিল্লির কোন সুলতান প্রথম গুপ্তচর বাহিনীর পুনর্বিন্যাস করেন ?

(A) ইলতুৎমিশ
(B) বলবন
(C) আলাউদ্দিন খলজি
(D) মোবারক খলজি 

উত্তর :
(C) আলাউদ্দিন খলজি 

২৮. আলাউদ্দিন খলজি রানী পদ্মিনীকে প্রাপ্তির উদ্দেশ্যে চিতোর আক্রমণ করলে রানী পদ্মিনী কিভাবে নিজেকে শেষ করে দেন ?

(A) বিষ প্রাণ করে
(B) জহরব্রত পালন করে
(C) দুর্গ থেকে লাফ মেরে
(D) যুদ্ধরত অবস্থায় মারা যান 

উত্তর :
(B) জহরব্রত পালন করে

জহরব্রত পালন করে ( জ্বলন্ত চিতায় আত্মাহুতি )


২৯. বাজার দর নিয়ন্ত্রণের জন্য দিল্লির কোন সুলতান “শাহানা-ই-মান্ডি” ও “দেওয়ান-ই-রিয়াসাত” নিযুক্ত করেন ?

(A) জালালউদ্দীন খলজি
(B) ইলতুৎমিশ
(C) আলাউদ্দিন খলজি
(D) ফিরোজ শাহ তুঘলক 

উত্তর :
(C) আলাউদ্দিন খলজি 

৩০. মীর হাসান কার রাজসভায় ছিলেন ?

(A) সুলতানা রাজিয়া
(B) আলাউদ্দিন খলজি
(C) ইব্রাহিম লোদী
(D) জাহাঙ্গীর 

উত্তর :
(B) আলাউদ্দিন খলজি 

৩১.  কোন দিল্লির সুলতান নিজেকে “সিকান্দার-ই-সানি” বলে তার মুদ্রাতে অভিহিত করেন ?

(A) জালালউদ্দীন খলজি
(B) আলাউদ্দিন খলজি
(C) মোবারক খলজি
(D) মহম্মদ বিন তুঘলক 

উত্তর :
(B) আলাউদ্দিন খলজি 

আরও দেখে নাও – ১০০+ ভারতের ঐতিহাসিক ব্যক্তির উপাধি ও আসল নাম –  PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

One Comment

দেখে নাও
Close
Back to top button