Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – জুন মাস

৪১. বালাকোট এয়ারস্ট্রাইকে ব্যবহৃত হয়েছিল SPICE বোম্ব । সম্প্রতি ভারত কোন দেশের কাছ থেকে ১০০টি SPICE বোম্ব আমদানি করার জন্য ৩০০ কোটি টাকার একটি ডিল স্বাক্ষরিত করেছে ? 

(A) ফ্রান্স
(B) ইজরায়েল
(C) আমেরিকা
(D) জাপান

উত্তর :
(B) ইজরায়েল 

৪২. নিম্নলিখিত ভারতীয় NGO গুলির মধ্যে কোনটি ২০১৯ সালের জাতিসংঘের ইকুয়েটার পুরস্কার জিতেছে ?

(A) Save Life Foundation
(B) Akanksha Public Charitable Trust
(C) Swayam Shikshan Prayog
(D) Deccan Development Society

উত্তর :
(D) Deccan Development Society

৪৩. থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন 

(A) Thaksin Shinawatra
(B) Prayuth Chan-ocha
(C) Thanathorn Juangroongruangkit
(D) Prem Tinsulanonda

উত্তর :
(B) Prayuth Chan-ocha

৪৪. আমেরিকার কোন প্রাক্তন প্রেসিডেন্টকে “H. W. Bush Award” দিয়ে সম্মানিত করা হতে চলেছে ?

(A) জর্জ ডব্লিউ বুশ
(B) জিমি কার্টার
(C) বারাক ওবামা
(D) বিল ক্লিনটন

উত্তর :
(B) জিমি কার্টার

৪৫. প্রথম বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস আনুষ্ঠানিকভাবে কোন তারিখে পালন করা হয়েছে ?

(A) জুন ৭
(B) জুন ৬
(C) জুন ৮
(D) জুন ৯

উত্তর :
(A) জুন ৭ 

৪৬. কোন রাজ্য সরকার সম্প্রতি নারী নিরাপত্তার জন্য পিঙ্ক সারথি যানবাহন চালু করেছে ?

(A) কর্ণাটক
(B) কেরালা
(C) উত্তর প্রদেশ
(D) ঝাড়খণ্ড

উত্তর :
(A) কর্ণাটক

৪৭. ভারতের প্রথম কোন গ্রামে প্রায় সবাই সৌর শক্তি দ্বারা রান্না করে ?

(A) মালানা
(B) খোনোমা
(C) বাঞ্চা
(D) পুনসারি

উত্তর :
(C) বাঞ্চা

মধ্যপ্রদেশের বিটুল জেলার বাঞ্চা ৭৫ টি পরিবার সবাই গ্যাস ও কাঠে রান্না ছেড়ে সৌরি শক্তি চালিত উনুন দিয়ে রান্না শুরু করেছে


৪৮. উত্তর পূর্ব ভারতের প্রথম কোন রাজনৈতিক দল জাতীয় দলের তকমা পেলো ?

(A) National People’s Party
(B) All India United Democratic Front
(C) Hill State People’s Democratic Party
(D) Indigenous Peoples Front of Tripura

উত্তর :
(A) National People’s Party

৪৯. ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক বিভাগে চ্যাম্পিয়ন কে হয়েছেন ?

(A) ডমিনিক থিম
(B) রাফায়েল নাদাল
(C) নোভাক জোকোভিচ
(D) রজার ফেডেরার

উত্তর :
(B) রাফায়েল নাদাল 

৫০. সম্প্রতি প্রয়াত আর. ভি. জানকিরামন কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ?

(A) তামিলনাড়ু
(B) পুদুচেরী
(C) কর্ণাটক
(D) ওড়িশা

উত্তর :
(B) পুদুচেরী 



৫১. কোন ভারতীয় ব্যক্তিত্ব আমেরিকান ফিলোসোফিক্যাল সোসাইটির সদস্য হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন ?

(A) বিক্রম শেঠ
(B) রোমিলা থাপার
(C) চেতন ভগৎ
(D) অমিতাভ ঘোষ

উত্তর :
(B) রোমিলা থাপার 

৫২. ২০২১ সাল থেকে উত্তর আমেরিকার কোন দেশটি একবার মাত্র ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ?

(A) কানাডা
(B) মেক্সিকো
(C) আমেরিকা
(D) কিউবা

উত্তর :
(A) কানাডা

৫৩. ভারতের প্রথম ডাইনোসর মিউজিয়াম তথা পার্ক কোন রাজ্যে হতে চলেছে ?

(A) রাজস্থান
(B) গুজরাট
(C) হিমাচল প্রদেশ
(D) ওড়িশা

উত্তর :
(B) গুজরাট 

৫৪. কাজাখস্তানের নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন ?

(A) Amirjan Qosanov
(B) Kassym-Jomart Tokayev
(C) Daniya Yespayeva
(D) Toleutai Rakhimbekov

উত্তর :
(B) Kassym-Jomart Tokayev

৫৫. ১৭তম লোকসভার প্রোটেম ( Pro-tem) স্পিকার কে হতে চলেছেন ?

(A) শংকর লালবানী
(B) ভিরেন্দ্র কুমার
(C) বিবেক সেজাকার
(D) অনিল ফিরোজিয়া

উত্তর :
(B) ভিরেন্দ্র কুমার 

৫৬. ২০১৯ সালের বিশ্ব রক্তদাতা দিবসের ( World Blood Donor Day ) থিম কি ছিল ?

(A) Share Life, Give Blood
(B) Safe blood for all
(C) Blood Connects us All
(D) Every blood donor is a hero

উত্তর :
(B) Safe blood for all

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস।


৫৭. জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) নিম্নলিখিত কোন কেন্দ্রীয় মন্ত্রীদেরকে প্রাক্তন ছাত্র ( Alumni ) পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ?

(A) রবি শংকর প্রসাদ, ধর্মেন্দ্র প্রধান
(B) নিতিন গাদকারি, পিযুষ গোয়াল
(C) নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর
(D) রমেশ পোখরিয়াল, প্রকাশ জাভেদকার

উত্তর :
(C) নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর

৫৮. কোন SCO ( Shanghai Cooperation Organization ) সদস্যকে কিরগিজস্তানের সর্বোচ্চ জাতীয় পুরস্কার “Manas Order of the First Degree” প্রদান করা হয়েছে?

(A) ইমোমালী রামমন
(B) ভ্লাদিমির পুতিন
(C)  নরেন্দ্র মোদী
(D) জি জিংপিং

উত্তর :
(D) জি জিংপিং 

৫৯. “ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস” – এর ২০১৯ সালের গ্লোবাল পিস ইনডেক্স (GPI ) এ ভারতের অবস্থান কততম ?

(A) ১৪০
(B) ১৫২
(C) ১৪১
(D) ১৩৬

উত্তর :
(C) ১৪১

১- আইসল্যান্ড

দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে ভুটান – ১৫ , শ্রীলঙ্কা – ৭২, নেপাল – ৭৬, বাংলাদেশ – ১০১, পাকিস্তান – ১৫৩

সবচেয়ে পেছনে রয়েছে আফগানিস্থান  ।


৬০. ২০১৯ সালের  BBC ওয়ার্ল্ড সার্ভিস গ্লোবাল চ্যাম্পিয়ন পুরস্কারে কোন ভারতীয় NGO কে ভূষিত করা হয়েছে ?

(A) আর্থ ভারত
(B) চেতনা
(C) অক্ষয় পাত্র
(D) সেভ লাইফ ফাউন্ডেশন

উত্তর :
(C) অক্ষয় পাত্র

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button