Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – জুন মাস

৮১. ICC বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলার কে ?

(A) রশিদ খান
(B) আদিল রশিদ
(C) কাগিসো রাবাদা
(D) লাসিথ মালিঙ্গা

উত্তর :
(A) রশিদ খান

৮২. নিম্নলিখিত কোন শহরে ভারতে প্রথম হাতির জন্য জল ক্লিনিক  খোলা হয়েছে ?

(A) মাইসোর
(B) মথুরা
(C) ব্যাঙ্গালুরু
(D) রায়পুর

উত্তর :
(B) মথুরা 

৮৩. কোন ভারতীয় ইঞ্জিনিয়ার লন্ডনে ২০১৯ সালের কমনওয়েলথ সেক্রেটারির “Innovation for Sustainable Development” পুরস্কার জিতলেন ?

(A) অনুকৃতি গুসেন
(B) রিতু কারিঢাল
(C) অক্ষয় জৈন
(D) নিতেশ জাঞ্জির

উত্তর :
(D) নিতেশ জাঞ্জির 

৮৪. আফ্রিকান ইউনিয়ন সামিট আয়োজন করার জন্য কোন দেশকে ভারত ১৫ মিলিয়ন ডলার অনুদান করেছে ?

(A) টিউনিসিয়া
(B) নিগার
(C) মরোক্কো
(D) ঘনা

উত্তর :
(B) নিগার 

৮৫. ব্রিটিশ হেরাল্ড ম্যাগাজিনের পোলের রেজাল্ট অনুযায়ী ২০১৯ সালে বিশ্বের সবথেকে শক্তিশালী ব্যক্তিত্ব ( World’s Most Powerful Person ) হলেন 

(A) ডোনাল্ড ট্রাম্প
(B) ভ্লাদিমির পুতিন
(C) নরেন্দ্র মোদী
(D) জি জিংপিং

উত্তর :
(C) নরেন্দ্র মোদী

১ – নরেন্দ্র মোদী , ২ – ডোনাল্ড ট্রাম্প, ৩ – ভ্লাদিমির পুতিন, ৪ – জি জিংপিং


৮৬. নীতি আয়োগ কত সালের মধ্যে ১৫০cc -এর নিচের যে কোনো বাইককে ইলেক্ট্রিক বাইকে পরিণত করার পরামর্শ দিয়েছে ?

(A) ২০২০
(B) ২০২৩
(C) ২০২৪
(D) ২০২৫

উত্তর :
(D) ২০২৫

৮৭. ২০১৭ সালের ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট অনুযায়ী ভারতের বনভূমির পরিমান মোট স্থলভাগের কত শতাংশ ?

(A) ১৯
(B) ২২
(C) ২৪
(D) ২৩

উত্তর :
(C) ২৪

৮৮. ভারতীয় বিমানবাহিনী দ্বারা বালাকোট যে এয়ার স্ট্রাইক করা হয়েছিল সেই অপেরেশনটির কোড নাম কি ?

(A) অপারেশন বদলা
(B) অপারেশন ভারত
(C) অপারেশন বন্দর
(D) অপারেশন সফল

উত্তর :
(C) অপারেশন বন্দর 

৮৯. হাতিদের অর্থারাইটিসের সমস্যার সমাধানের জন্য ভারতের কোন শহরে একটি হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র খোলা হতে চলেছে ?

(A) লখনৌ
(B) জয়পুর
(C) মথুরা
(D) চন্ডীগড়

উত্তর :
(C) মথুরা 

৯০. Fisheries Department -এর রিপোর্র্ট অনুযায়ী সারা বিশ্বে মোট মৎস উৎপাদনে ভারতের অবদান কত শতাংশ ?

(A) ৬.৩%
(B) ৬%
(C) ৫.৯%
(D) ৫.৫%

উত্তর :
(A) ৬.৩%

উল্লেখ্য যে মৎস উৎপাদনে ভারতের স্থান গোটা বিশ্বে দ্বিতীয় । এক নম্বর স্থানে রয়েছে চীন ।





৯১. এশিয়ান লিডারশিপ শীর্ষ সম্মেলনে নতুন উদ্ভাবনী গবেষণার জন্য ২০১৯ সালের এক্সিলেন্সি পুরস্কারে কাকে ভূষিত করা হয়েছে ?

(A) মিহির চাওলা
(B) পঙ্কজ উপাধ্যায়
(C) গৌরব নিগম
(D) আনন্দ গুপ্ত

উত্তর :
(C) গৌরব নিগম

৯২. সম্প্রতি কোন দেশ ইম্ফল যুদ্ধের স্মৃতির আধানে নির্মিত একটি শান্তির জাদুঘর মনিপুর রাজ্যকে উপহার দিয়েছে ? 

(A) জার্মানি
(B) জাপান
(C) ফ্রান্স
(D) পোল্যান্ড

উত্তর :
(B) জাপান

৯৩. প্রথম কোন আরব দেশ Financial Action Task Force (FATF) – এর সদস্যপদ পেলো ?

(A) সৌদি আরব
(B) মরক্কো
(C) টিউনিসিয়া
(D) ওমান

উত্তর :
(A) সৌদি আরব

৯৪. ওয়ার্ল্ড ক্লাস এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম সম্প্রতি ভারতের কোন শহরে উদ্বোধিত হলো ?

(A) চেন্নাই
(B) কোচি
(C) বেঙ্গালুরু
(D) নতুন দিল্লি

উত্তর :
(D) নতুন দিল্লি

৯৫. ভারতীয় কোস্ট গার্ডের নতুন প্রধান কে হতে চলেছেন ?

(A) রাজীব জৈন
(B) অরবিন্দ কুমার
(C) সামন্ত কুমার গোয়েল
(D) কৃষ্ণস্বামী নটরাজন

উত্তর :
(D) কৃষ্ণস্বামী নটরাজন

৯৬. ব্ল্যাক ফরেস্ট কাপে কোন দেশের জুনিয়র মহিলা বক্সিং দল সেরা দল হিসেবে নির্বাচিত হয়েছে ?

(A) পোল্যান্ড
(B) ভারত
(C) দক্ষিণ কোরিয়া
(D) ইউক্রেন

উত্তর :
(B) ভারত

৯৭. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নতুন সদর দপ্তর কোথায় তৈরী হলো ?

(A) প্যারিস
(B) লাউসান
(C) বার্লিন
(D) রোম

উত্তর :
(B) লাউসান

লাউসান ( সুইজারল্যান্ড )


৯৮. ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক কোন দেশে হতে চলেছে ?

(A) ফ্রান্স
(B) অস্ট্রিয়া
(C) ইতালি
(D) পোল্যান্ড

উত্তর :
(C) ইতালি

৯৯. ২০১৯ সালের সেরা সাংবাদিক হিসেবে কে রেডলিংক পুরস্কার জিতে নিলেন ?

(A) প্রনয় রায়
(B) সিদ্ধার্থ ভরডরাজন
(C) দিনু রানাদেভ
(D) রচনা খাইরা

উত্তর :
(D) রচনা খাইরা 

১০০. DRDO -এর কোন গবেষক সম্প্রতি লিউকোডার্মার চিকিৎসার জন্য একটি হার্বাল ড্রাগ তৈরি করেছেন ?

(A) হেমন্ত পাণ্ডে
(B) বিধি শেঠী
(C) আখিলেশ মিশ্র
(D) নবজিত সিং রাওয়াত

উত্তর :
(A) হেমন্ত পাণ্ডে

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button