Daily Current Affairs in BengaliCurrent Affairs

17th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

17th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৭ই আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 15th & 16th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কোন শহর থেকে যুদ্ধজাহাজ ‘আইএনএস বিন্ধ্যগিরি’ এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?

(A) মুম্বাই
(B) বিশাখাপত্তনম
(C) কলকাতা
(D) চেন্নাই

উত্তর
(C) কলকাতা

  • কলকাতায় অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘আইএনএস বিন্ধ্যগিরি’-র উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
  • এই যুদ্ধজাহাজ তৈরি হয়েছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে
  • ‘আইএনএস বিন্ধ্যগিরি’ হল পি১৭১ ফ্রিগেট পর্যায়ের রণতরী। রয়েছে উন্নতমানের ‘প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেমস’।
  • প্রজেক্ট ১৭ আলফা‘-র অধীনে ভারতীয় নৌবাহিনীর জন্য মোট সাতটি রণতরী তৈরি করা হবে।
  • ২০১৯ সাল থেকে ২০২২ সালের মধ্যে পাঁচটি রণতরী চালু করে দেওয়া হয়েছে। আইএনএস বিন্ধ্যগিরি হল এর মধ্যে ষষ্ঠ রণতরী।

২. হরিয়ানার নতুন ডিজিপি (DGP) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অজয় ​​হুডা
(B) বিএস জোশী
(C) শত্রুজিৎ সিং কাপুর
(D) অশোক খেমকা

উত্তর
(C) শত্রুজিৎ সিং কাপুর

  • শত্রুজিৎ সিং কাপুরকে হরিয়ানার পুলিশ মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।
  • শত্রুজিৎ সিং কাপুর একজন ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার।
  • তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি-টেক করেছেন।
  • শত্রুজিৎ সিং ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত সিবিআইতে SP এবং DIG পদে ছিলেন।

৩. ইংল্যান্ড ক্রিকেট দলের কোন খেলোয়াড় ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন?

(A) মঈন আলী
(B) অ্যালিস্টার কুক
(C) স্টুয়ার্ট ব্রড
(D) বেন স্টোকস

উত্তর
(D) বেন স্টোকস

  • ভারতে আয়োজিত আসন্ন ৫০ ওভার বিশ্বকাপে (CWC 2023) খেলতে চলেছেন বেন স্টোকস (Ben Stokes)।
  • ২০১৯ সালে আচমকাই ওডিআই থেকে অবসর নিয়েছিলেন তিনি ।
  • স্টোকসকে অবসর ভেঙে ফিরে আসার জন্য চেষ্টাচরিত্র করছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার (Jos Butler)। সেই চেষ্টায় সফল হয়েছে বলে অনেকে মনে করছেন।
  • বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে চার ম্যাচের একদিনের সিরিজ খেলবে ইংল্যান্ড। সম্প্রতি সেই সিরিজের ১৫ জনের দল ঘোষণা করে সে দেশের ক্রিকেট বোর্ড এবং তাতে নাম রয়েছে স্টোকসের।

৪. ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (Life Insurance Corporation of India) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (Managing Director) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অজয় ​​কুমার
(B) অবধেশ পুরী
(C) অশোক সিনহা
(D) আর দোরাইস্বামী

উত্তর
(D) আর দোরাইস্বামী

  • সম্প্রতি আর দোরাইস্বামীকে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করতে চলেছে দেশের বৃহত্তম সরকারি বিমা সংস্থা জীবন বিমা কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসিআই)।
  • বর্তমানে মুম্বইয়ে সংস্থার সদর দফতরে এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত তিনি।
  • এলআইসিআইয়ের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর ইপি মিনি অবসরে যাচ্ছেন।

৫. ভারতের কোন রাজ্য একদিনে সর্বাধিক সংখ্যক ট্যাপ সংযোগ দিয়ে রেকর্ড করেছে ?

(A) উত্তর প্রদেশ
(B) মধ্য প্রদেশ
(C) অন্ধ্র প্রদেশ
(D) হিমাচল প্রদেশ

উত্তর
(A) উত্তর প্রদেশ

  • উত্তরপ্রদেশ সরকার ১৫ই আগস্ট কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের অধীনে ১.৫ কোটি গ্রামীণ পরিবারকে কলের জলের সাথে সংযুক্ত করেছে।
  • জল জীবন মিশনের হর ঘর জল যোজনার অধীনে প্রতিদিন ৪০,০০০ টিরও বেশি ট্যাপ সংযোগ দেওয়া হচ্ছে।
  • উত্তরপ্রদেশ এমন রাজ্যে পরিণত হয়েছে যেটি দেশে একদিনে সর্বাধিক সংখ্যক ট্যাপ সংযোগ দিয়েছে।

৬. নিচের কোন ব্যক্তি সম্প্রতি U20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ন হয়েছেন?

(A) পলবিন্দর চিমা
(B) রমেশ কুমার
(C) দীপক পুনিয়া
(D) মোহিত কুমার

উত্তর
(D) মোহিত কুমার

  • কুস্তিগীর মোহিত কুমার U20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস তৈরি করেছেন।
  • তিনি জর্ডানে ৬১ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে এলদার আখমাদুদিনভকে ৯-৮ স্কোরে পরাজিত করেন।
  • পলভিন্দর চিমা, রমেশ কুমার, এবং দীপক পুনিয়ার পরে তিনি U20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা ৪র্থ পুরুষ ভারতীয় কুস্তিগীর।
  • অন্তিম পাঙ্গল একমাত্র ভারতীয় মহিলা যিনি U20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।

৭. কোন রাজ্য সরকার ওনাম উদযাপনের জন্য গরিব পরিবারগুলির জন্য বিনামূল্যে কিট বিতরণ করেছে?

(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) কর্ণাটক
(D) অন্ধ্র প্রদেশ

উত্তর
(A) কেরালা

  • কেরালা সরকার ২০২৩ সালের ওনাম উৎসবের জন্য রাজ্যের দরিদ্র পরিবার এবং কল্যাণ সংস্থার বাসিন্দাদের বিনামূল্যে ছয় লাখেরও বেশি ওনাম কিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
  • কিটগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি থাকবে এবং রেশনের দোকানগুলির মাধ্যমে বিতরণ করা হবে।
  • ওনাম হল মালয়ালিদের দ্বারা পালিত একটি ফসল কাটার উৎসব।

৮. তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কোন স্থানে টিএম সুন্দররাজনের মূর্তি উন্মোচন করলেন ?

(A) মাদুরাই
(B) চেন্নাই
(C) কোয়েম্বাটুর
(D) রামানাথপুরম

উত্তর
(A) মাদুরাই

  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন মাদুরাইতে প্রখ্যাত প্লেব্যাক গায়ক টিএম টি এম সুন্দররাজনের একটি ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেছেন।
  • ১৯২৩ সালে মাদুরাইতে সুন্দররাজন জন্মগ্রহণ করেন এবং তিনি সৌরাষ্ট্র সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন।
  • ৫০ বছরের বেশি কর্মজীবনে তিনি ১০০০০টিরও বেশি গান গেয়েছেন।
  • ২০০৩ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান।

৯. মাদকের বিরুদ্ধে লড়াই করার জন্য কলকাতায় আসক্তি মুক্ত বেঙ্গল ক্যাম্পেইন (Addiction Free Bengal Campaign) সম্প্রতি কে চালু করলেন ?

(A) দ্রৌপদী মুর্মু
(B) নরেন্দ্র মোদি
(C) মমতা ব্যানার্জি
(D) সি ভি আনন্দ বসু

উত্তর
(A) দ্রৌপদী মুর্মু

সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতার রাজভবনে ব্রহ্মা কুমারিস দ্বারা আয়োজিত ‘নশা মুক্ত ভারত অভিযান’-এর অধীনে ‘My Bengal, Addiction Free Bengal’ প্রচারাভিযান চালু করেন।

১০. নিচের কোন ব্যক্তি সম্প্রতি জর্জ লেডলি পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) রাজ চেট্টি
(B) আশীষ নন্দা
(C) ভারত এন. আনন্দ
(D) বিক্রম গান্ধী

উত্তর
(A) রাজ চেট্টি

  • রাজ চেট্টি, একজন ভারতীয়-আমেরিকান অর্থনীতিবিদ, এবং মাইকেল স্প্রিংগার, একজন জীববিজ্ঞানী, তাদের নিজ নিজ ক্ষেত্রে তাদের যুগান্তকারী কাজের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জর্জ লেডলি পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক চেট্টি অর্থনৈতিক গতিশীলতার উপর তার কাজের জন্য পরিচিত।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button