QuizQuiz

বাংলা কুইজ – সেট ৯৬

Bengali Quiz – Set 96

১. বিশ্বের কাজুর রাজধানী কোন শহরকে বলা হয় ?

উত্তর :
কোল্লাম

২. ১০২ পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলটির নামকরণ কোন বিখ্যাত ব্যক্তিত্বের নামানুসারে করা হয়েছে ?

উত্তর :
Ⓒ অ্যালফ্রেড বার্নহার্ড নোবেল
মৌলটির নাম – নোবেলিয়াম

৩. একটি ১ টাকাটা কয়েনের সালের নিচে * চিহ্ন রয়েছে । কয়েনটি ভারতের কোন শহরে তৈরী হয়েছে ?

উত্তর :
হায়দ্রাবাদ, তেলেঙ্গানা
* = হায়দ্রাবাদ
C = কলকাতা
ডায়মন্ড = মুম্বাই
. = নয়ডা

৪. প্রথম ভারতরত্ন প্রাপক মহিলা হলেন ইন্ডিয়ার গান্ধী ( ১৯৭১ সালে পান ) | শেষ ভারতরত্ন প্রাপক মহিলা হলেন

উত্তর :
লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর ( ২০০১ সালে পান )


৫. “Light in my Darkness” বইটি লিখেছিলেন কোন বিখ্যাত অধ্যাপিকা যার জীবন অবলম্বনে বানানো হয় “The Miracle Worker” সিনেমাটি ?

উত্তর :
হেলেন কেলার

৬. বিশ্বে প্রাকৃতিক রাবার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন দেশ ?

উত্তর :
থাইল্যান্ড

৭. নতুন টাকার সিরিজে যদি ১০ টাকার নোটের রং Stone Grey হয়, তাহলে ২০০০ টাকার রং কি ?

উত্তর :
ম্যাজেন্টা (Magenta )

৮. “No man has a good enough memory to be a successful liar” উক্তিটি কার ?

উত্তর :
আব্রাহাম লিঙ্কন

৯. নারী শক্তির বন্দনায় আমরা বলে থাকি “ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা” । এখানে “সর্বভূতেষু” বলতে কি বোঝানো হয় ?

উত্তর :
সর্বত্র

১০. “ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত” – এই বিখ্যাত লাইনটি কার লেখা ?

উত্তর :
সুভাষ মুখোপাধ্যায়

আরো দেখুন :

বাংলা কুইজ – সেট ৯৫

বাংলা কুইজ – সেট ৯৪ – খেলাধুলা

বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button