General Knowledge Notes in BengaliHistory Notes

সেন বংশ । সেন সাম্রাজ্য – বাংলার রাজবংশ – PDF

Sena dynasty

সেন বংশ । সেন সাম্রাজ্য । Sena dynasty – বাংলার রাজবংশ

আজকে আমরা আলোচনা করবো সেন বংশসেন সাম্রাজ্য নিয়ে । দেখে নিয়ে সেন বংশের বিভিন্ন রাজাদের সম্পর্কিত বিস্তারিত তথ্য।

১. সামন্ত সেন

  • সেন বংশের প্রতিষ্ঠাতা ( মতান্তরে সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন ) ।
  • বিজয়সেনের দেওপাড়া লিপি থেকে জানা যায় দক্ষিণ ভারতের কর্ণাটক ছিল সেনদের আদিনিবাস এবং সামন্ত সেন শেষজীবন কাটাতে গঙ্গা তীরবর্তী অঞ্চলে আসেন।

২. হেমন্ত সেন

  • সামন্ত সেনের পুত্র।
  • মহারাজাধিরাজ উপাধি নেন ।

৩. বিজয় সেন ( ১০৯৮ – ১১৫৮ খ্রিস্টাব্দ )

  • স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠাতা।
  • দেওপাড়া লিপি থেকে জানা যায় তিনি গৌড়, কামরূপ, কলিঙ্গ, মগধ প্রভৃতি রাজাদের পরাজিত করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন।
  • তাঁর দুটি রাজধানী ছিল – পূর্ববঙ্গে বিক্রমপুর এবং পশ্চিমবঙ্গের বিজয়পুর।
  • কবি উমাপতিধর শ্রীহর্ষ তাঁর বিজয় প্রশস্তি রচনা করেন।

৪. বল্লাল সেন ( ১১৫৮ – ১১৭৯ খ্রিস্টাব্দ )

  • পিতা বিজয়সেনের মৃত্যুর পরে সিংহাসনে বসেন।
  • তিনি ঘোরতর রক্ষণশীল এবং ব্রাহ্মণ্যধর্মের পৃষ্ঠপোষক ছিলেন।
  • তিনি কৌলিন্য প্রথার প্রবর্তন করেন।
  • তিনি রাজ্যজয় অপেক্ষা রাজ্য সংরক্ষণে মনোযোগী ছিলেন।
  • হিন্দু ক্রিয়াকর্ম ও আচারপদ্ধতি সম্পর্কে “দানসাগর” ও “অদ্ভুতসাগর” নামে দুটি গ্রন্থ রচনা করেন।
  • বল্লাল সেনের গুরুর নাম ছিল – অনিরুদ্ধ
  • নবদ্বীপের শাসক বুদ্ধিমন্ত খাঁর নির্দেশে আনন্দভট্ট বল্লাল সেন সম্পর্কে “বল্লাল চরিত” নামক গ্রন্থটি রচনা করেন।
  • বল্লাল সেনের আমলে মালদহের সন্নিকটে গৌড় নগর নির্মিত হয় এবং পুত্র লক্ষণসেনের নামানুসারে গৌড়ের নামকরণ হয় – “লক্ষণাবতি“।

৫. লক্ষণ সেন ( ১১৭৯ – ১২০৫ খ্রিস্টাব্দ )

  • বল্লাল সেন সংসার ধর্ম ত্যাগ করলে তাঁর পুত্র লক্ষণসেন সিংহাসনে বসেন।
  • তাঁর রাজধানী ছিল নদীয়াতে।
  • পঞ্চরত্ন : লক্ষণসেনের রাজসভার পাঁচজন গুণী ব্যক্তিকে একত্রে পঞ্চরত্ন বলা হলো। তাঁরা হলেন –
    1. শরণ
    2. ধোয়ী ( পবনদূত রচয়িতা )
    3. উমাপতিধর
    4. গোবর্ধন ( আর্যসপ্তশতি রচয়িতা )
    5. জয়দেব ( গীতগোবিন্দ রচয়িতা, জয়দেব ছিলেন লক্ষণসেনের সভাকবি )
  • লক্ষণসেন তাঁর পিতার অসমাপ্ত গ্রন্থ “অদ্ভুত সাগর” সমাপ্ত করেন।
  • মিনহাজউদ্দিন সিরাজ -এর “তবাকৎ-ই-নাসিরী” সরণথ থেকে জানা যায় ১১৯৯ খ্রিস্টাব্দে কুতুবুদ্দীনের সেনাপতি ‘ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি” বিহার জয় করে ওদন্তপুরী বিহারটিকে ধ্বংস করেন।
  • ১২০১ খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি নবদ্বীপ আক্রমণ করেন এবং বাংলা দখল করেন।
  • লক্ষণসেনের মৃত্যুর পর তাঁর দুই পুত্র বিশ্বরূপ সেনকেশব সেন ১২৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত পূর্ব ও দক্ষিণবঙ্গে রাজত্ব করেন। ১২৬০ খ্রিস্টাব্দে সেন বংশের অবসান ঘটে।

এই নোটটির PDF ভার্সন নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।


Download Section

  • File Name : সেন বংশ । সেন সাম্রাজ্য – বাংলার রাজবংশ – PDF
  • File Size : 1.1 MB
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language : Bengali

আরো দেখে নাও :

পাল বংশ । পাল সাম্রাজ্য । Pala Empire – বাংলার রাজবংশ

গৌড় রাজ্য –  বাংলার রাজবংশ

থানেশ্বরের পুষ্যভূতি বংশ –  Pushyabhuti Dynasty

রাষ্ট্রকূট রাজবংশের ইতিহাস – PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

One Comment

Back to top button