General Knowledge Notes in BengaliHistory Notes

বিভিন্ন রাজবংশের প্রথম, শেষ ও শ্রেষ্ঠ সম্রাট

First and last king of Important Indian dynasties

বিভিন্ন রাজবংশের প্রথম, শেষ ও শ্রেষ্ঠ সম্রাট

প্রিয় পাঠকেরা, আজকের তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ভারতের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক – ভারতের কিছু গুরুত্বপূর্ণ রাজবংশের প্রথম, শেষ এবং শ্রেষ্ঠ রাজাদের তথ্য নিয়ে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই কোনো একটি রাজবংশের নাম দিয়ে জানতে চাওয়া হয় সেই রাজবংশের প্রতিষ্ঠাতা বা শ্রেষ্ঠ রাজা বা শেষ রাজা কে। নিচে এই সম্বন্ধীয় একটি তালিকা দেওয়া রইলো। একবার চোখ বুলিয়ে নিলে খুব সহজে এই তথ্য গুলো মনে রাখা সম্ভব।

ভারতের বিভিন্ন রাজবংশ, প্রতিষ্ঠাতা, শেষ ও শ্রেষ্ঠ সম্রাটের নামের তালিকা

ভারতের বিভিন্ন রাজবংশ তালিকা, ভারতের বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য ও তাদের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজা তালিকা নিচে সুন্দর করে দেওয়া রইলো।

বংশপ্রতিষ্ঠাতাশেষ রাজাশ্রেষ্ঠ রাজা
হর্যঙ্কবিম্বিসারনাগদশকঅজাতশত্রু
শিশুনাগশিশুনাগকালাশোককালাশোক
নন্দমহাপদ্মনন্দধননন্দধননন্দ
মৌর্যচন্দ্রগুপ্ত মৌর্যবৃহদ্রথঅশোক
রাষ্ট্রকুটদন্তি দুর্গচতুর্থ অমোঘবর্ষতৃতীয় কৃষ্ণ
কুষাণকুজুল কদফিসিসবাসুদেবকনিষ্ক
সাতবাহনসিমুকযজ্ঞশ্রী সাতকর্ণীগৌতমীপুত্র সাতকর্ণী
গুপ্তশ্রীগুপ্তদ্বিতীয় জীবিত গুপ্ত/ বিষ্ণুগুপ্তসমুদ্রগুপ্ত
পুষ্যভূতিপ্রভাকর বর্ধনহর্ষবর্ধনহর্ষবর্ধন
পালগোপালমদনপালধর্মপাল
সেনসামন্ত সেনকেশব সেনবল্লাল সেন
চালুক্যপ্রথম পুলকেশীদ্বিতীয় কীর্তিবর্মনদ্বিতীয় পুলকেশী
পল্লবশিবস্কন্ধবর্মনঅপরাজিত বর্মননরসিংহবর্মন
চোলকারিকল/ বিজয়ালয়তৃতীয় রাজেন্দ্র চোলরাজেন্দ্র চোল
বাহমনীআলাউদ্দিন বাহমন শাহকালিমউল্লাহ শাহমামুদ গাওয়ান
দাসকুতুবুদ্দিন আইবককায়কোবাদইলতুৎমিস
খলজীজালালুদ্দিন খলজীমুবারক শাহ খলজীআলাউদ্দিন খলজী
তুঘলকগিয়াসুদ্দিন তুঘলকনাসিরুদ্দিন মামুদ শেষফিরোজ শাহ তুঘলক
সৈয়দখিজির খাঁআলম শাহমুবারক শাহ
লোদীবহলুল লোদীইব্রাহীম লোদীসিকান্দার লোদী
মুঘলবাবরদ্বিতীয় বাহাদুর শাহআকবর
* কিছু কিছু পরীক্ষায় গুপ্ত বংশের শেষ সম্রাট হিসেবে দ্বিতীয় জীবিত গুপ্ত আবার কিছু কিছু পরীক্ষায় বিষ্ণুগুপ্ত ধরা হয়েছে| তাই এখানে দুটোই দেওয়া রয়েছে |
** চোল বংশের প্রতিষ্ঠাতা কখনো কারিকল আবার কখনো বিজয়ালয় ধরা হয়| তাই দুটোই দেওয়া রয়েছে |

আরো দেখে নাও :

বিভিন্ন রাজার সভাকবি

ঐতিহাসিক লিপিসমূহ ( PDF )

ভারতে আগত বিদেশী পর্যটকগণ | List of Foreign Travelers

শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা ( PDF )

গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ

গুরুত্বপূর্ণ সংবাদপত্র | Historical Newspaper of India | PDF

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button