সাম্প্রতিকী – ২০১৮ সেপ্টেম্বর মাস
৮১. পঞ্চম এশিয়ান প্যারা গেমস ২০২৬ সালে কোন শহরে হতে চলেছে ?
(A) নিউ দিল্লি
(B) নাগোয়া
(C) হংকং
(D) জাকার্তা
- ২০২৬ – নাগোয়া , জাপান
- ২০২২ – হাংজহু, চীন
- ২০১৮ – জাকার্তা, ইন্দোনেশিয়া
৮২. নেপাল ট্যুরিজমের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কোন ভারতীয় ব্যক্তিত্বকে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে ?
(A) জয়া প্রদা
(B) অক্ষয় কুমার
(C) নাসিরউদ্দিন শাহ
(D) রভীনা ট্যান্ডন
৮৩. স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL)-এর নতুন নিযুক্ত চেয়ারম্যান কে নিযুক্ত হলেন ?
(A) ভি. গোপী সুরেশ কুমার
(B) অনিল কুমার চৌধুরী
(C) পি. কে. রথ
(D) সরস্বতী প্রসাদ
৮৪. কোন দেশটি বাঘের জনসংখ্যা দ্বিগুণ করে বিশ্বে রেকর্ড স্থাপন করলো ?
(A) ভারত
(B) নেপাল
(C) বাংলাদেশ
(D) মায়ানমার
৮৫. নীচের দেশগুলির মধ্যে কোনটি সম্প্রতি হায়ফা (Haifa ) যুদ্ধের শতবর্ষ উদযাপন করেছে ?
(A) ইজরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত
(B) ভারত ও ইজরায়েল
(C) ভারত ও আফগানিস্থান
(D) পাকিস্তান ও ইরান
২৩শে সেপ্টেম্বর, ১৯১৮ সালে, মাইশোর, হায়দ্রাবাদ এবং যোধপুর ল্যান্সারের ভারতীয় সৈন্যরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হাইফা মুক্ত করেছিল |
৮৬. ২০১৮ সালের মহিলা বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা কোন দেশ আয়োজন করতে চলেছে ?
(A) ইন্দোনেশিয়া
(B) ভারত
(C) জাপান
(D) ফ্রান্স
৮৭. আয়ুষ্মান ভারত-জাতীয় স্বাস্থ্য সুরক্ষা মিশন সম্প্রতি কোন শহর থেকে শুরু হল ?
(A) রায়পুর
(B) জয়পুর
(C) ভোপাল
(D) রাঁচী
৮৮. ২০১৮ সালের মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে কে জিতেছেন ?
(A) মোহাম্মদ ওয়াহিদ হাসান
(B) আব্দুল্লাহ ইয়ামীন
(C) ইব্রাহিম মোহাম্মদ সোলিহ
(D) মোহাম্মদ নাশিদ
৮৯. Ministry of Housing and Urban Affairs (MoHUA) দ্বারা প্রকাশিত “2018 Ease of Living Index”-এ ভারতের কোন রাজ্য শীর্ষ স্থানে রয়েছে ?
(A) তামিলনাড়ু
(B) মধ্যপ্রদেশ
(C) উড়িষ্যা
(D) অন্ধ্রপ্রদেশ
৯০. বিশ্ব শান্তি দিবস কবে পালন করা হয় ?
(A) সেপ্টেম্বর ১৯
(B) সেপ্টেম্বর ১৪
(C) সেপ্টেম্বর ২১
(D) সেপ্টেম্বর ২৯
২০১৮ সালের থিম ছিল “The Right to Peace – The Universal Declaration of Human Rights at 70 ”
৯১. কোন মেট্রো সম্প্রতি ভারতে দ্বিতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক হয়ে উঠেছে?
(A) কলকাতা মেট্রো
(B) মুম্বাই মেট্রো
(C) হায়দ্রাবাদ মেট্রো
(D) দিল্লি মেট্রো
প্রথম – দিল্লি মেট্রো
৯২. কাকে সম্প্রতি ২০১৮ সালে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড় ( Best FIFA Men’s Player ) হিসাবে FIFA ঘোষণা করলো ?
(A) লিওনেল মেসি
(B) লুকা মদ্রিচ
(C) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
(D) মোহাম্মদ সালাহ
৯৩. সম্প্রতি জাতিসংঘ কোন দশকটিকে ( Decade ) নেলসন মেন্ডেলা শান্তির দশক (Nelson Mandela Decade of Peace ) হিসাবে ঘোষণা করলো ?
(A) ২০১৯ থেকে ২০২৮
(B) ২০২০ থেকে ২০২৯
(C) ২০২১ থেকে ২০৩০
(D) ২০২২ থেকে ২০৩১
৯৪. বিখ্যাত ইন্দ্র যাত্রা উৎসব ২০১৮ সালে কোন দেশে শুরু হতে চলেছে ?
(A) ভারত
(B) ভুটান
(C) নেপাল
(D) শ্রীলঙ্কা
৯৫. দূষণ নিয়ন্ত্রণ করার জন্য সম্প্রতি কেন্দ্র সরকার ট্রাফিক জংশনগুলোতে কোন যন্ত্র লাগানোর কথা ঘোষণা করেছে ?
(A) VAYU
(B) WAYU
(C) VAN
(D) MANUSH
৯৬. কোন দেশে ‘গান্ধী মার্চ’ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত?
(A) নেদারল্যান্ডস
(B) অস্ট্রেলিয়া
(C) দক্ষিণ আফ্রিকা
(D) কেনিয়া
৯৭. জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশগত সম্মান ‘Champions of the Earth 2018’ কোন ভারতীয় ব্যক্তিত্বকে ভূষিত করা হয়েছে ?
(A) সোনাম ওয়াংচুক
(B) মেনকা গান্ধী
(C) চন্দী প্রসাদ ভট্ট
(D) নরেন্দ্র মোদী
৯৮. প্রথম কোন দেশটি সফলভাবে একটি রোবোটিক রোভারকে গ্রহাণু রয়ুগু ( Ryugu ) – তে ল্যান্ড করিয়েছে ?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) চীন
(C) জাপান
(D) ফ্রান্স
৯৯. স্মার্ট সিটি এক্সপো ইন্ডিয়া ২০১৮ – সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
(A) নয়া দিল্লি
(B) জয়পুর
(C) ভোপাল
(D) পুনে
১০০. টি.বি. রোগটি নির্মূল করার জন্য ভারত কোন দেশের সঙ্গে জোট গঠন করেছে ?
(A) ভুটান
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) ফ্রান্স
(D) নেপাল
To check our latest Posts - Click Here