Mixed MCQ

RRB NTPC General Awareness Practice Set – 2 । 40 GK MCQ

RRB NTPC General Awareness Practice Set

RRB NTPC General Awareness Practice Set

প্রিয় ছাত্রেরা, আজকে তোমাদের  জন্য নিয়ে এসেছি একটি RRB NTPC General Awareness Practice Set । ৪০ টি MCQ প্রশ্নের সেট। প্রশ্নগুলি বিগত বছরের RRB পরীক্ষাগুলির প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী সেট করা হয়েছে। ( যদিও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই সেট এ কোনো প্রশ্ন দেওয়া হয়নি )

আমাদের RRB NTPC General Awareness Practice Set তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও । ভালো লাগলে আমরা এরকম আরো সেট তৈরী করে তোমাদের জন্য পোস্ট করবো ।

RRB NTPC General Awareness Practice Set MCQ Questions

১. যে ধরণের শাসন ব্যবস্থায় শক্তি শুধুমাত্র কিছু ব্যক্তি বা পরিবারের থাকে, সেটি হল 

(A) Tyranny
(B) Fascism
(C) Oligarchy
(D) Plutocracy

উত্তর :
(C) Oligarchy

২. ইউনিক্স ( Unix ) অপারেটিং সিস্টেম কোন কোম্পানির ট্রেড্মার্ক ?

(A) Microsoft
(B) Bell Laboratories
(C) Apple
(D) Motorola

উত্তর :
(B) Bell Laboratories

ইউনিক্স (UNIX) একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম। এটা প্রথমে নির্মিত হয় ৬০ ও ৭০ এর দশকে বেল ল্যাবে। এর নেতৃত্বে ছিলেন কেন থমসন ও ডেনিস রিচি, তারা পরে কম্পিউটার বিজ্ঞানে মৌলিক অবদানের জন্য টুরিং পুরস্কার লাভ করেন।


৩. জাতীয় জরুরী অবস্থা ঘোষণাকে আদালতে চ্যালেঞ্জ জানানো যেতে পারে (on the ground of malafide intent ) । এই সংশোধনীর রায় দেওয়া হয়েছিল কোন মামলার পরিপ্রেক্ষিতে ?

(A) ভীম সিংজি মামলা (১৯৮১)
(B) এস আর বোম্মায় মামলা (১৯৯৪)
(C) মিনার্ভা মিলস কেস (১৯৮০)
(D) কেশবানন্দ ভারতী মামলা (১৯৭৩)

উত্তর :
(C) মিনার্ভা মিলস কেস (১৯৮০)

Minerva mills case : Judicial review for emergency, harmony, and balance between fundamental rights and directive principles of state policy


৪. নাইট্রোজেন কে আবিষ্কার করেছিলেন ?

(A) রাদারফোর্ড
(B) রবার্ট হুক
(C) স্যাডউইক
(D) হাইসেনবর্গ

উত্তর :
(A) রাদারফোর্ড

১৭৭২ সালে নাইট্রোজেন আবিষ্কার করেছিলেন স্কটিশ পদার্থবিদ ড্যানিয়েল রাদারফোর্ড ।


৫. এস্কিমোরা কোথাকার আদি বাসিন্দা ? 

(A) আলাস্কা
(B) ফিনল্যাণ্ড
(C) মালয়েশিয়া
(D) নিউজিল্যান্ড

উত্তর :
(A) আলাস্কা

এস্কিমো উপজাতিটি মূলত আলাস্কা (মার্কিন যুক্তরাষ্ট্রের),  গ্রিনল্যান্ড,  পূর্ব সাইবেরিয়া (রাশিয়া) এবং আর্কটিক অঞ্চলে দেখা যায়।


৬. প্রতিসরণাঙ্ক সূচকের একক কী?

(A) মিটার / সেকেন্ড
(B) কোন একক নেই
(C) ডায়প্টর
(D) মিটার 

উত্তর :
(B) কোন একক নেই

৭. হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি ?

(A) কুলু
(B) ধর্মশালা
(C) মান্ডি
(D) মানালি 

উত্তর :
(B) ধর্মশালা 

৮. ভারতে পশ্চিমীঝঞ্ঝার প্রভাব দেখা যায় 

(A) গ্রীষ্মকালে
(B) বর্ষাকালে
(C) শরৎকালে
(D) শীতকালে 

উত্তর :
(D) শীতকালে 

৯. দিল্লীর কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লীতে নিয়ে এসেছিলেন ?

(A) ইলতুতমিস
(B) আলাউদ্দিন খিলজি
(C) মহম্মদ বিন তুঘলক
(D) ফিরোজ শাহ তুঘলক

উত্তর :
(D) ফিরোজ শাহ তুঘলক

১০. [WBCS Preli 00] নিম্নলিখিত কোন রাজ্যে ১৯৪৭ সালের পূর্বে পঞ্চায়েতিরাজের অস্তিত্ব ছিল ?

(A) মহারাষ্ট্র
(B) গুজরাট
(C) তামিলনাড়ু
(D) উপরোক্ত সবকটিতে 

উত্তর :
(C) তামিলনাড়ু 

১১. অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী ?

(A) NO2, Cl
(B) SO2, NO2
(C) SO2, CO2
(D) NO2, CO2

উত্তর :
(B) SO2, NO2

১২. আমদানির উপর কর নিচের কোনটির উদাহরণ ?

(A) ফরেন ট্রেড (Foreign trade )
(B) ট্রেড ব্যারিয়ার (Trade Barrier )
(C) ইকোনমিক গ্রোথ (Economic growth )
(D) গ্লোবালাইজেশন (Globalisation )

উত্তর :
(B) ট্রেড ব্যারিয়ার (Trade Barrier )

১৩. নিম্নলিখিত রাজস্ব ব্যাবস্থার কোনটির সাথে টোডরমলের নাম যুক্ত?

(A) বালি
(B) নামখ
(C) কানকুট
(D) দহশালা

উত্তর :
(D) দহশালা

১৪. পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে ?

(A) শতদ্রু
(B) সোহান
(C) ইরাবতী
(D) চন্দ্রভাগা

উত্তর :
(B) সোহান 

১৫. গৌতম বুদ্ধ তাঁর শেষ নিঃস্বাস ত্যাগ করেছিলেন কোথায় ?

(A) রাজগীর
(B) পাবাপুরী
(C) সারনাথ
(D) কুশীনগর 

উত্তর :
(D) কুশীনগর 

১৬. ক্রীড়া ক্ষেত্রে পুসকাস পুরস্কার কাকে দেওয়া হয়?

(A) সর্বোচ্চ গোল স্কোরারকে
(B) শ্রেষ্ঠ গোল স্কোরারকে
(C) শ্রেষ্ঠ গোলকিপারকে
(D) শ্রেষ্ঠ দলকে(fair play)

উত্তর :
(B) শ্রেষ্ঠ গোল স্কোরারকে

২০০৯ সাল থেকে বর্ষসেরা গোলের জন্য পুসকাস পুরস্কার দেয় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।


১৭. শ্রীলঙ্কায় ঢেউখেলানো তৃণূভূমির নাম – 

(A) পাটানা
(B) প্রেইরি
(C) স্তেপ
(D) পম্পাস 

উত্তর :
(A) পাটানা

১৮. কোন প্রণালীটি ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে ?

(A) বসফরাস
(B) জিব্রাল্টার
(C) বেরিং
(D) ডোভার

উত্তর :
(B) জিব্রাল্টার

১৯. কোনটি সহজে জলে দ্রবীভূত হয় – 

(A) কার্বন
(B) নাইট্রোজেন
(C) এমোনিয়া
(D) আয়োডিন 

উত্তর :
(C) এমোনিয়া 

২০. মূর্তিদেবী পুরষ্কার ________ ক্ষেত্রে দক্ষতার জন্য দেওয়া হয়।

(A) খেলাধুলা
(B) সাহিত্য
(C) থিয়েটার
(D) শিল্প

উত্তর :
(B) সাহিত্য

মূর্তিদেবী পুরস্কারটি সর্বভারতীয় ভাষার শ্রেষ্ঠ সাহিত্যের জন্য দেওয়া হয়। ১৯৮৩ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয় । জয় গোস্বামী পশ্চিমবঙ্গের প্রথম কবি যিনি এই পুরস্কারটি পেয়েছিলেন । তিনি এই পুরস্কার পান তাঁর ‘দু’দণ্ড ফোয়ারা মাত্র’ কাব্যগ্রন্থের জন্য


২১. WWF এর লোগোতে কোন বিলুপ্তপ্রায় প্রাণীটির ছবি রয়েছে ?

(A) বাঘ
(B) বৃহৎ পাণ্ডা
(C) ডোডো
(D) একশৃঙ্গ গন্ডার 

উত্তর :
(B) বৃহৎ পাণ্ডা

২২. নিচের কোনটি সিন্ধু নদীর শাখানদী নয় ?

(A) জাস্কর
(B) নুব্রা
(C) শয়ক
(D) লোহিত

উত্তর :
(D) লোহিত

লোহিত হলো ব্রহ্মপুত্র নদীর শাখানদী ।


২৩. ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী কে ছিলেন?

(A) B.R. আম্বেডকর
(B) সর্দার বলদেব সিং
(C) মৌলানা আবুল কালাম আজাদ
(D) সর্দার বল্লভভাই প্যাটেল 

উত্তর :
(D) সর্দার বল্লভভাই প্যাটেল 

২৪. ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

(A) ১১৭৬ খ্রিস্টাব্দে
(B) ১৭৭০ খ্রিস্টাব্দে
(C) ১৭৭৬ খ্রিস্টাব্দে
(D) ১৮৭৬ খ্রিস্টাব্দে

উত্তর :
(B) ১৭৭০ খ্রিস্টাব্দে

২৫. বিভব পার্থক্যের একক কি?

(A) আম্পিয়ার
(B) কুলম্ব
(C) ভোল্ট
(D) ইলেক্ট্রন-ভোল্ট

উত্তর :
(C) ভোল্ট

২৬. নিম্নলিখিত ব্যাক্তিগুলির মধ্যে কে ছাড়া বাকিরা রাজা রামমোহন রায়ের পরে ব্রাহ্ম সমাজ বা সাধারণ ব্রাহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন ?

(A) দেবেন্দ্রনাথ ঠাকুর
(B) কেশবচন্দ্র সেন
(C) অক্ষয় কুমার দত্ত
(D) স্বামী বিবেকানন্দ

উত্তর :
(D) স্বামী বিবেকানন্দ

২৭. মানব দেহের কোন কোষগুলিকে “মানবদেহের সৈনিক” বলা হয় ?

(A) বেসোফিল
(B) লোহিত রক্ত ​​কণিকা
(C) শ্বেত রক্ত ​​কণিকা
(D) ইউসিনোফিল 

উত্তর :
(C) শ্বেত রক্ত ​​কণিকা

শ্বেত রক্তকণিকা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা জোগায়। তারা রোগ, সংক্রমণ, অ্যালার্জি এবং বাইরের কণার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে। এই কোষগুলি আমাদের শরীরকে সুরক্ষিত এবং স্বাস্থ্যকর রাখে।এর জন্য এই কোষগুলিকে  “মানবদেহের সৈনিক” বলা হয়।


২৮. ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ISRO -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

(A) কর্ণাটকের বেঙ্গালুরু
(B) তামিলনাড়ুর চেন্নাই
(C) কেরলের থুম্বা
(D) মহারাষ্ট্রের ট্রম্বে 

উত্তর :
(A) কর্ণাটকের বেঙ্গালুরু

২৯. ভারতে মুসলিমদের আধুনিকতার পথিকৃৎ কে ?

(A) সৈয়দ আমির আলি
(B) বদরুদ্দীন তোয়েবজী
(C) আব্দুল লতিফ
(D) সৈয়দ আহমেদ খান

উত্তর :
(D) সৈয়দ আহমেদ খান

৩০. পরমাণুর ব্যাস মাপা হয় সাধারণত কোন এককে?

(A) ফার্মি
(B) পারসেক
(C) মিলিমিটার
(D) অ্য়াংস্ট্রম

উত্তর :
(A) ফার্মি

৩১. ডিনেচার্ড স্পিরিট প্রধানত কি হিসেবে ব্যবহৃত হয় ?

(A) জ্বালানিরূপে
(B) ঔষধ রূপে
(C) পানীয় প্রস্তুতিতে
(D) বার্নিশ প্রস্তুতিতে দ্রাবকরূপে

উত্তর :
(D) বার্নিশ প্রস্তুতিতে দ্রাবকরূপে

৩২. নিম্নলিখিতদের মধ্যে চিপকো আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন ?

(A) জয়প্রকাশ নারায়ণ
(B) মহাত্মা গান্ধী
(C) চান্দি প্রসাদ ভট্ট
(D) মৌলানা আজাদ

উত্তর :
(C) চান্দি প্রসাদ ভট্ট

৩৩. রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কাদের করা হয়েছিল ?

(A) প্রত্যেক মহাদেশ থেকে একটি দেশকে
(B) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সহযোগী দল ( Allied Force )-এর পাঁচ জন প্রধান শক্তিকে
(C) রাষ্ট্রপুঞ্জ তৈরির সময়ের প্রথম পাঁচ সদস্যকে
(D) রাষ্ট্রপুঞ্জকে আর্থিক সাহায্য প্রদানকারী প্রধান পাঁচ সদস্যকে 

উত্তর :
(B) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সহযোগী দল ( Allied Force )-এর পাঁচ জন প্রধান শক্তিকে 

৩৪. [WBCS 2009] রাজতন্ত্র অবসানের পর গণতান্ত্রিক নেপালের প্রথম রাষ্ট্রপতি হলেন – 

(A) রাম বরণ যাদব
(B) গিরিজা প্রসাদ কৈরালা
(C) ঝালানাথ খানালা
(D) রাম রাজা প্রসাদ সিং

উত্তর :
(A) রাম বরণ যাদব

৩৫. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

(A) লর্ড ডালহৌসি
(B) ওয়েলেসলি
(C) হেস্টিংস
(D) ক্যানিং

উত্তর :
(D) ক্যানিং

৩৬. কোন হরমনটি রক্তে ক্যালসিয়াম ও ফসফেট নিয়ন্ত্রণ করে ?

(A) গ্লুকাগণ
(B) গ্রোথ হরমোন
(C) প্যারাথাইরয়েড হরমোন
(D) থায়রক্সিন

উত্তর :
(C) প্যারাথাইরয়েড হরমোন

৩৭. নিম্নের কোন যুদ্ধটি ভারতে  মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিল ?

(A) তালিকোটার যুদ্ধ
(B) হলদিঘাটের যুদ্ধ
(C) প্রথম পানিপথের যুদ্ধ
(D) দ্বিতীয় পানিপথের যুদ্ধ 

উত্তর :
(C) প্রথম পানিপথের যুদ্ধ 

৩৮. রাশিয়ার মুদ্রার নাম কি ?

(A) রুবেল
(B) কিনা
(C) ইউরো
(D) রিয়েল 

উত্তর :
(A) রুবেল 

৩৯.  “Terracing” – কোনটির সাথে সম্পর্কিত একটি পক্রিয়া ? 

(A) বন সংরক্ষণ
(B) মাটি সংরক্ষণ
(C) জল সংরক্ষণ
(D) বন্যজীবন সংরক্ষণ

উত্তর :
(B) মাটি সংরক্ষণ

৪০.  নিম্নোক্ত কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় ?

(A) সকারের অনুদান
(B) আয়কর
(C) গৃহ কর
(D) জমির ওপরে স্থানীয় কর 

উত্তর :
(B) আয়কর 

[ আরো দেখে নাওভারতীয় রেলওয়ে সম্পর্কিত ২১টি আশ্চর্য তথ্য যা সম্ভবত আপনি জানেন না 

[ আরো দেখে নাওপ্রশ্নোত্তরে ভারতীয় রেল 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button