Daily Current Affairs in BengaliCurrent Affairs

1st April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

1st April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১লা এপ্রিল – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st April Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 30th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. দ্বিতীয় G20 ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ (TWG) সভা পশ্চিমবঙ্গের কোথায় ১-৩রা এপ্রিল ২০২৩-এর মধ্যে অনুষ্ঠিত হবে?

(A) দার্জিলিং
(B) শিলিগুড়ি
(C) পুরুলিয়া
(D) A ও B উভয়

উত্তর
(D) A ও B উভয়

  • ২৯টির বেশি দেশের প্রায় ৬০টি আন্তর্জাতিক প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন।
  • ৭-৯ই ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত গুজরাটের কচ্ছের রণে প্রথম পর্যটন ওয়ার্কিং গ্রুপ মিটিং সফলভাবে সমাপ্ত হয়েছিল।

২. কেন্দ্রীয় সরকার সম্প্রতি কাকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছে?

(A) রমেশ সিনহা
(B) এন কোটিশ্বর সিং
(C) রবি মালিমাঠ
(D) টি এস শিবগনাম

উত্তর
(D) টি এস শিবগনাম

  • বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসরের পর বিচারপতি শিবগ্নানাম এই পদটি গ্রহণ করলেন।
  • কলকাতা হাইকোর্ট হল ভারতের প্রাচীনতম হাইকোর্ট, যা ১৮৬২ সালের ২রা জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল।
  • পশ্চিমবঙ্গ রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলের উপর এই কোর্টের এখতিয়ার রয়েছে।

৩. সম্প্রতি কাকে চার বছরের জন্য টাটা পাওয়ারের CEO এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) শ্রীকান্ত ভেঙ্কটচারী
(B) ডাঃ প্রবীর সিনহা
(C) মনমীত কে নন্দা
(D) ললিত কুমার গুপ্ত

উত্তর
(B) ডাঃ প্রবীর সিনহা

  • তিনি এই পদে পুনঃনিযুক্ত হলেন।
  • টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড হল একটি ভারতীয় বৈদ্যুতিক ইউটিলিটি কোম্পানি যা ভারতের মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত।

৪. সম্প্রতি কে দিল্লি ইন্টারন্যাশনাল ওপেন চেস শিরোপা জিতে নিয়েছেন?

(A) ভরালী বেদব্রতে
(B) সম্পন্না রমেশ শেলার
(C) অরবিন্দ চিতাম্বরম
(D) রুদ্রাংক্ষ বালাসাহেব পাতিল

উত্তর
(C) অরবিন্দ চিতাম্বরম

  • অরবিন্দ চিতাম্বরম ৩০শে মার্চ ২০২৩-এ দিল্লি আন্তর্জাতিক ওপেন দাবা শিরোপা জিতেছেন।
  • নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জর্জিয়ার লুকা পাইচাদজে।
  • অরবিন্দ চিথাম্বরম বীরাপ্পান একজন ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার।
  • তিনি ২০১৮ এবং ২০১৯ সালে দুবার ইন্ডিয়ান চেস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।

৫. সম্প্রতি কে আবুধাবির ক্রাউন প্রিন্স নিযুক্ত হলেন?

(A) শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান
(B) শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান
(C) শেখ হাসবিন জায়েদ
(D) শেখ তাহনুন বিন জায়েদ

উত্তর
(B) শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান

  • সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার বড় ছেলে শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে আবুধাবির ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করেছেন।
  • শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান দেশটির নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।
  • শেখ তাহনুন বিন জায়েদ এবং শেখ হাসবিন জায়েদকে আবুধাবির ডেপুটি শাসক হিসেবে ঘোষণা করা হয়েছে।

৬. ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস (CCTNS) বাস্তবায়নে প্রথম স্থান পেলো কোন রাজ্য পুলিশ?

(A) কর্ণাটক পুলিশ
(B) কেরালা পুলিশ
(C) হরিয়ানা পুলিশ
(D) গুজরাট পুলিশ

উত্তর
(C) হরিয়ানা পুলিশ

  • ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস (CCTNS) বাস্তবায়নে হরিয়ানা পুলিশ সমস্ত প্রধান রাজ্য পুলিশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

৭. কাকে গ্রিসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) বিক্রম মিশ্রি
(B) গোপাল বাগলে
(C) নবীন শ্রীবাস্তব
(D) রুদ্রেন্দ্র ট্যান্ডন

উত্তর
(D) রুদ্রেন্দ্র ট্যান্ডন

  • বর্তমানে তিনি বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন।
  • তিনি বিনয় কুমারের স্থলাভিষিক্ত হবেন।

৮. ভারত ও ফিলিপাইনের মধ্যে চতুর্থ যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির বৈঠক নিম্নলিখিত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?

(A) ম্যানিলা
(B) চেন্নাই
(C) মাকাতি
(D) নতুন দিল্লি

উত্তর
(D) নতুন দিল্লি

  • উভয় দেশ প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত ২০০৬ সালের চুক্তি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করতে সম্মত হয়েছে।
  • উভয় পক্ষই প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি ডোমেনে সহযোগিতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে সম্মত হয়েছে।

৯. নিচের কোনটি ইউক্রেনের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার জন্য ১৫.৬ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে?

(A) বিশ্ব ব্যাংক
(B) IMF
(C) NNDB
(D) ADB

উত্তর
(B) IMF

  • এই ঋণটি একটি বৃহত্তর ১১৫ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সহায়তা প্যাকেজের অংশ।
  • IMF দ্বারা অনুমোদিত মোট অর্থের মধ্যে, ২.৭ বিলিয়ন ডলার অবিলম্বে ইউক্রেনের জন্য উপলব্ধ করা হচ্ছে এবং বাকি তহবিল আগামী চার বছরে মুক্তি পাওয়ার কথা।

১০. নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর কোন দেশ ICC ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে?

(A) জিম্বাবুয়ে
(B) শ্রীলংকা
(C) বাংলাদেশ
(D) ওয়েস্ট ইন্ডিজ

উত্তর
(B) শ্রীলংকা

  • সিরিজ হারের সাথে, শ্রীলঙ্কা ICC সুপার লিগের শীর্ষ আট থেকে বাদ পড়েছে যেখানে শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

১১. নিচের কোনটি ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) দ্বারা আয়োজিত অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো প্রতিযোগিতা (AIPCC) ২০২৩-এর ১৩তম সংস্করণ জিতেছে?

(A) আসাম রাইফেলস
(B) তামিলনাড়ু
(C) গুজরাট
(D) ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ

উত্তর
(D) ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ

  • কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) এবং রাজ্য পুলিশ বাহিনীর ২৪টি শীর্ষ কমান্ডো দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
  • ১১ দিনের প্রতিযোগিতাটি ২১-৩১শে মার্চ, ২০২৩ এর মধ্যে আয়োজিত হয়েছিল।
  • NSG এবং BSF এর দলগুলি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে।
  • সমস্ত রাজ্য পুলিশ বাহিনীর মধ্যে রাজস্থান পুলিশ প্রথম স্থান অর্জন করেছে।

১২. নিচের কোন সংস্থা ১লা এপ্রিল তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করে?

(A) NABARD
(B) RBI
(C) SEBI
(D) SIDBI

উত্তর
(B) RBI

  • ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) হল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থার নিয়ন্ত্রণের জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থা।
  • এটি প্রথম বিশ্বযুদ্ধের পরে অর্থনৈতিক সমস্যার জন্য ১লা এপ্রিল ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
  • ১৯২৬ সালে হিলটন ইয়াং কমিশনের সুপারিশের ভিত্তিতে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল।
  • ১লা জানুয়ারি ১৯৪৯-এ RBI এর জাতীয়করণ করা হয়েছিল।
  • গভর্নর : শক্তিকান্ত দাস

১৩. ওড়িশা দিবস বা উৎকল দিবস প্রতি বছর ১লা এপ্রিল পালিত হয়। ওড়িশা গঠিত হয় কোন সালে?

(A) ১৯২৪
(B) ১৯৪২
(C) ১৯৩৬
(D) ১৯৩০

উত্তর
(C) ১৯৩৬

  • প্রতি বছর এই দিনটি , রাজ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজ এবং পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়।
  • প্রাচীন মন্দির, যেমন জগন্নাথ পুরী মন্দির এবং কোনার্কের সূর্য মন্দির ওড়িশায় অবস্থিত।
  • ২০২৩ সালে, ১লা এপ্রিল, ওড়িশা তার ৮৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে।

১৪. ১লা এপ্রিল ২০২৩-এ, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “স্কুল চলো অভিযান ২০২৩” চালু করেছেন?

(A) গুজরাট
(B) বিহার
(C) উত্তর প্রদেশ
(D) পাঞ্জাব

উত্তর
(C) উত্তর প্রদেশ

  • এটি উত্তরপ্রদেশ বেসিক এডুকেশন কাউন্সিলের অধীনে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ১০০ শতাংশ নথিভুক্তি নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে।
  • “স্কুল চলো” ক্যাম্পেইনের অধীনে, নির্বাচিত মডেল স্কুলগুলিতে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button