Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৮৪ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 284

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৮৪

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪৩৩১. বাল গঙ্গাধর তিলক কোন বিখ্যাত ব্যক্তিত্বকে “ভারতের হিরে” বা “Diamond of India” বলে সম্বোধন করেছিলেন ?

(A) মহাত্মা গান্ধী
(B) নেতাজি সুভাষচন্দ্র বসু
(C) লালা লাজপত রায়
(D) গোপাল কৃষ্ণ গোখলে 

উত্তর :
(D) গোপাল কৃষ্ণ গোখলে 

৪৩৩২. প্রথম কম্পিউটার ভাইরাসের নাম –

(A) Creeper Virus
(B) Elk Virus
(C) SCA Virus
(D) Rabbit Virus

উত্তর :
(A) Creeper Virus

৪৩৩৩. নীচের কোনটি ভাইরাস ঘটিত রোগ –

(A) টাইফয়েড
(B) কলেরা
(C) ফুড পয়জনিং
(D) মাম্পস

উত্তর :
(D) মাম্পস

দেখে নাও বিভিন্ন রোগ ও তাদের জীবাণু – Click Here 


৪৩৩৪. “ছু ফাট” ভারতের কোন রাজ্যের নৃত্য ?

(A) মেঘালয়
(B) সিকিম
(C) নাগাল্যান্ড
(D) গোয়া

উত্তর :
(B) সিকিম

দেখে নাও ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের তালিকা – Click Here 


৪৩৩৫. ভারতে কোনো বিপর্যয়ের সময় উদ্ধার কাজের দায়িত্বে NDRF এর দল। এই  NDRF কথার পুরো অর্থ কী?

(A) National Disaster Relief Fund
(B) National Disaster Recovery Fund
(C) National Disaster Response Force
(D) National Disaster Rescue Force

উত্তর :
(C) National Disaster Response Force

NDRF প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে Disaster Management Act,২০০৫ অনুসারে ।


৪৩৩৬. সম্প্রতি আর বি আই এর (RBI) কোন প্রাক্তন গভর্নরের লেখা বই “Overdraft: Saving the Indian Saver” প্রকাশিত হল?

(A) উর্জিত প্যাটেল
(B) রঘুরাম রাজন
(C) ডক্টর মনমোহন সিংহ
(D) বিমল জালান

উত্তর :
(A) উর্জিত প্যাটেল


৪৩৩৭. Somniloquist বলতে বোঝায় –

(A) যে দুই হতে লিখতে পারে
(B) যে ঘুমন্ত অবস্থায় কথা বলে
(C) যে ঘুমন্ত অবস্থায় হাঁটাচলা করে
(D) যে বাম হাতে লিখতে পারে

উত্তর :
(B) যে ঘুমন্ত অবস্থায় কথা বলে

৪৩৩৮. স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেছিলেন –

(A) জওহরলাল নেহেরু
(B) আরকে শন্মুখম চেট্টি
(C) কৈলাশ নাথ
(D) সি ডি দেশমুখ

উত্তর :
(B) আরকে শন্মুখম চেট্টি

৪৩৩৯. আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলি নোবেল গ্যাস রয়েছে ?

(A)
(B) ১০
(C)
(D)

উত্তর :
(D)

পর্যায় সারণীর ১৮তম শ্রেণীর মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলে। একে অষ্টম শ্রেণী, হিলিয়াম পরিবার বা নিয়ন পরিবার নামেও অভিহিত করা হয়।

দেখে নাও পর্যায় সারণির বিভিন্ন ধরণের মৌলের বিবরণ – Click Here


৪৩৪০. ‘Save Silent Valley’- আন্দোলনের সাথে ভারতের কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত ?

(A) কেরালা
(B) মেঘালয়
(C) জম্মু ও কাশ্মীর
(D) ত্রিপুরা

উত্তর :
(A) কেরালা

আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button