History NotesGeneral Knowledge Notes in Bengali

880+ Indian History MCQ Practice Book in Bengali – PDF Download

Indian History MCQ Practice Book in Bengali

880+ Indian History MCQ Practice Book in Bengali – PDF Download

প্রিয় পাঠকেরা, দেওয়া রইল 880+ Indian History MCQ Practice Book in Bengali – PDF Download  । সম্পূর্ণ বাংলায় ইতিহাস বই। রয়েছে ৮৮০ টিরও বেশি MCQ । যে কোনো পরীক্ষার আগে প্রাকটিস করার জন্য অত্যন্ত উপযোগী।

আরও দেখে নাও : 

Indian History MCQ Practice Book in Bengali

File NameIndian History MCQ Book in Bengali
No. of MCQ Questions882
LanguageBengali
Covered TopicsAncient Indian History
Medieval Indian History
Modern Indian History
Suitable ForAny Competitive Exam

  • WBCS
  • WBPSC Exams
  • RRB
  • SSC and Many More.
No. of Pages300
FormatPDF
DownloadClick Here to Download PDF 

কিছু নমুনা প্রশ্ন ও উত্তর :

সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল?

(ক) ১৯২৯
(খ) ১৯২৭
(গ) ১৯২৫
(ঘ) ১৯২৬

উত্তর : (খ) ১৯২৭।


ভারতের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কিত নেহেরু রিপাের্ট কার তৈরী?

(ক) সুভাষচন্দ্র বসু
(খ) জওহরলাল নেহেরু
(গ) মতিলাল নেহেরু
(ঘ) চিত্তরঞ্জন দাশ

উত্তর : (গ) মতিলাল নেহেরু।


লাহােরে অনুষ্ঠিত অধিবেশনে কবে কংগ্রেস পূর্ণ স্বাধীনতা দাবী করে?

(ক) ১৯২৯
(খ) ১৯২৫
(গ) ১৯৩০
(ঘ) ১৯৩৫

উত্তর : (ক) ১৯২৯।


‘স্বাধীনতা সংঘ’ বা ‘ইন্ডিপেন্ডেন্স লীগ’ কারা স্থাপন করেন?

(ক) জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু
(খ) মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু
(গ) লালা লাজপত, লালা হরদয়াল
(ঘ) জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু

উত্তর : (ক) জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু।


পণ্ডিত জওহরলাল নেহেরু রাভী নদীর তীরে স্বাধীনতার প্রতীক হিসাবে কবে পতাকা উত্তোলন করেছিলেন?

(ক) ১৯৩০, ২রা ফেব্রুয়ারী
(খ) ১৯২৯, ৩০শে ডিসেম্বর
(গ) ১৯৩০, ২রা জানুয়ারী
(ঘ) ১৯৩০, ১লা জানুয়ারী

উত্তর : (ঘ) ১৯৩০, ১লা জানুয়ারী [১৯২৯, ৩১শে ডিসেম্বর রাত ১২টার পর]।


প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল?

(ক) ১৯৩০, ১লা জানুয়ারী
(খ) ১৯২৯, ৩১শে ডিসেম্বর
(গ) ১৯৩০, ২৬শে জানুয়ারী
(ঘ) ১৯৩০, ১৫ই আগস্ট

উত্তর : (গ) ১৯৩০, ২৬শে জানুয়ারী।


গান্ধীজীর নেতৃত্বে ডান্ডী অভিযান হয়েছিল কবে?

(ক) ১৯৩০, ১২ই মার্চ
(খ) ১৯৩১, ২১শে মার্চ
(গ) ১৯৩০, ২০ মার্চ
(ঘ) ১৯৩০, ১লা নভেম্বর

উত্তর : (ক) ১৯৩০, ১২ই মার্চ।


খান্ আব্দুল গফফর খান কোন দলের নেতা ছিলেন ?

(ক) গদর পার্টি
(খ) খােদা-ই-খিদমতগার
(গ) মুসলীম লীগ
(ঘ) কংগ্রেস

উত্তর : (খ) খােদা-ই-খিদমতগার।

ভারতের ইতিহাস বই, প্রাচীন ভারতের ইতিহাস বই, মধ্যযুগের ইতিহাস বই, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ভারতের ইতিহাস MCQ প্রাকটিস বই,

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button