Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬৩

General Awareness MCQ – Set 163

৩১২১. নিম্নের কোনটি একটি অ্যানালগ কম্পিউটারের  মধ্যে থাকে ?

(A) মাল্টিপ্লায়ার্স
(B) পোটেনশিওমিটার
(C) অপারেশনাল এমপ্লিফায়ার
(D) সবকটি 

উত্তর :
(D) সবকটি 

৩১২২. এলিফ্যান্টা দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

(A) মহারাষ্ট্র
(B) উত্তর প্রদেশ
(C) গুজরাট
(D) রাজস্থান 

উত্তর :
(A) মহারাষ্ট্র

পর্তুগিজরা মুম্বাই পোতাশ্রয়ে অবস্থিত এই দ্বীপের নামকরণ করেছিল এলিফ্যান্টা দ্বীপ।


৩১২৩. দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় বড়লাট কে ছিলেন ?

(A) লর্ড আরউইন
(B) লর্ড উইলিংডন
(C) লর্ড লিনলিথগো
(D) লর্ড রিডিং 

উত্তর :
(B) লর্ড উইলিংডন

প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল বোর্ড আরউইন -এর সময় এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয় লর্ড উইলিংডন -এর সময়


৩১২৪. ৫ মিটার ফোকাস দূরত্বের অবতল লেন্সের পাওয়ার হলো 

(A) -0.2D
(B) -5D
(C) 0.2D
(D) 5D

উত্তর :
(A) -0.2D

লেন্সের পাওয়ার হলো P=1/f

P=1/−5=−0.2D


৩১২৫. কোন রাজবংশের পরাজয় মৌর্য রাজবংশ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল?

(A) হর্যঙ্ক রাজবংশ
(B) হোইসালা রাজবংশ
(C) নন্দ রাজবংশ
(D) চান্দেলা রাজবংশ 

উত্তর :
(C) নন্দ রাজবংশ

নন্দ রাজবংশকে উৎখাত করে চন্দ্রগুপ্ত মৌর্য ৩২২ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য রাজবংশ প্রতিষ্ঠা করেন ।


৩১২৬. কোন হরপ্পা কেন্দ্রে দম্পতিদের একজায়গাতে সমাধি দেওয়া হতো ?

(A) মহেঞ্জোদারো
(B) হরপ্পা
(C) চানহুদরো
(D) লোথাল 

উত্তর :
(D) লোথাল

লোথাল বর্তমানে গুজরাটে অবস্থিত ।


৩১২৭. মৌর্য প্রশাসনে কৃষির প্রধানকে কি বলা হতো ? 

(A) শুল্কধক্ষ্য
(B) লোহাধক্ষ্য
(C) সীতাধক্ষ্য
(D) পৌথাভাধক্ষ্য

উত্তর :
(C) সীতাধক্ষ্য

শুল্কধক্ষ্য – করের প্রধান

লোহাধক্ষ্য  – লোহার প্রধান

সীতাধক্ষ্য –  কৃষির প্রধান

পৌথাভাধক্ষ্য – ওজন ও পরিমাপের প্রধান




৩১২৮. রাজা গোন্ডফার্নিস নিম্নলিখিত কোন রাজবংশের অন্তর্গত ছিলেন ?

(A) শক  রাজবংশ
(B) কুষাণ বংশ
(C) ইন্দো-গ্রিক
(D) পার্থিয়ান 

উত্তর :
(D) পার্থিয়ান

রাজা গোন্ডফার্নিস পার্থিয়ান রাজবংশের অন্তর্ভুক্ত।

তিনি পশ্চিম পাকিস্তানের ইন্দো-পার্থিয়ান রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন।


৩১২৯. ইন্দো-গ্রীক শাসক মিনান্দারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করতে সহায়তা করেছিলেন কোন বৌদ্ধ ভিক্ষু ?

(A) নাগসেন
(B) অমোঘবর্ষ
(C) মিলিন্দ
(D) আর্যদেব 

উত্তর :
(A) নাগসেন

ইন্দো-গ্রীক শাসক মিনান্দারকে নাগসেন বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন । নাগসেন নাগার্জুন নামেও পরিচিত। নাগসেন ও রাজা মিনান্দারের  কথোপকথন মিলিন্দা পানহো পাঠ্যটিতে নথিভুক্ত রয়েছে ।


৩১৩০. নীচের কোন পল্লব শাসক চালুক্য রাজ্য আক্রমণ করে বাদামি দখল করেছিলেন ?

(A) নরসিংহবর্মন ১
(B) কীর্তিবর্মণ
(C) বিষ্ণুবর্ধন
(D) মহেন্দ্রবর্মন ১

উত্তর :
(A) নরসিংহবর্মন ১

বাতাপির যুদ্ধে পল্লব শাসক নরসিংহবর্মণ দ্বিতীয় পুলোকেশীকে পরাজিত ও হত্যা করে ৬৪২ খ্রিস্টাব্দে চালুক্য রাজধানী বাদামি দখল করেন । এর পরেই তিনি বাতাপিকোন্দ উপাধি ধারণ করেন ।


আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬২

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬১

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৬০

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button