সাম্প্রতিকী – ২০১৮ জুন মাস

৪১. রেলওয়ে মন্ত্রণালয় সম্প্রতি যাত্রীদের অভিযোগ দ্রুত নিস্পত্তি করার জন্য কম মোবাইল অ্যাপটি চালু করলো ?
(A) রেল সাথী
(B) রেল দোস্ত
(C) রেল মদদ
(D) রেল নি
৪২. কোন রাজ্য সরকার কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচী “সংস্কার” চালু করলো ?
(A) উত্তর প্রদেশ
(B) পশ্চিমবঙ্গ
(C) অসম
(D) কেরল
৪৩. কর্মক্ষেত্রে নারীদের যোগব্যায়ামের সুবিধা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য কেন্দ্রীয় সরকার কোন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন ?
(A) #YogaFor10to6
(B) #YogaFor9to5
(C) #YogaFor10to5
(D) #YogaFor9to6
৪৪. ২০১৮ সালের উমাখানোভ মেমোরিয়াল টুর্নামেন্টে স্বর্ণপদক জয়ী সোয়েটি বুরা কোন খেলার সাথে জড়িত ?
(A) দাবা
(B) কুস্তি
(C) সাঁতার
(D) বক্সিং
৪৫. ২০১৮ সালের International Conference on Information and Communication Technology (ICT) কোন দেশ আয়োজন করবে ?
(A) ব্রাজিল
(B) ভারত
(C) নেপাল
(D) দক্ষিণ আফ্রিকা
৪৬. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনগুলি ২৩ তম ফিফা বিশ্বকাপ ২০২৬ – এর আয়োজন করবে ?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো
(B) ব্রাজিল, চিলি এবং আর্জেন্টিনা
(C) ব্রাজিল, মেক্সিকো এবং স্পেন
(D) থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম
৪৭. জাপান এর মর্যাদাপূর্ণ “নিক্কেই এশিয়া পুরস্কার”-এর ‘সংস্কৃতি ও কমিউনিটি’ বিভাগে কোন ভারতীয় ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে ?
(A) বিন্দেশ্বর পাঠক
(B) নারায়ণ মূর্তি
(C) রবি শংকর প্রসাদ
(D) নরেন্দ্র মোদি
৪৮. কয়লা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব কে গ্রহণ করেছেন ?
(A) সুশিল কুমার
(B) ইন্দের জিৎ সিং
(C) অনিল জি মুকিম
(D) কৃষ্ণ কে মূর্তি
৪৯. কোন রাজ্য সরকার জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য ‘water literacy’ অভিযান শুরু করেছে ?
(A) গুজরাট
(B) রাজস্থান
(C) কেরালা
(D) ওড়িশা
৫০. “Down To Earth ” ম্যাগাজিন অনুযায়ী ২০১৮ সালের “গ্লোবাল এনভায়রনমেন্ট পারফরমেন্স ইনডেক্স” -এ ভারতের স্থান কততম ?
(A) ১৬৫ তম
(B) ১৭৭ তম
(C) ১৩৮ তম
(D) ১২৬ তম
৫১. ১০৬ তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস (ISC-2019) এর আয়োজন করলো কোন শহর ?
(A) ভোপাল
(B) জয়পুর
(C) পাটনা
(D) জলন্ধর
৫২. পুদুচেরির প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?
(A) গীতা শ্রীবাস্তব
(B) মৃনালী শর্মা
(C) এস. সুন্দরী নন্দা
(D) কোয়েল মেহতা
৫৩. ইংল্যান্ডের কিয়া সুপার লিগে ভারতের প্রথম কোন ক্রিকেটের খেলতে চলেছে ?
(A) স্মৃতি মান্ধানা
(B) হারমানপ্রীত কৌর
(C) মিথালি রাজ্
(D) ঝুলান গোস্বামী
৫৪. দক্ষিণ ভারত থেকে প্রথম মহিলা যিনি ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF) এর যোদ্ধা পাইলট হয়েছেন –
(A) অশিষ্টা সিংহ
(B) ভানুপ্রিয়া
(C) ভাবনা কাঁথ
(D) মেঘনা সাংবফ
৫৫. বন্যা পূর্বাভাসের জন্য কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রণালয় কোন কোম্পনির সাথে কাজ করছে –
(A) ফেসবুক
(B) গুগল
(C) মাইক্রোসফট
(D) উইপ্রো
৫৬. কোন প্রযুক্তি দৈত্য সম্প্রতি ভারতে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচী চালু করার কথা ঘোষণা করেছে ?
(A) গুগল
(B) ফেসবুক
(C) টুইটার
(D) ইনফোসিস
৫৭. ফেমিনা মিস ইন্ডিয়া ইন্ডিয়া ২০১৮ এর শিরোপা জিতেছেন
(A) শ্রেয়া রাও
(B) অনুকৃতি ভাস
(C) মীনাক্ষী চৌধুরী
(D) নীলম খুররানা
৫৮. “Assumption Island ” সম্প্রতি খবর আসে | এটি কোন দেশে অবস্থিত ?
(A) সিচিলিস
(B) দক্ষিণ আফ্রিকা
(C) জিম্বাবুয়ে
(D) বোতসওয়ানা
এটি সম্প্রতি একটি সংবাদে এসেছে কারণ দ্বীপের একটি ভারতীয় সামরিক বেসের চুক্তি ‘মৃত’ হিসাবে ঘোষণা করা করেছেন সিচিলিসের প্রেসিডেন্ট ড্যানি ফাউর।
৫৯. কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে ?
(A) এনরিক গিল বোটারো
(B) জুয়ান ম্যানুয়েল সান্তোস
(C) ইভান ডুক মারকুজ
(D) গুস্তাভো পেট্রো
৬০. কোন G7 দেশটি সম্প্রতি মারিজুয়ানার বিনোদনমূলক ব্যবহার দেশব্যাপী বৈধ করলো ?
(A) ফ্রান্স
(B) জার্মানি
(C) কানাডা
(D) ইউনাইটেড কিংডম
To check our latest Posts - Click Here
পুরো মাসের কবে বেরোবে ?
nice
Thank you