প্রশ্নোত্তরে ভারতীয় রেল । Q&A on Indian Railways
All About Indian Railways-Questions & Answers

৬১. পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর কোথায়?
৬২. পশ্চিম রেলের সদর দপ্তর কোথায়?
৬৩. মুগলসরাই জংশনের নাম সম্প্রতি পরিবর্তিত করে রাখা হয়েছে –
৬৪. মুগলসরাই জংশনের নাম পরিবর্তন করে “দিন দয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন” নাম করা হয়েছে। এই স্টেশনটি কোন রাজ্যে অবস্থিত ?
৬৫. ভারতের নবীনতম রেলওয়ে জোন কোনটি ?
দক্ষিণ উপকূল রেলওয়ে ( South Coast Railway )
৬৬. প্রথম কোন রেলস্টেশনে ভারতিয় রেল যাত্রীদের পাশাপাশি সাধারণ জনগণের ব্যবহারের জন্য ভারতীয় রেলওয়ে প্রথম ‘রেস্তোঁরা অন হুইলস (Restaurant on Wheels )’ চালু করেছে ?
আসানসোল রেলস্টেশন
৬৭. ভারতীয় রেলওয়ের কোন জোনটি অসংরক্ষিত যাত্রীদের জন্য বায়োমেট্রিক টোকেন সিস্টেম চালু করেছে ?
পশ্চিম রেলওয়ে
৬৮. ভারতীয় রেলওয়ে প্রথম কোন রেল স্টেশনে বাচ্চাদের জন্য ‘মজাদার অঞ্চল (Fun Zone )’ চালু করেছে ?
বিশাখাপত্তনম
৬৯. কোন ভারতীয় রেলওয়ে জোনটি দীর্ঘতম ইলেকট্রাইফাইন্ড রেলওয়ে সুড়ঙ্গ চালু করেছে ?
দক্ষিণ মধ্য রেলওয়ে
৭০. ভারতীয় রেলওয়ে জোনগুলোর মধ্যে পরিচ্ছন্নতম কোনটি ?
দক্ষিণ রেল
৭১. ট্রেনের ত্রুটি ধরতে ভারতীয় রেলওয়ে কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন কোন রোবট শুরু করেছে?
‘USTAAD’ – Undergear Surveillance Through Artificial Intelligence Assisted Droid.
৭২. ভারতীয় রেলওয়ের কোন মোবাইল এপ্লিকেশন থেকে গোটা ভারতজুড়ে অসংরক্ষিত টিকিট কাটা যায়?
UTS Mobile
৭৩. রেলওয়ে রিক্রুটমেন্ট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
১৯৯৮ খ্রিস্টাব্দে
৭৪. দুটি রেলওয়ে ট্র্যাক জোড়া লাগাতে কি ব্যবহার করা হয়?
ফিশপ্লেট ব্যবহার করা হয়
৭৫. ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে কোথায় ?
ভদোদরায়
প্রশ্নোত্তরে ভারতীয় রেল ভালো লাগলে ,
আরো দেখে নাও : রেলওয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নোটস
ভারতীয় রেলওয়ে সম্পর্কিত ২১টি আশ্চর্য তথ্য যা সম্ভবত আপনি জানেন না
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা
To check our latest Posts - Click Here
Nice
Thank you for your valuable feedback.
Please do subscribe to our blog for more updates on upcoming posts.
Fine