Current Topics

পদ্ম পুরস্কার ২০২৩ বিজেতাদের সম্পূর্ণ তালিকা PDF

padma puraskar 2023 pdf - in Bengali

পদ্ম পুরস্কার ২০২৩ বিজেতাদের সম্পূর্ণ তালিকা PDF

পদ্ম পুরস্কার ২০২৩ : ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে এবছরের পদ্ম পুরস্কার বিজেতাদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি। মোট তিনটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। এই বিভাগ গুলি হল – পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী

পদ্মবিভূষণ ২০২৩

পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। পদ্মবিভূষণ প্রাপককে ভারতের রাষ্ট্রপতি একটি পদক ও একটি মানপত্র দ্বারা ভূষিত করেন। ১৯৫৪ সালের ২ জানুয়ারি এই সম্মানটি প্রবর্তিত হয়। মর্যাদাক্রম অনুসারে, পদ্মবিভূষণের স্থান ভারতরত্নের পরে, কিন্তু পদ্মভূষণের আগে। ২০২৩ সালে মোট ৬ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে ।

নংনামবিভাগরাজ্য / দেশ
বালকৃষ্ণ দোশী (মরণোত্তর)অন্যান্য – স্থাপত্যগুজরাট
জাকির হোসেনআর্টমহারাষ্ট্র
এস এম কৃষ্ণপাবলিক অ্যাফেয়ার্সকর্ণাটক
দিলীপ মহলানবিস (মরণোত্তর)মেডিসিনপশ্চিমবঙ্গ
শ্রীনিবাস বর্ধনবিজ্ঞান এবং প্রকৌশলমার্কিন যুক্তরাষ্ট্র
মুলায়ম সিং যাদব (মরণোত্তর)পাবলিক অ্যাফেয়ার্সউত্তরপ্রদেশ
পদ্ম বিভূষণ ২০২৩ বিজেতাদের তালিকা
দেখে নাও : পদ্ম সম্মান 2022 – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022 – পদ্ম পুরস্কার ২০২২

পদ্ম ভূষণ ২০২৩

পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মাননাগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মাননার স্থান ভারতরত্ন ও পদ্মবিভূষণের পরে, কিন্তু পদ্মশ্রীর আগে। ২০২৩ সালে মোট ৯ জনকে পদ্ম ভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে ।

নংনামবিভাগরাজ্য/দেশ
শ্রী এস এল ভৈরপ্পাসাহিত্য ও শিক্ষাকর্ণাটক
শ্রী কুমার মঙ্গলম বিড়লাট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিমহারাষ্ট্র
শ্রী দীপক ধরবিজ্ঞান ও প্রকৌশলমহারাষ্ট্র
বাণী জয়রামআর্টতামিলনাড়ু
স্বামী চিন্না জেয়ারঅন্যান্য – আধ্যাত্মিকতাতেলেঙ্গানা
সুমন কল্যাণপুরআর্টমহারাষ্ট্র
শ্রী কপিল কাপুরসাহিত্য ও শিক্ষাদিল্লি
মিসেস সুধা মূর্তিসোশ্যাল ওয়ার্ককর্ণাটক
শ্রী কমলেশ ডি প্যাটেলঅন্যান্য – আধ্যাত্মবাদতেলেঙ্গানা
পদ্মভূষণ ২০২৩ – বিজেতাদের তালিকা
দেখে নাও : পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF

পদ্মশ্রী পুরস্কার ২০২৩

২০২৩ সালে মোট ৯১ জনকে পদ্মশ্রী পুরস্কারে সম্মান্নিত করা হয়েছে। এই ৯১ জনের তালিকা নিচে দেওয়া রইলো।

নংপদ্মশ্রী বিজয়ী
অজয় কুমার মান্ডবী
অধ্যাপক (ড.) মহেন্দ্র পাল
অন্তর্যামি মিশ্র
অরবিন্দ কুমার
আনন্দ কুমার
আব্বারেডি নাগেশ্বর রাও
আরিজ খাম্বাত্তা (মরণোত্তর)
আহমেদ হুসেন ও মোহাম্মদ হুসেন (দুয়ো)
ঈশ্বর চন্দর ভার্মা
১০উমা শঙ্কর পান্ডে
১১উষা বার্লে
১২ঋত্বিক সান্যাল
১৩এম এম কিরাভানি
১৪এস আর ডি প্রসাদ
১৫এস সুব্বারমন
১৬কপিল দেব প্রসাদ
১৭কর্মা ওয়াংচু (মরণোত্তর)
১৮কুমি নরিমান ওয়াদিয়া
১৯কুশোক থিকসে নাওয়াং চাম্বা স্তানজিন
২০কৃষ্ণা প্যাটেল
২১কে কল্যাণসুন্দরম পিল্লাই
২২কে শানথোইবা শর্মা
২৩কে সি রানরেমসঙ্গী
২৪কোটা সচ্চিদানন্দ শাস্ত্রী
২৫খদ্দর বল্লী দুদেকুল
২৬গজানন জগন্নাথ মানে
২৭গণেশ নাগাপ্পা কৃষ্ণরাজনগর
২৮গুরচরণ সিং
২৯গোপালসামি ভেলুচামি
৩০গোলাম মুহাম্মদ জাজ
৩১চেরুভায়াল কে রমন
৩২জনুম সিং সোয়ে ড
৩৩ডোমার সিং কুনভার
৩৪তুলা রাম উপ্রেতি
৩৫থাউনাওজম চাওবা সিং
৩৬দিলশাদ হোসেন
৩৭ধনীরাম টোটো
৩৮নরেন্দ্র চন্দ্র দেববর্মা (মরণোত্তর)
৩৯নলিনী পার্থসারথি
৪০নাদোজা পিণ্ডিপাপানাহল্লি মুনিভেঙ্কটপ্পা
৪১নেকরাম শর্মা
৪২নেহিনুও সোরহি
৪৩পতায়াত সাহু
৪৪পরশুরাম কোমাজি খুনে
৪৫পরেশভাই রাথওয়া
৪৬পালাম কল্যাণ সুন্দরম
৪৭প্রকাশ চন্দ্র সুদ
৪৮প্রভাকর ভানুদাস মান্ডে
৪৯প্রীতিকানা গোস্বামী
৫০প্রেমজিৎ বড়িয়া
৫১বক্সী রাম
৫২বি রামকৃষ্ণ রেড্ডি
৫৩বিক্রম বাহাদুর জামাতিয়া
৫৪বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি
৫৫ভাদিভেল গোপাল ও মাসি সদাইয়ান (ডুও)
৫৬ভানুভাই চিতারা
৫৭ভি পি আপ্পুকুত্তান পডুভাল
৫৮ভিকু রামজী ইদাতে
৫৯মঙ্গলা কান্তি রায়
৬০মনোরঞ্জন সাহু
৬১মহিপত কবি
৬২মাগুনি চরণ কুয়ানর
৬৩মুনীশ্বর চাঁদদাওয়ার
৬৪মূলচাঁদ লোধা
৬৫মোদাদুগু বিজয় গুপ্ত
৬৬মোয়া সুবং
৬৭মোহন সিং
৬৮যোধাইয়াবাই বগা
৬৯রতন চন্দ্র কর
৭০রতন সিং জাগ্গি
৭১রমেশ পতঙ্গে
৭২রমেশ পারমার ও শান্তি পারমার (ডুও)
৭৩রাইজিংবোর কুরকালং
৭৪রাকেশ রাধেশ্যাম ঝুনঝুনওয়ালা (মরণোত্তর)
৭৫রাধাচরণ গুপ্ত
৭৬রানী মাছাইয়া
৭৭রাভিনা রবি ট্যান্ডন
৭৮রামকুইওয়াংবে জেনে
৭৯লক্ষ্মণ সিং
৮০শঙ্কুরাত্রি চন্দ্র সেখর
৮১শাহ রাশেদ আহমদ কাদরী
৮২সি আই ইশাক
৮৩সি ভি রাজু
৮৪সুকামা আচার্য
৮৫সুজাতা রামদোরাই
৮৬সুভদ্রা দেবী
৮৭হনুমন্ত রাও পাসুপুলেটি
৮৮হিমোপ্রোভা চুটিয়া
৮৯হীরাবাই লবি
৯০হেম চন্দ্র গোস্বামী
৯১হেমন্ত চৌহান
পদ্মশ্রী ২০২৩ – বিজেতাদের তালিকা

Source

পশ্চিমবঙ্গ থেকে পদ্ম পুরস্কার বিজেতা

  • জীবিত অবস্থায় সেরকম স্বীকৃতি না পেলেও এবারে পদ্ম বিভূষণ জিতে নিয়েছেন ডা. দিলীপ মহলানবিশ। ২০২২-এর ১৬ অক্টোবর প্রায় নিঃশব্দেই না ফেরার দেশে চলে গিয়েছিলেন তিনি। তাঁর হাত ধরেই তৈরি হয়েছিল ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস। তিনি ORS-এর জনক হিসেবে খ্যাত।
  • পশ্চিমবঙ্গ থেকে আরও তিনজন এবারে পদ্ম পুরস্কার জিতে নিয়েছেন – কাঁথা শিল্পী প্রীতিকনা গোস্বামী, টোটো ভাষা সংরক্ষক ধনিরাম টোটো এবং জলপাইগুড়ির লোকসঙ্গীত শিল্পী মঙ্গলাকান্তি রায়। 

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Format: PDF
  • Language: English
  • No. of Pages: 04

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button