Daily Current Affairs in BengaliCurrent Affairs

30th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4/5 - (132 votes)

30th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩০শে মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 29th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. বিশ্বের প্রথম ৭.২ মিটার উচ্চতার ট্রেনটি সম্প্রতি নিচের কোন রুটে ট্রায়ালের জন্য সেট করা হয়েছে?

(A) মুম্বাই-গান্ধীনগর
(B) দিল্লি-জয়পুর
(C) হায়দ্রাবাদ-বেঙ্গালুরু
(D) বেঙ্গালুরু-পুনে

উত্তর
(B) দিল্লি-জয়পুর

  • দিল্লি-জয়পুর রুটের জন্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মডিফিকেশন করা হয়েছে।
  • এই রুটে আধা-হাই-স্পিড ট্রেনটি ভারতের উন্নত ট্রেনের জন্য ১১ তম রুট হতে পারে।
  • ট্রায়াল শেষ হওয়ার পর ট্রেনটি ১০ই এপ্রিল রুটে চলাচল শুরু করবে বলে আশা করা হচ্ছে।

২. শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানকে সম্প্রতি কোন দেশের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) মিশর
(B) সংযুক্ত আরব আমিরাত
(C) বেলারুশ
(D) কাজাখস্তান

উত্তর
(B) সংযুক্ত আরব আমিরাত

  • বর্তমান ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমও একই ভূমিকায় থাকবেন।
  • তিনি আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং আবুধাবি সুপ্রিম পেট্রোলিয়াম কাউন্সিলের সদস্য।

৩. ২০২৩ সালের মার্চ মাসে কোন দেশ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে (SCO) যোগদান করেছে?

(A) কাতার
(B) সৌদি আরব
(C) জর্জিয়া
(D) আর্মেনিয়া

উত্তর
(B) সৌদি আরব

  • SCO জুন ২০০১ সালে চীন, রাশিয়া এবং মধ্য এশিয়ার রাজ্য উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
  • পাকিস্তান ও ভারত ২০১৭ সালে এর পূর্ণ সদস্য হয়।

৪. সম্প্রতি কোন দেশ তার প্রথম প্রাণঘাতী ‘মারবার্গ ভাইরাস রোগ’ (MVD) এর প্রাদুর্ভাবের ঘোষণা করেছে?

(A) তানজানিয়া
(B) ইথিওপিয়া
(C) আফ্রিকা
(D) কেনিয়া

উত্তর
(A) তানজানিয়া

  • MVD (পূর্বে যা মারবার্গ হেমোরেজিক ফিভার নামে পরিচিত ছিল) একটি গুরুতর এবং মারাত্মক রোগ।
  • ইবোলা ভাইরাসের মতো ফিলোভাইরাস নামক ভাইরাসের জন্য এই রোগ হয়।
  • উচ্চ তাপমাত্রা, প্রচণ্ড মাথাব্যথা, প্রচণ্ড অস্বস্তি পেশিতে ব্যথা ও ব্যথা, পেটে খসখসে, বমি বমি ভাব ইত্যাদি এই রোগের লক্ষণ।

৫. নিচের কোনটি চিলড্রেনস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৩-এ ভূষিত হয়েছে?

(A) স্টুডেন্টস ওয়েলফেয়ার মিশন
(B) প্রজাপতি ভারত
(C) অক্ষয় পাত্র ফাউন্ডেশন
(D) প্রগতি শিক্ষা ও কল্যাণ সমিতি

উত্তর
(A) স্টুডেন্টস ওয়েলফেয়ার মিশন

  • দিল্লি কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস দ্বারা প্রতিষ্ঠিত মিশন ‘তপোবন’ স্বাস্থ্য ও পুষ্টি বিভাগে পুরস্কৃত হয়েছে।
  • একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিমা, ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি এস মুরলিধর এবং দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি মার্লেনা এই পুরস্কারগুলি তুলে দেন।

৬. সম্প্রতি প্রকাশিত পাসপোর্ট ইনডেক্স পয়েন্টে ভারতের স্থান কত?

(A) ১৪১ তম
(B) ১৪৪ তম
(C) ১৪৩ তম
(D) ১৪২ তম

উত্তর
(B) ১৪৪ তম

  • পাসপোর্ট সূচকের সর্বশেষ আপডেট অনুসারে, ভারতের স্কোর কমে গেছে, যার ফলে এই বছর ভারতের র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য পতন হয়েছে।
  • এই র‌্যাঙ্কিংয়ে ভারত ১৪৪তম স্থানে রয়েছে।
  • ২০১৯ সালে মহামারীর আগে, ভারতের স্কোর ছিল ৭১, যা ২০২২ সালে বেড়ে ৭৩ হয়েছিল।
  • কিন্তু ২০২৩ সালের রিপোর্ট অনুসারে, এই স্কোর ৭০-এ নেমে এসেছে।
  • ভারত ছাড়াও, ভিয়েতনাম সহ অন্যান্য বড় এশিয়ান দেশগুলির (ইন্দোনেশিয়া, চীন ও থাইল্যান্ড ) র‌্যাঙ্কিং কমেছে।

৭. অ্যাসোচ্যামের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে দায়িত্ব নিয়েছেন?

(A) সঞ্জয় নায়ার
(B) রবি কোহলি
(C) সুমন্ত সিনহা
(D) অজয় ​​সিং

উত্তর
(D) অজয় ​​সিং

  • স্পাইসজেটের প্রধান অজয় সিং অ্যাসোসিয়েটেড চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া (ASSOCHAM)-এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
  • তিনি রিনিউ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক সুমন্ত সিনহার স্থলাভিষিক্ত হলেন।

৮. ক্রিকেটের T20I ফরম্যাটে সর্বোচ্চ উইকেট গ্রহণকারী হলেন কে?

(A) সাকিব আল হাসান
(B) কুলদীপ যাদব
(C) অ্যাডাম জাম্পা
(D) রবীন্দ্র জাদেজা

উত্তর
(A) সাকিব আল হাসান

  • টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
  • সাকিব আল হাসানের রেকর্ড এখন ১৩৬ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব এই কৃতিত্ব অর্জন করেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali