বিভিন্ন দেশের জাতীয় ফল তালিকা PDF – National Fruits of Different Countries
National Fruits of Different Countries

বিভিন্ন দেশের জাতীয় ফল তালিকা PDF
প্রিয় পাঠকেরা, আজকে আমরা দেখে নেবো বিভিন্ন দেশের জাতীয় ফল তালিকা । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই টপিক থেকে মাঝে মধ্যেই অনেক প্রশ্ন এসে থাকে – যেমন আমেরিকার জাতীয় ফল কি ? বা চীনের জাতীয় ফল কি ? আবার অনেকক্ষেত্রে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে । যেমন কোন দেশের জাতীয় ফল কাঁঠাল ? তাই এই পোস্টে সুন্দর করে এই সমস্ত তথ্য তুলে ধরা হল ।
কোন দেশের জাতীয় ফল কি
দেশভিত্তিক জাতীয় ফলের তালিকা দেওয়া রইলো ।
| নং | দেশ | জাতীয় ফল |
|---|---|---|
| ১ | ভারত | আম |
| ২ | বাংলাদেশ | কাঁঠাল |
| ৩ | চীন | কিউই |
| ৪ | জাপান | লিচু |
| ৫ | শ্রীলংকা | কাঁঠাল |
| ৬ | নেপাল | রাস্পবেরি |
| ৭ | ইংল্যান্ড | আপেল |
| ৮ | পাকিস্তান | আম ও পেয়ারা |
| ৯ | মেক্সিকো | অ্যাভোকাডো |
| ১০ | পোল্যান্ড | কলা |
| ১১ | অষ্ট্রিয়া | আপেল |
| ১২ | ফিলিপাইন | আম |
| ১৩ | আর্মেনিয়া | এপ্রিকট |
| ১৪ | জার্মানি | আপেল |
| ১৫ | আজারবাইজান | বেদানা |
| ১৬ | ব্রাজিল | কাপুয়াকু |
| ১৭ | ইরান | বেদানা |
| ১৮ | মালয়েশিয়া | পেঁপে |
| ১৯ | মার্কিন যুক্তরাষ্ট্র | ব্লুবেরি |
| ২০ | স্পেন | আঙুর |
| ২১ | ইন্দোনেশিয়া | ডুরিয়ান |
| ২২ | সিঙ্গাপুর | ডুরিয়ান |
| ২৩ | কানাডা | ব্লুবেরি |
| ২৪ | অস্ট্রেলিয়া | রিবেরি |
| ২৫ | হাইতি | আম |
| ২৬ | জামাইকা | একি |
জাতীয় ফল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
কোন দেশের জাতীয় ফল কি – এই টপিকটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া রইলো ।
আমেরিকার জাতীয় ফল কি ?
আমেরিকার জাতীয় ফল হলো ব্লুবেরি ।
চীনের জাতীয় ফল কি?
চীনের জাতীয় ফল কিউই ।
বাংলাদেশের জাতীয় ফল কি ?
বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল ।
ভারতের জাতীয় ফল কি ?
ভারতের জাতীয় ফল আম।
নেপালের জাতীয় ফল কোনটি ?
নেপালের জাতীয় ফল রাস্পবেরি
পাকিস্তানের জাতীয় ফল কি
পাকিস্তানের জাতীয় ফল আম (গ্রীষ্মকালীন ) ও পেয়ারা (শীতকালীন )।
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name: বিভিন্ন দেশের জাতীয় ফল তালিকা PDF – National Fruits of Different Countries – বাংলা কুইজ
- File Size: 1.1 MB
- No. of Pages: 02
- Format: PDF
- Language: Bengali
আমাদের এই পোস্টগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ধ্যনবাদ ।
To check our latest Posts - Click Here








