Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – জুন মাস

Current Affairs 2019 – June Month

১. প্রথম কোন স্পিনার বিশ্বকাপের প্রথম ওভারে বল করলেন ?

(A) ডেল স্টেইন
(B) হাসিম আমলা
(C) মন্টি পানেসার
(D) ইমরান তাহির

উত্তর :
(D) ইমরান তাহির

দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির ২০১৯ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রথম ওভারে ইংল্যান্ডের বিরুদ্ধে বল করেছেন ।


২. কোন রাজ্য সরকার সম্প্রতি অনলাইন ফুড ডেলিভারিতে হাইজিন রেটিং না থাকলে হোম ডেলিভারি বন্ধ করে দিয়েছে ?

(A) পাঞ্জাব
(B) মহারাষ্ট্র
(C) কেরালা
(D) বিহার

উত্তর :
(A) পাঞ্জাব 

৩. কোন রাজ্য সরকার রাজ্যে তামাক নিয়ন্ত্রণের জন্য ২০১৯ সালে WHO থেকে পুরস্কার পেলো ?

(A) ঝাড়খন্ড
(B) অন্ধ্রপ্রদেশ
(C) রাজস্থান
(D) হরিয়ানা

উত্তর :
(C) রাজস্থান 

৪. সম্প্রতি হক জেট ( Hawk jet ) চালানেন প্রথম কোন মহিলা ফাইটার পাইলট ?

(A) অবনী চতুর্বেদী
(B) ভাবনা কান্থ
(C) মোহানা সিং
(D) প্রিয়া সিং

উত্তর :
(C) মোহানা সিং 

৫. পৃথিবীর দক্ষিণতম শহর পুয়ের্তো উইলিয়ামস কোন দেশে অবস্থিত ?

(A) ইকুয়েডর
(B) পেরু
(C) আর্জেন্টিনা
(D) চিলি

উত্তর :
(D) চিলি

চিলি সম্প্রতি পুয়ের্তো উইলিয়ামস দ্বীপটিকে শহর ঘোষণা করায় এটি বর্তমানে পৃথিবীর দক্ষিণতম শহরে পরিণত হয়েছে ।


৬. ভারতের পার্লামেন্টের ইতিহাসে এখনো পর্যন্ত কনিষ্ঠতম সদস্য হলেন 

(A) জোথিমনি এস
(B) চন্দ্রানী মুর্মু
(C) রাম্যা হরিদাস
(D) মিমি চক্রবর্তী

উত্তর :
(B) চন্দ্রানী মুর্মু 

৭. ২০২০ সালের জাতীয় বিজ্ঞান চলচিত্র উৎসব কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে ?

(A) আগরতলা
(B) ভুবনেশ্বর
(C) মোহালি
(D) লখনৌ

উত্তর :
(A) আগরতলা 

৮. ভারতের নতুন স্বরাষ্ট্র মন্ত্রী হলেন

(A) রাজনাথ সিং
(B) অমিত শাহ
(C) সুষমা স্বরাজ
(D) এস. জয়শঙ্কর

উত্তর :
(B) অমিত শাহ

৯. ভারতের নতুন অর্থমন্ত্রী হলেন

(A) নির্মলা সীতারামান
(B) অরুন জেটলি
(C) স্মৃতি ইরানী
(D) অমিত শাহ

উত্তর :
(A) নির্মলা সীতারামান

১০. ভারতের ২০১৭-২০১৮ সালে মাসিক পার ক্যাপিটা ( Per Capita )আয় কত ছিল ?

(A) ৯৫০০
(B) ৯৮০০
(C) ৯৭৮০
(D) ৯৫৮০

উত্তর :
(D) ৯৫৮০



১১. বিশ্ব দুগ্ধ দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) জুন ১
(B) জুন ৫
(C) জুন ৩
(D) জুন ৯

উত্তর :
(A) জুন ১

১২. ভারতে ট্রু কলারের ( Truecaller) ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন 

(A) অরুন সারিন
(B) সন্দীপ পাটিল
(C) অভিষেক মাহেশ্বরী
(D) ভাবিস আগারওয়াল

উত্তর :
(B) সন্দীপ পাটিল

১৩. ভারতের একমাত্র ওরাং ওটাং সম্প্রতি ওড়িশার নন্দনকাননে মারা গেল । এটির নাম ছিল

(A) সানি
(B) মিনি
(C) বিনি
(D) রিনি

উত্তর :
(C) বিনি

১৪. পাপুয়া নিউগিনীর নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন ?

(A) সিরিল রামাপসা
(B) জেমস মারাপে
(C) পিটার ও নেইল
(D) ডন পোলয়ে

উত্তর :
(B) জেমস মারাপে

১৫. দেবী অহল্যা বাই হোলকার বিমানবন্দরটিকে সম্প্রতি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হলো । এটি ভারতের কোন শহরে অবস্থিত ?

(A) ভোপাল
(B) ইন্দোর
(C) রায়পুর
(D) জবলপুর

উত্তর :
(B) ইন্দোর

১৬. ভারতের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor ) কাকে নিযুক্ত করা হয়েছে ?

(A) রাজীব মাথুর
(B) দিনেশ্বর শর্মা
(C) রাজীব জৈন
(D) অজিত দোভাল

উত্তর :
(D) অজিত দোভাল 

১৭. ২০১৯ সালের চ্যাম্পিয়নস লীগ ট্রফি কোন ফুটবল দল জিতেছে ?

(A) এফ.সি. বার্সেলোনা
(B) টটেনহ্যাম হটসপুর
(C) লিভারপুল এফ.সি.
(D) রিয়েল মাদ্রিদ

উত্তর :
(C) লিভারপুল এফ.সি.

ফাইনালে লিভারপুল এফ.সি. ২-০ তে টটেনহ্যাম হটসপুরকে হারিয়ে দেয়


১৮. কোন হাইকোর্ট সম্প্রতি জন্তুদের আইনী ব্যক্তি হিসাবে স্বীকৃতি দিয়েছে ?

(A) দিল্লি হাইকোর্ট
(B) মাদ্রাজ হাইকোর্ট
(C) পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট
(D) বোম্বে হাইকোর্ট

উত্তর :
(C) পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট

১৯. ভারতের কোন রাষ্ট্রপতি সম্প্রতি মেক্সিকোর সর্বোচ্চ অসামরিক নাগরিকের পুরস্কার পেয়েছেন ?

(A) প্রণব মুখার্জি
(B) এ পি জে আব্দুল কালাম
(C) প্রতিভা পাটিল
(D) রামনাথ কোবিন্দ

উত্তর :
(C) প্রতিভা পাটিল 

২০. নবগঠিত জলশক্তি মন্ত্রকের দায়িত্ব নিলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

(A) গিরিরাজ সিং
(B) গজেন্দ্র সিং শেখাওয়াত
(C) মহেন্দ্র নাথ পান্ডে
(D) প্রহ্লাদ জোশী

উত্তর :
(B) গজেন্দ্র সিং শেখাওয়াত

To check our latest Posts - Click Here

1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button