বিভিন্ন রাজবংশের প্রথম, শেষ ও শ্রেষ্ঠ সম্রাট
First and last king of Important Indian dynasties
বিভিন্ন রাজবংশের প্রথম, শেষ ও শ্রেষ্ঠ সম্রাট
প্রিয় পাঠকেরা, আজকের তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ভারতের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক – ভারতের কিছু গুরুত্বপূর্ণ রাজবংশের প্রথম, শেষ এবং শ্রেষ্ঠ রাজাদের তথ্য নিয়ে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই কোনো একটি রাজবংশের নাম দিয়ে জানতে চাওয়া হয় সেই রাজবংশের প্রতিষ্ঠাতা বা শ্রেষ্ঠ রাজা বা শেষ রাজা কে। নিচে এই সম্বন্ধীয় একটি তালিকা দেওয়া রইলো। একবার চোখ বুলিয়ে নিলে খুব সহজে এই তথ্য গুলো মনে রাখা সম্ভব।
ভারতের বিভিন্ন রাজবংশ, প্রতিষ্ঠাতা, শেষ ও শ্রেষ্ঠ সম্রাটের নামের তালিকা
ভারতের বিভিন্ন রাজবংশ তালিকা, ভারতের বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য ও তাদের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজা তালিকা নিচে সুন্দর করে দেওয়া রইলো।
বংশ | প্রতিষ্ঠাতা | শেষ রাজা | শ্রেষ্ঠ রাজা |
---|---|---|---|
হর্যঙ্ক | বিম্বিসার | নাগদশক | অজাতশত্রু |
শিশুনাগ | শিশুনাগ | কালাশোক | কালাশোক |
নন্দ | মহাপদ্মনন্দ | ধননন্দ | ধননন্দ |
মৌর্য | চন্দ্রগুপ্ত মৌর্য | বৃহদ্রথ | অশোক |
রাষ্ট্রকুট | দন্তি দুর্গ | চতুর্থ অমোঘবর্ষ | তৃতীয় কৃষ্ণ |
কুষাণ | কুজুল কদফিসিস | বাসুদেব | কনিষ্ক |
সাতবাহন | সিমুক | যজ্ঞশ্রী সাতকর্ণী | গৌতমীপুত্র সাতকর্ণী |
গুপ্ত | শ্রীগুপ্ত | দ্বিতীয় জীবিত গুপ্ত/ বিষ্ণুগুপ্ত | সমুদ্রগুপ্ত |
পুষ্যভূতি | প্রভাকর বর্ধন | হর্ষবর্ধন | হর্ষবর্ধন |
পাল | গোপাল | মদনপাল | ধর্মপাল |
সেন | সামন্ত সেন | কেশব সেন | বল্লাল সেন |
চালুক্য | প্রথম পুলকেশী | দ্বিতীয় কীর্তিবর্মন | দ্বিতীয় পুলকেশী |
পল্লব | শিবস্কন্ধবর্মন | অপরাজিত বর্মন | নরসিংহবর্মন |
চোল | কারিকল/ বিজয়ালয় | তৃতীয় রাজেন্দ্র চোল | রাজেন্দ্র চোল |
বাহমনী | আলাউদ্দিন বাহমন শাহ | কালিমউল্লাহ শাহ | মামুদ গাওয়ান |
দাস | কুতুবুদ্দিন আইবক | কায়কোবাদ | ইলতুৎমিস |
খলজী | জালালুদ্দিন খলজী | মুবারক শাহ খলজী | আলাউদ্দিন খলজী |
তুঘলক | গিয়াসুদ্দিন তুঘলক | নাসিরুদ্দিন মামুদ শেষ | ফিরোজ শাহ তুঘলক |
সৈয়দ | খিজির খাঁ | আলম শাহ | মুবারক শাহ |
লোদী | বহলুল লোদী | ইব্রাহীম লোদী | সিকান্দার লোদী |
মুঘল | বাবর | দ্বিতীয় বাহাদুর শাহ | আকবর |
* কিছু কিছু পরীক্ষায় গুপ্ত বংশের শেষ সম্রাট হিসেবে দ্বিতীয় জীবিত গুপ্ত আবার কিছু কিছু পরীক্ষায় বিষ্ণুগুপ্ত ধরা হয়েছে| তাই এখানে দুটোই দেওয়া রয়েছে | ** চোল বংশের প্রতিষ্ঠাতা কখনো কারিকল আবার কখনো বিজয়ালয় ধরা হয়| তাই দুটোই দেওয়া রয়েছে |
আরো দেখে নাও :
ভারতে আগত বিদেশী পর্যটকগণ | List of Foreign Travelers
শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা ( PDF )
গুরুত্বপূর্ণ সংবাদপত্র | Historical Newspaper of India | PDF
To check our latest Posts - Click Here