Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৭০

General Awareness MCQ – Set 170

৩১৯১. আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগর ____________ দ্বারা সংযুক্ত।

(A) সুন্দা স্ট্রেইট
(B) হরমুজ স্ট্রেইট
(C) নিমুরো স্ট্রেইট
(D) মালাক্কা স্ট্রেইট

[spoiler title=”উত্তর : “] (D) মালাক্কা স্ট্রেইট

NameLocationConnecting water bodies
Strait of MalaccaIndonesia-MalaysiaThe Andaman Sea and South China sea
Sunda StraitSumatra-IndonesiaJava sea the Indian Ocean
Strait of HormuzOman-IranThe Gulf of Persia and the Gulf of Oman
Nemuro StraitJapanOkhotsk Sea and the Pacific Ocean
[/spoiler]

৩১৯২. কপার অক্সাইড কাঁচে যোগ করা হলে কাঁচের রং হয়ে যায় 

(A) লাল
(B) নীল
(C) হলুদ
(D) সবুজ 

[spoiler title=”উত্তর : “] (A) লাল

কাঁচে,

  • কপার অক্সাইড – লাল
  • ক্রোমিয়াম অক্সাইড – সবুজ
  • আইরন অক্সাইড – বাদামি
  • কোবল্ট অক্সাইড – নীল

 

[/spoiler]

৩১৯৩. কম্পিউটার বিজ্ঞানে ‘COBOL’ এর সম্পূর্ণ রূপ নিচের কোনটি?

(A) Computer Business Oriented Language
(B) Common Bit Out Language
(C) Computer Bus Only Language
(D) Common Business Oriented Language

[spoiler title=”উত্তর : “] (D) Common Business Oriented Language

COBOL – Common Business Oriented Language

FORTRAN এর পরেই এই প্রোগ্রামিং লাঙ্গুয়েজটি শুরু হয়েছিল । ১৯৫৯ খ্রিস্টাব্দে এটি তৈরী করা হয়েছিল ।

[/spoiler]

৩১৯৪. নিউ মুর দ্বীপটি কোথায় অবস্থিত?

(A) আরব সাগরে
(B) মান্নার উপসাগরে
(C) বঙ্গোপসাগরে
(D) আন্দামান সাগরে

[spoiler title=”উত্তর : “] (C) বঙ্গোপসাগরে

নিউ মুর দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত একটি ছোট, জনহীন দ্বীপ ছিল। এটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ২০১০ সালে সমুদ্রে ডুবে যায় ।   এই দ্বীপটি হরিভাঙ্গা নদীর মুখ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপের উপকূলে ছিল।

[/spoiler]

৩১৯৫. গুহার অধ্যয়ন ________ হিসাবে পরিচিত।

(A) স্পেলিওলজি
(B) অর্নিথোলজি
(C) ওলোজি
(D) এন্টোমোলজি 

[spoiler title=”উত্তর : “] (A) স্পেলিওলজি

SpeleologyStudy of Caves
OrnithologyStudy of Birds
OologyStudy of Nest, bird eggs
EntomologyStudy of Insects
[/spoiler]

৩১৯৬. ১৯০৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?

(A) গোপাল কৃষ্ণ গোখলে
(B) মতিলাল নেহেরু
(C) জওহরলাল নেহরু
(D) সুভাষ চন্দ্র বোস

[spoiler title=”উত্তর : “] (A) গোপাল কৃষ্ণ গোখলে [/spoiler]



৩১৯৭. “A Prime Minister to Remember” – বইটির লেখক 

(A) জেনারেল বিজয় কুমার সিংহ
(B) অ্যাডমিরাল সুনীল লাম্বা
(C) অ্যাডমিরাল সুশীল কুমার
(D) এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধনোয়া

[spoiler title=”উত্তর : “] (C) অ্যাডমিরাল সুশীল কুমার [/spoiler]

৩১৯৮. ভারতীয় সংবিধানে আইনের শাসনের (rule of law) ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে?

(A) ব্রিটিশ সংবিধান
(B) মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান
(C) ফরাসি সংবিধান
(D) সোভিয়েত ইউনিয়ন সংবিধান

[spoiler title=”উত্তর : “] (A) ব্রিটিশ সংবিধান

কোন দেশের  সংবিধান থেকে ভারতের সংবিধানে কি কি নেওয়া হয়েছে জানতে দেখুন

https://www.banglaquiz-in-443979.hostingersite.com/2018/07/03/সংবিধানের-উৎস/

[/spoiler]

৩১৯৯. ভারতীয় সংবিধানের কোন তফসিল কংকার্রেন্ট লিস্ট (যুগ্ম তালিকা ) সম্পর্কিত ?

(A) অষ্টম তফসিল
(B) সপ্তম তফসিল
(C) প্রথম তফসিল
(D) দশম তফসিল

[spoiler title=”উত্তর : “] (B) সপ্তম তফসিল

ভারতীয় সংবিধানের তফসিল সম্বন্ধীয় নোটস – https://www.banglaquiz-in-443979.hostingersite.com/2018/07/06/সংবিধানের-তফসিল/

[/spoiler]

৩২০০. নিম্নলিখিত কোনটি প্রণালীটি জাভা সমুদ্রকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করে?

(A) মালাক্কা প্রণালী
(B) সুন্দা প্রণালী
(C) হরমুজ প্রণালী
(D) নেমুরো প্রণালী 

[spoiler title=”উত্তর : “] (B) সুন্দা প্রণালী

NameLocationConnecting water bodies
Strait of MalaccaIndonesia-MalaysiaThe Andaman Sea and South China sea
Sunda StraitSumatra-IndonesiaJava sea the Indian Ocean
Strait of HormuzOman-IranThe Gulf of Persia and the Gulf of Oman
Nemuro StraitJapanOkhotsk Sea and the Pacific Ocean
[/spoiler]

আরো দেখুন  :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬৯

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬৮

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬৬

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button