Daily Current Affairs in BengaliCurrent Affairs

10th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

10th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১০ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 9th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার সম্প্রতি জাপানিজ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স জিতে নিলেন?

(A) সার্জিও পেরেজ
(B) ম্যাক্স ভার্স্টাপেন
(C) জর্জ রাসেল
(D) চার্লস লেক্লার্ক

উত্তর
(B) ম্যাক্স ভার্স্টাপেন

  • ৯ই অক্টোবর ২০২২-এ রেড বুলের ম্যাক্স ভার্স্ট্যাপেন জাপানিজ F1 গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছে।
  • রেড বুলের সার্জিও পেরেজ এবং ফেরারির চার্লস লেক্লার্ক যথাক্রমে ২য় এবং ৩য় অবস্থানে এসেছেন।
  • এটি ছিল ভার্স্টাপেনের প্রথম জাপানি GP জয়।
  • এর আগে, সার্জিও পেরেজ ২রা অক্টোবর ২০২২-এ সিঙ্গাপুর F1 গ্র্যান্ড প্রিক্স জিতেছিলেন।

২. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের কোন গ্রামকে সম্প্রতি ভারতের প্রথম ২৪x৭ সৌর শক্তি চালিত গ্রাম হিসাবে ঘোষণা করেছেন?

(A) রামপুর
(B) মোধেরা
(C) আমরেলি
(D) বাবরা

উত্তর
(B) মোধেরা

  • প্রধানমন্ত্রী মোদি ৯ই অক্টোবর ২০২২-এ গুজরাটের মেহসানা জেলার মোধেরাকে ভারতের প্রথম ২৪x৭ সৌর শক্তি চালিত গ্রাম হিসাবে ঘোষণা করেছেন।
  • গ্রামে, একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং ১,৩০০ টিরও বেশি বাড়ির ছাদে বিদ্যুত উৎপাদনের জন্য সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।
  • কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ই এই প্রকল্পে ৮০ কোটির বেশি বিনিয়োগ করেছে।

৩. কোন দিনটি প্রতিবছর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ হিসেবে পালিত হয়?

(A) ১০ই অক্টোবর
(B) ১৩ই জুন
(C) ২৯শে জুলাই
(D) ১৫ই সেপ্টেম্বর

উত্তর
(A) ১০ই অক্টোবর

  • বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১০ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়।
  • এটি প্রথম ১৯৯২ সালে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথের উদ্যোগে পালিত হয়েছিল।
  • ২০২২ সালের থিম: ‘Make mental health for all a global priority’।

৪. কুয়ালালামপুরে IBSF ওয়ার্ল্ড বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে সম্প্রতি কে স্বর্ণপদক জিতলেন?

(A) সৌরভ কোঠারি
(B) পঙ্কজ আদবানি
(C) গীত শেঠি
(D) উইলসন জোন্স

উত্তর
(B) পঙ্কজ আদবানি

  • পঙ্কজ আদভানি ৮ই অক্টোবর ২০২২-এ কুয়ালালামপুরে ২০২২ IBSF বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জয়ের মাধ্যমে তার ২৫তম স্বর্ণপদক জিতে নিয়েছে।

৫. কোন শহরে, ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘কাউন্টার-টেরোরিজম কমিটির’ একটি গুরুত্বপূর্ণ বৈঠক হোস্ট করবে?

(A) নতুন দিল্লি
(B) মুম্বাই
(C) আহমেদাবাদ
(D) A ও B উভয়

উত্তর
(D) A ও B উভয়

  • বৈঠকের ফোকাস: “Countering the Use of New and Emerging Technologies for Terrorist Purposes।
  • ভারত বর্তমানে ২০২২  সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাউন্টার-টেররিজম কমিটির চেয়ারম্যান।

৬. কোন রাজ্য সরকার ট্রেনে চাপা পড়ে হাতির মৃত্যু রোধ করার জন্য করা পদক্ষেপ নিতে চলেছে?

(A) ওড়িশা
(B) কেরালা
(C) উত্তরাখণ্ড
(D) আসাম

উত্তর
(A) ওড়িশা

  • ওড়িশা সরকার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রোধে দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে।

ওড়িশা:

  • রাজ্যপাল: গণেশি লাল
  • রাজধানী: ভুবনেশ্বর
  • মুখ্যমন্ত্রী: নবীন পট্টনায়েক

৭. সূর্যের রহস্য উদঘাটনের জন্য সম্প্রতি কোন দেশ Kafau-I স্যাটেলাইটটির উৎক্ষেপণ করেছে?

(A) দক্ষিণ কোরিয়া
(B) উত্তর কোরিয়া
(C) জাপান
(D) চীন

উত্তর
(D) চীন

  • চীন তার চন্দ্র মিশনের পর এবার একটি নতুন উপগ্রহ উৎক্ষেপণ করেছে যা সূর্যের রহস্য উদঘাটন করবে।

৮. বেন এস বার্নাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিবভিগকে সম্প্রতি কি জন্য অর্থনীতিতে ২০২২ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে?

(A) শ্রম অর্থনীতিতে অবদান
(B) নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম বিন্যাসে উদ্ভাবন
(C) বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক পদ্ধতি
(D) ব্যাংক এবং আর্থিক সংকটের উপর গবেষণা

উত্তর
(D) ব্যাংক এবং আর্থিক সংকটের উপর গবেষণা

  • আর্থিক সংকটের সময় ব্যাংকের ভূমিকা সম্পর্কে বোঝাপড়ার উল্লেখযোগ্য উন্নতির জন্য তাদের সম্মানিত করা হয়েছে।
  • তাদের গবেষণায় একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান হল ‘কেন ব্যাঙ্কের পতন রোধ গুরুত্বপূর্ণ’।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button