সাধারণ জ্ঞান MCQ – সেট ১৭০
General Awareness MCQ – Set 170
৩১৯১. আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগর ____________ দ্বারা সংযুক্ত।
(A) সুন্দা স্ট্রেইট
(B) হরমুজ স্ট্রেইট
(C) নিমুরো স্ট্রেইট
(D) মালাক্কা স্ট্রেইট
Name | Location | Connecting water bodies |
Strait of Malacca | Indonesia-Malaysia | The Andaman Sea and South China sea |
Sunda Strait | Sumatra-Indonesia | Java sea the Indian Ocean |
Strait of Hormuz | Oman-Iran | The Gulf of Persia and the Gulf of Oman |
Nemuro Strait | Japan | Okhotsk Sea and the Pacific Ocean |
৩১৯২. কপার অক্সাইড কাঁচে যোগ করা হলে কাঁচের রং হয়ে যায়
(A) লাল
(B) নীল
(C) হলুদ
(D) সবুজ
কাঁচে,
- কপার অক্সাইড – লাল
- ক্রোমিয়াম অক্সাইড – সবুজ
- আইরন অক্সাইড – বাদামি
- কোবল্ট অক্সাইড – নীল
[/spoiler]
৩১৯৩. কম্পিউটার বিজ্ঞানে ‘COBOL’ এর সম্পূর্ণ রূপ নিচের কোনটি?
(A) Computer Business Oriented Language
(B) Common Bit Out Language
(C) Computer Bus Only Language
(D) Common Business Oriented Language
COBOL – Common Business Oriented Language
FORTRAN এর পরেই এই প্রোগ্রামিং লাঙ্গুয়েজটি শুরু হয়েছিল । ১৯৫৯ খ্রিস্টাব্দে এটি তৈরী করা হয়েছিল ।
[/spoiler]৩১৯৪. নিউ মুর দ্বীপটি কোথায় অবস্থিত?
(A) আরব সাগরে
(B) মান্নার উপসাগরে
(C) বঙ্গোপসাগরে
(D) আন্দামান সাগরে
নিউ মুর দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত একটি ছোট, জনহীন দ্বীপ ছিল। এটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ২০১০ সালে সমুদ্রে ডুবে যায় । এই দ্বীপটি হরিভাঙ্গা নদীর মুখ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপের উপকূলে ছিল।
[/spoiler]৩১৯৫. গুহার অধ্যয়ন ________ হিসাবে পরিচিত।
(A) স্পেলিওলজি
(B) অর্নিথোলজি
(C) ওলোজি
(D) এন্টোমোলজি
Speleology | Study of Caves |
Ornithology | Study of Birds |
Oology | Study of Nest, bird eggs |
Entomology | Study of Insects |
৩১৯৬. ১৯০৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
(A) গোপাল কৃষ্ণ গোখলে
(B) মতিলাল নেহেরু
(C) জওহরলাল নেহরু
(D) সুভাষ চন্দ্র বোস
৩১৯৭. “A Prime Minister to Remember” – বইটির লেখক
(A) জেনারেল বিজয় কুমার সিংহ
(B) অ্যাডমিরাল সুনীল লাম্বা
(C) অ্যাডমিরাল সুশীল কুমার
(D) এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধনোয়া
৩১৯৮. ভারতীয় সংবিধানে আইনের শাসনের (rule of law) ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে?
(A) ব্রিটিশ সংবিধান
(B) মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান
(C) ফরাসি সংবিধান
(D) সোভিয়েত ইউনিয়ন সংবিধান
কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানে কি কি নেওয়া হয়েছে জানতে দেখুন
https://www.banglaquiz-in-443979.hostingersite.com/2018/07/03/সংবিধানের-উৎস/
[/spoiler]৩১৯৯. ভারতীয় সংবিধানের কোন তফসিল কংকার্রেন্ট লিস্ট (যুগ্ম তালিকা ) সম্পর্কিত ?
(A) অষ্টম তফসিল
(B) সপ্তম তফসিল
(C) প্রথম তফসিল
(D) দশম তফসিল
ভারতীয় সংবিধানের তফসিল সম্বন্ধীয় নোটস – https://www.banglaquiz-in-443979.hostingersite.com/2018/07/06/সংবিধানের-তফসিল/
[/spoiler]৩২০০. নিম্নলিখিত কোনটি প্রণালীটি জাভা সমুদ্রকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করে?
(A) মালাক্কা প্রণালী
(B) সুন্দা প্রণালী
(C) হরমুজ প্রণালী
(D) নেমুরো প্রণালী
Name | Location | Connecting water bodies |
Strait of Malacca | Indonesia-Malaysia | The Andaman Sea and South China sea |
Sunda Strait | Sumatra-Indonesia | Java sea the Indian Ocean |
Strait of Hormuz | Oman-Iran | The Gulf of Persia and the Gulf of Oman |
Nemuro Strait | Japan | Okhotsk Sea and the Pacific Ocean |
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬৯
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬৮
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬৬
To check our latest Posts - Click Here