QuizQuiz

কুইজের প্রশ্ন-উত্তর বাংলায় – সেট ১৮২

Quiz Questions-Answers in Bengali -Set 182

কুইজের প্রশ্ন-উত্তর বাংলায়

বন্ধুরা বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো বাংলাতে কিছু কুইজের প্রশ্ন-উত্তর।দেখে নাও কুইজের প্রশ্ন-উত্তর বাংলায় :

১. নতুন সমীক্ষা অনুসারে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা সামান্য বৃদ্ধি পেয়েছে।মাউন্ট এভারেস্ট এর উচ্চতা কত বৃদ্ধি পেয়েছে?

উত্তর :
৮৬ সেন্টিমিটার।

২. ইতালীয় ভাষায় এই শব্দটিকে বলা হয়”Addio” , ফ্রেঞ্চ ভাষায় বলা হয়” An revoir”, এবং স্প্যানিশ ভাষায় বলা হয়”Adios”। এই শব্দটিকে আমরা কী হিসেবে জানি?

উত্তর :
Good Bye

৩. কেবলমাত্র ১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। সেই বছর দুটি দেশের ক্রিকেট দল অলিম্পিকে অংশগ্রহণ করে,একটি ইংল্যান্ড অপরটি কোনটি?

উত্তর :
ফ্রান্স

৪. সেরোলজি টেস্ট থেকে কী  সম্পর্কে জানা যায় ?

উত্তর :
রক্তের ধরণ

৫. সৌরজগতের কোন গ্রহে মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক?

উত্তর :
বৃহস্পতি।

৬. পশ্চিমবঙ্গ থেকে একমাত্র কোন নাচটি ইউনেস্কো এর সাংস্কৃতিক ঐতিহ্যর তালিকায় অংশ পেয়েছে?

উত্তর :
ছৌ নাচ

৭. ১৯৪০-এর শুরু থেকে প্রায় ৩০ বছর ধরে All India Radio-তে কোন বাদ্যযন্ত্র বাজানাে নিষেধ ছিলাে ?

উত্তর :
হারমোনিয়াম।

৮. গানের ক্ষেত্রে ব্যাবহৃত “EP” কথার পুরো অর্থ কী?

উত্তর :
Extended Play

৯. ক্রিকেট খেলায় নানান রেকর্ড দেখা যায়, সেরকম ই এক রেকর্ড হল এক দিবসীয় ক্রিকেটে একটি ম্যাচে বিজয়ী দলের পক্ষে একজন খেলােয়াড়ের সবচেয়ে বেশী পার্সেন্টেজ রান করার রেকর্ড। তিনি মােট রানের প্রায় ৮০ % রান করেছিলেন।কোন খেলােয়াড়?

উত্তর :
শেন ওয়াটসন

১০. ইংল্যান্ডে শুরু হলো ফাইজার করোনা টিকা প্রদান। প্রথম ব্যক্তি হিসেবে করোনা টিকা গ্রহণ করলেন ৯১ বছরের এক বৃদ্ধা, তাঁর নাম কী?

উত্তর :
মার্গারেট কিনান।

আরো দেখে নাও :

বাংলা কুইজ –  সেট ১৮

নভেল করোনা ভাইরাস কুইজ । Corona Quiz

বাংলা কুইজ –  সেট ১৪৭- খেলাধুলা । Sports Quiz

দিয়েগো মারাদোনা কুইজ – কিছু জানা-অজানা তথ্য

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button