Bengali MythologyQuiz

বাংলা মিথোলজি – সেট ১২

Bengali Mythology – Set 12

১. যুধিষ্ঠিরের শঙ্খের নাম কি ?

উত্তর :
অনন্তবিজয়

২. গঙ্গার অপর নাম জাহ্নবী কেন ?

উত্তর :
জনহুমুনি গঙ্গাকে তাঁর জানুর মধ্যে আটকে রেখেছিলেন বলে

৩. শকুন্তলার স্বামীর নাম কি ?

উত্তর :
দুস্মন্ত

৪. শকুন্তলার পুত্র কে ? তিনি আজও বিখ্যাত কেন ?

উত্তর :
রাজা ভরত | ভারতবর্ষ তাঁর নামানুসারে হয়েছে |

৫. দেবরাজ ইন্দ্রের রাজধানীর নাম কি ?

উত্তর :
অমরাবতী

৬. নারায়ণের গদার নাম কি ?

উত্তর :
কৌমুদী

৭. কোন রাজা তাঁর দানের দক্ষিণা দিতে গিয়ে নিজের স্ত্রী ও পুত্রকে বিক্রি করেছিলেন ?

উত্তর :
রাজা হরিশ্চন্দ্র

৮. তোতাপাখি কোন দেবতার বাহন ?

উত্তর :
কামদেব

৯. বিশ্বামিত্রের শাপে শিলায় পরিণত হন কে ?

উত্তর :
অপ্সরা রম্ভা

১০. মাতলি কার সারথি ছিলেন ?

উত্তর :
ইন্দ্রের

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button