Daily Current Affairs in BengaliCurrent Affairs

15th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

15th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ই জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ভুটানে ভারতের রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রুচিরা কাম্বোজ
(B) সুধাকর দলেলা
(C) আসফ আলী
(D) তারানজিৎ সিং সান্ধু

উত্তর :
(B) সুধাকর দলেলা

  • তিনি রুচিরা কাম্বোজের স্থলাভিষিক্ত হবেন যিনি জাতিসংঘে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • দালেলা বর্তমানে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২. কোন রাজ্যে, ভারতের প্রথম মাঙ্কিপক্সের কেস রিপোর্ট করা হয়েছে?

(A) গোয়া
(B) তামিলনাড়ু
(C) পাঞ্জাব
(D) কেরালা

উত্তর :
(D) কেরালা

  • ১৪ই জুলাই ২০২২-এ ভারতে মাঙ্কিপক্সের প্রথম কেস নিশ্চিত করা হয়েছে।
  • সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় ফিরে আসা একজন ব্যক্তির মধ্যে রোগের লক্ষণ দেখা দিয়েছে।
  • মাঙ্কিপক্স হল একটি ভাইরাল জুনোটিক রোগ যার উপসর্গ গুটিবসন্তের মতো।
  • এটি প্রথম ১৯৫৮ সালে প্রথম বানরের মধ্যে পাওয়া যায়।

৩. কোন দিনটিতে প্রতিবছর ‘World Youth Skills Day’ পালন করা হয়?

(A) ১১ই জুলাই
(B) ১৫ই জুলাই
(C) ৫ই জুলাই
(D) ১৩ই জুলাই

উত্তর :
(B) ১৫ই জুলাই

  • বিশ্ব যুব দক্ষতা দিবস প্রতি বছর 15 জুলাই পালিত হয়।
  • এই দিবসের একমাত্র উদ্দেশ্য হল বিশ্বজুড়ে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা (skill) প্রদান করা যাতে তারা কর্মসংস্থান পেতে পারে।
  • ২০২২-এর থিম হল ‘Transforming youth skills for the future’
  • ডিসেম্বর ২০১৪ সালে, জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ই জুলাইকে World Youth Skills Day হিসাবে ঘোষণা করে।

৪. সম্প্রতি প্রকাশিত “The McMahon line: A century of discord” বইটির লেখক কে?

(A) জে জে সিং
(B) কিরণ বেদি
(C) ডাঃ শ্রীরাম চাউলিয়া
(D) এডি মানেক

উত্তর :
(A) জে জে সিং

  • “দ্য ম্যাকমোহন লাইন: এ সেঞ্চুরি অফ ডিসকর্ড” শিরোনামের বইটি, ১২ই জুলাই ২০২২-এ প্রকাশিত হয়েছিল।
  • বইটি অরুণাচল প্রদেশের প্রাক্তন গভর্নর এবং প্রাক্তন সেনাপ্রধান জেনারেল জেজে সিং লিখেছেন।
  • বইটিতে প্রাক্তন সেনাপ্রধানের অভিজ্ঞতা এবং ভারত-চীন সীমান্ত বিরোধ নিয়ে গবেষণার বিষয়ে লেখা রয়েছে।

৫. নিম্নোক্ত প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেনদের মধ্যে কাকে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা সংবর্ধিত করা হয়েছে?

(A) বীরেন্দ্র শেবাগ
(B) শচীন তেন্ডুলকর
(C) সৌরভ গাঙ্গুলী
(D) এমএস ধোনি

উত্তর :
(C) সৌরভ গাঙ্গুলী

  • BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি প্রাক্তন ভারতীয় অধিনায়ক হিসাবে ১৩ই জুলাই ২০২২-এ ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা সংবর্ধিত হয়েছে।
  • তিনি ২০১৯ সালে বিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হন।

৬. ভারতের প্রথম অনন্য রক্তের গ্রুপটির নাম কী?

(A) EMM Negative
(B) RHE Negative
(C) SNE Negative
(D) AMU Positive

উত্তর :
(A) EMM Negative

  • গুজরাটের ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মধ্যে সম্প্রতি ভারতের প্রথম অনন্য রক্তের গ্রুপ, EMM Negative,  সনাক্ত করা হয়েছে।
  • EMM Negative ব্লাড গ্রুপ বিশ্বের বিরল রক্তের গ্রুপ। গুজরাটের মানুষটি বিশ্বের সবচেয়ে বিরল রক্তের গ্রুপ সহ বিশ্বের দশম ব্যক্তি।
  • হৃদরোগে আক্রান্ত এই ব্যক্তি যখন হার্টের অস্ত্রোপচারের জন্য গিয়েছিলেন তখন বিশ্বের বিরল রক্তের গ্রুপ পাওয়া গেছে।

৭. নিম্নোক্ত কোন দেশের প্রধানমন্ত্রী সম্প্রতি পদত্যাগের প্রস্তাব দিয়েছেন?

(A) ডেনমার্ক
(B) রোমানিয়া
(C) ফিনল্যান্ড
(D) ইতালি

উত্তর :
(D) ইতালি

  • ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি সম্প্রতি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
  • তিনি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে একটি ঐক্য সরকারের নেতৃত্ব দিয়েছিলেন।
  • তবে, ইতালির রাষ্ট্রপতি তার পদত্যাগ গ্রহণ করতে অস্বীকার করেছেন।

৮. World Athletics Championships 2025 কোন শহরে হোস্ট করা হবে?

(A) বেইজিং
(B) লন্ডন
(C) টোকিও
(D) কুয়ালালামপুর

উত্তর :
(C) টোকিও

  • জাপানের রাজধানী শহর টোকিও ২০২৫ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে।
  • ১৪ই জুলাই, ২০২২-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন-এ বিশ্ব অ্যাথলেটিক্স কাউন্সিলের সভা দ্বারা টোকিওকে আয়োজক শহর হিসেবে নির্বাচিত করা হয়েছে।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button