Polity NotesGeneral Knowledge Notes in Bengali
Trending

ভারতের প্রধানমন্ত্রী – নিয়োগ , যোগ্যতা, কার্যকাল তালিকা

Prime Minister of India

Story Highlights
  • ভারতের প্রধানমন্ত্রী
  • ভারতের প্রধানমন্ত্রীর নিয়োগ
  • ভারতের প্রধানমন্ত্রীর যোগ্যতা
  • ভারতের প্রধানমন্ত্রীর কার্যকাল
  • ভারতের প্রধানমন্ত্রী সমূহ
  • কিছু বিশিষ্ট প্রধানমন্ত্রী বিষয়ক তথ্যাবলি

ভারতের প্রধানমন্ত্রী – নিয়োগ , যোগ্যতা, কার্যকাল তালিকা

আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা, ভারতের প্রধানমন্ত্রীর নিয়োগ, ভারতের প্রধানমন্ত্রীর কার্যকাল, ভারতের সমস্ত প্রধানমন্ত্রী তালিকা প্রভৃতি বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে ।

গ্রেট ব্রিটেনের অনুকরণে ভারতবর্ষে মন্ত্রীপরিষদ চালিত শাসনব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। মন্ত্রীপরিষদ চালিত শাসন ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল একজন নামসর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের সহাবস্থান। ভারতের রাষ্ট্রপতি হলেন নামসর্বস্বশাসক। প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী হল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রীপরিষদ। বস্তুতপক্ষে প্রধানমন্ত্রীই হলেন ভারতের রাজনৈতিক ব্যবস্থার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাকে কেন্দ্র করেই ভারতের সমগ্র শাসনযন্ত্রটি আবর্তিত হয়।

প্রধানমন্ত্রী এমন একটি অবস্থানে বিরাজ করেন যাকে কেন্দ্র করে দেশের সমগ্র শাসনযন্ত্রটি আবর্তিত হয়। যোশী (Joshi)

ভারতীয় রাজনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদাধিকারী হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী সম্পর্কে সংবিধানে বিস্তারিতভাবে কিছু বলা নেই। শুধু সংবিধানের ৭৪ (১), ৭৫ (১) এবং ৭৮ নং ধারায় প্রধানমন্ত্রীর উল্লেখ দেখতে পাওয়া যায়। সংবিধানের ৭৪ (১) নং ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতিকে তার কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রীপরিষদ থাকবে এবং রাষ্ট্রপতি সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রীকেও ‘ক্যাবিনেট তােরণের প্রধান স্তম্ভ’ (Key-stone of the cabinet arch) বলা হয়।

ভারতের প্রধানমন্ত্রীর নিয়োগ :

সংবিধানের ৭৫(১) নং ধারায় প্রধানমন্ত্রীর নিয়োগ সম্বন্ধে বলা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এবং অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও বাস্তবে এ ব্যাপারে রাষ্ট্রপতির নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করার যোগ্যতা খুব কম থাকে। কারণ লোকসভায় যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই দল বা জোটের নেতা বা নেত্রীকেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতে বাধ্য থাকেন।

ভারতের প্রধানমন্ত্রীর যোগ্যতা :

প্রধানমন্ত্রীর যোগ্যতা সম্বন্ধে সংবিধানে কিছু বলা নেই। তবে তাঁকে অবশ্যই সংসদের যে-কোনো কক্ষের সদস্য হতে হয়। সংসদের কোনো কক্ষের সদস্য নয় এমন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করা হলে তাকে ৬ মাসের মধ্যে সংসদের যে-কোনো কক্ষের সদস্য হতে হবে, অন্যথায় তাকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী সাধারণত লোকসভার সদস্যদের মধ্যে থেকেই নিযুক্ত হন। তবে ইন্দিরা গান্ধি যখন প্রথম প্রধানমন্ত্রী হন (১৯৬৬ সাল), তখন তিনি রাজ্যসভার সদস্য ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যকাল :

প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ ৫ বছর। অর্থাৎ, লােক্সভার মেয়াদ যতদিন ততদিন। জরুরি অবস্থায় লোকসভার মেয়াদ ১ বছর বৃদ্ধি পেলে প্রধানমন্ত্রীর মেয়াদও এক বছর বেড়ে যায়। আবার কার্যকাল শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি লােকসভা ভেঙে দিলে প্রধানমন্ত্রীর মেয়াদ কার্যকাল পরিসমাপ্তির পূর্বেই শেষ হয়ে যায়। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর বেতন, ভাতা ইত্যাদি সংসদ কর্তৃক প্রণীত আইন অনুসারে নির্ধারিত হয়। এছাড়া বাড়িভাড়া, মালী, দারোয়ান, ঝাড়ুদার, ড্রাইভার, পেট্রোল, বিদ্যুৎ ইত্যাদি বাবদ যাবতীয় খরচ সরকার বহন করে থাকে।

ভারতের প্রধানমন্ত্রী তালিকা

ভারতের সমস্ত প্রধানমন্ত্রী তালিকা নিচে দেওয়া রইলো ।

নংভারতের প্রধানমন্ত্রী নামকার্যকাল
জওহরলাল নেহেরু১৫.৮.৪৭-২৭.৫.৬৪ (মৃত্যু)
গুলজারিলাল নন্দ (অস্থায়ী)২৭.৫.৬৪-৯.৬.৬৪
লাল বাহাদুর শাস্ত্রী৯.৬.৬৪-১১.১.৬৬ (মৃত্যু)
গুলজারিলাল নন্দ (অস্থায়ী)১১.১.৬৬-২৪.১.৬৬ (মৃত্যু)
ইন্দিরা গান্ধি২৪.১.৬৬-২৪.৩.৭৭
মোরারজি দেশাই২৪.৩.৭৭-২৮.৭.৭৯
চরণ সিং২৮.৭.৭৯-১৪.১.৮০
ইন্দিরা গান্ধি১৪.১.৮০—৩১.১০.৮৪ (মৃত্যু)
রাজীব গান্ধি৩১.১০.৮৪-১.১২.৮৯
১০বিশ্বনাথ প্রতাপ সিং২.১২.৮৯-১০.১১.৯০
১১চন্দ্রশেখর১০.১১.৯০–২১.৬.৯১
১২পি. ভি. নরসিমা রাও২১.৬.৯১–১৫.৫.৯৬
১৩অটল বিহারী বাজপেয়ী১৬.৫.৯৬-১.৬.৯৬
১৪এইচ. ডি. দেবগৌড়া১.৬.৯৬–২১.৪.৯৭
১৫আই. কে. গুজরাল২১.৪.৯৭-১৮.৩.৯৮
১৬অটল বিহারী বাজপেয়ী১৯.৩.৯৮–২২.৫.২০০৪
১৭মনমোহন সিং২২.৫.২০০৪-২৬.৫.২০১৪
১৮নরেন্দ্র দামোদর মোদী২৬.৫.২০১৪ – বর্তমান
ভারতের প্রধানমন্ত্রী তালিকা

কিছু বিশিষ্ট প্রধানমন্ত্রী বিষয়ক তথ্যাবলি

  • ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু
  • একটানা সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে আসীন   :  জওহরলাল নেহরু (প্রায় ১৭ বছর)
  • দ্বিতীয় সবথেকে বেশি সময় প্রধানমন্ত্রীর পদে আসীন :  ইন্দিরা গান্ধি (প্রায় ১৪ বছর)
  • প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী : গুলজারিলাল নন্দ (১৪ দিন)
  • অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দুবার দায়িত্ব পালন করেন : গুলজারিলাল নন্দ [জওহরলাল নেহরুর মৃত্যুর পর (১৪ দিন) ও লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর (আবারও ১৪ দিন)
  • ভারতের একমাত্র প্রধানমন্ত্রী, যাকে প্রধানমন্ত্রী থাকাকালীন একদিনও সংসদে হাজির থাকতে হয়নি : চৌধুরি চরণ সিং
  • রাজ্যসভার সদস্য থাকাকালীন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেন : শ্রীমতী ইন্দিরা গান্ধি এবং ড. মনমোহন সিংহ
  • কোনো একটি নির্দিষ্ট টার্মে সবথেকে কম সময়ের জন্য প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছিলেন : অটল বিহারী বাজপেয়ী (13 দিন)
  • প্রধানমন্ত্রী হওয়ার আগে কোনো-না-কোনো সময়ে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছিলেন : মনমোহন সিংহ এবং বিশ্বনাথ প্রতাপ সিং
  • ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যাঁকে লোকসভায় উত্থাপিত অনাস্থা প্রস্তাবে পরাজিত হয়ে পদত্যাগ করতে হয়েছিল : ভি পি সিং
  • কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রী যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হয়েছিলেন : ইন্দ্র কুমার গুজরাল
  • একমাত্র ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারতরত্ন ও নিশান-এ-ইমতিয়াজ (পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান)—দুটো খেতাবেই ভূষিত হয়েছিলেন : মোরারজি দেশাই
  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছিলেন : এইচ ডি দেবেগৌড়া

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির PDF ফাইল ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Name : ভারতের প্রধানমন্ত্রী
  • File Size : 300 KB
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Indian Polity

আরও দেখে নাও :

ভারতের রাষ্ট্রপতি ( PDF ) – President of India

ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি – PDF

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী তালিকা – PDF

ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

জওহরলাল নেহেরু

ভারতের প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন?

গুলজারি লাল নন্দা

ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হলেন- ইন্দিরা গান্ধী।

ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহনকারী প্রথম প্রধানমন্ত্রী?

নরেন্দ্র মোদী

একটানা সবথেকে বেশি দিন ভারতের প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন কে ?

জওহরলাল নেহরু (প্রায় ১৭ বছর)

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button