Daily Current Affairs in BengaliCurrent Affairs

21st October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

21st October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২১শে অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21st October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ‘EdelGive Hurun India Philanthropy List 2022’ অনুসারে, কে ভারতের সবচেয়ে উদার ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছে?

(A) আদর পুনাওয়ালা
(B) শিব নাদার
(C) মুকেশ আম্বানি
(D) রাহুল বাজাজ

উত্তর
(B) শিব নাদার

  • HCL এর প্রতিষ্ঠাতা শিব নাদার বার্ষিক ১,১৬১ কোটি টাকা অনুদান দিয়ে ভারতের সবচেয়ে উদার ব্যক্তি হিসাবে আবির্ভূত হয়েছেন।
  • Wipro এর আজিম প্রেমজি বার্ষিক ৪৮৪ কোটি টাকা অনুদান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
  • ১২০ কোটি টাকা অনুদান দিয়ে, রোহিনী নিলেকানি দেশের সবচেয়ে উদার মহিলা সমাজসেবী।

২. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার নিয়োগের মাত্র ছয় সপ্তাহ পর পদত্যাগ করলেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নাম কি?

(A) বরিস জনসন
(B) লিজ ট্রাস
(C) ঋষি সুনক
(D) থেরেসা মে

উত্তর
(B) লিজ ট্রাস

  • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস তার নিয়োগের মাত্র ছয় সপ্তাহ পরে ২০শে অক্টোবর ২০২২-এ পদত্যাগ করেন।
  • ট্রাস স্বীকার করেছেন যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে পারেননি এবং তাই এই পদত্যাগ করেছেন।
  • তিনি ৬ই সেপ্টেম্বর ২০২২-এ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
  • এর সাথে, ট্রাস ব্রিটিশ ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য (৪৫ দিন) প্রধানমন্ত্রী হয়ে উঠলেন।

৩. কোন মন্ত্রক বারাণসীতে ১৬ই নভেম্বর ২০২২ থেকে ‘কাশী তামিল সঙ্গম’ নামক একটি মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে?

(A) শিক্ষা মন্ত্রণালয়
(B) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
(C) পর্যটন মন্ত্রণালয়
(D) বাণিজ্য মন্ত্রণালয়

উত্তর
(A) শিক্ষা মন্ত্রণালয়

  • শিক্ষা মন্ত্রক ১৬ই নভেম্বর ২০২২ থেকে বারানসীতে ‘কাশী তামিল সঙ্গম’ নামক মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে।
  • উদ্দেশ্য: বারাণসী এবং তামিলনাড়ুর মধ্যে শতাব্দী প্রাচীন জ্ঞানের বন্ধন এবং প্রাচীন সভ্যতাগত যোগসূত্রকে পুনরায় আবিষ্কার করা।

৪. কোন IIT ২০২১ এবং ২০২২ সালের জন্য ‘National Intellectual Property’ (IP) পুরস্কার জিতেছে?

(A) IIT গুয়াহাটি
(B) IIT মাদ্রাজ
(C) IIT দিল্লি
(D) IIT কানপুর

উত্তর
(B) IIT মাদ্রাজ

  • IIT-Madras ২০২১ এবং ২০২২-এর জন্য national intellectual property (IP) অ্যাওয়ার্ড জিতেছে।
  • এটি ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রক দ্বারা প্রদান করা হয়।

৫. কর্তব্যরত অবস্থায় নিহত সকল পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা-জ্ঞাপন করতে কোন দিনটিতে ‘জাতীয় পুলিশ স্মৃতি দিবস’ পালন করা হয়?

(A) ২০শে অক্টোবর
(B) ১৮ই অক্টোবর
(C) ২১শে অক্টোবর
(D) ২২শে অক্টোবর

উত্তর
(C) ২১শে অক্টোবর

  • প্রতি বছর, ২১শে অক্টোবরকে জাতীয় পুলিশ স্মৃতি দিবস হিসাবে পালন করা হয়।
  • এই দিনটি ১০ জন পুলিশ সদস্যের আত্মত্যাগকেও স্মরণ করে যারা ২১শে অক্টোবর ১৯৫৯  সালে লাদাখে চীনা সেনাবাহিনীর সাথে লড়াই করার সময় প্রাণ হারিয়েছিলেন।
  • ২০১৮ সালের অক্টোবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে ভারতের প্রথম ন্যাশনাল পুলিশ মিউসিয়ামের উদ্বোধন করেছিলেন।

৬. কোন রাজ্যে ২০২২ সালের পঞ্চম খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস অনুষ্ঠিত হবে?

(A) উত্তর প্রদেশ
(B) গুজরাট
(C) মধ্য প্রদেশ
(D) ওড়িশা

উত্তর
(C) মধ্য প্রদেশ

  • পঞ্চম খেলো ইন্ডিয়া যুব গেমস মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত হবে।
  • এটি আটটি স্থানে অনুষ্ঠিত হবে এবং এতে ৮,৫০০ জনেরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে।
  • এটি ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র, উজ্জয়িনী এবং জবলপুর সহ রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে।

৭. কর্ণাটক মন্ত্রিসভা SC সম্প্রদায়ের জন্য সংরক্ষণ ১৫% থেকে বাড়িয়ে কত করেছে?

(A) ১৯%
(B) ২০%
(C) ১৭%
(D) ১৮%

উত্তর
(C) ১৭%

  • কর্ণাটক মন্ত্রিসভা ২০শে অক্টোবর ২০২২-এ SC সম্প্রদায়ের জন্য সংরক্ষণ ১৫% থেকে ১৭% এবং ST সম্প্রদায়ের জন্য ৩% থেকে ৭% করার জন্য একটি অধ্যাদেশ অনুমোদন করেছে।
  • এর মাধ্যমে কর্ণাটকে রিজার্ভেশনের পরিমান ৫৬%-এ পৌঁছলো, যা সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত ৫০% এর উপরে।

৮. কাকে মরণোত্তর কর্ণাটক রত্ন পুরস্কার দেওয়া হয়েছে?

(A) এম. বিশ্বেশ্বরায়
(B) ড. ডি. বীরেন্দ্র হেগগড়ে
(C) ড. এইচ. নরসিমাইয়া
(D) পুনীত রাজকুমার

উত্তর
(D) পুনীত রাজকুমার

  • ১লা নভেম্বর অভিনেতা পুনীত রাজকুমারকে মরণোত্তর এই পুরস্কার প্রদান করা হবে।
  • ২০২১ সালের নভেম্বরে, পুনীত রাজকুমার মারা যাওয়ার কয়েকদিন পরেই, রাজ্য সরকার রাজ্যের চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য তাকে পুরস্কৃত করার ঘোষণা করেছিল।
  • এর আগে সর্বশেষ ২০০৯ সালে সমাজসেবার জন্য ডঃ বীরেন্দ্র হেগগড়েকে পুরস্কৃত করা হয়েছিল।

৯. কোথায় এশিয়ার বৃহত্তম ‘কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট’-এর উদ্বোধন করা হলো?

(A) কর্ণাটক
(B) উত্তর প্রদেশ
(C) পাঞ্জাব
(D) ছত্তিশগড়

উত্তর
(C) পাঞ্জাব

  • কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ১৮ই অক্টোবর ২০২২-এ পাঞ্জাবের সাঙ্গরুরে এশিয়ার বৃহত্তম কমপ্রেসড বায়ো গ্যাস (CBG) প্ল্যান্টের উদ্বোধন করেছেন৷
  • কারখানাটির বর্তমান উৎপাদন প্রতিদিন প্রায় ৬ টন।

১০. নিচের কোন রাজ্যে কাটি বিহু বা কোঙ্গালি বিহু উৎসব পালিত হয়েছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) সিকিম
(C) বিহার
(D) আসাম

উত্তর
(D) আসাম

  • আসামে, ১৮ই অক্টোবর ২০২২ এ রাজ্য জুড়ে কাটি বিহু উৎসব পালন করা হয়েছে।
  • কাটি বা কোঙ্গালি বিহু ফসল কাটার মরসুমের শুরু এবং ধানের চারা স্থানান্তর উপলক্ষ্যে প্রতিটি কৃষক পরিবারে পালিত হয়।
  • এই উপলক্ষে, আসামের বাসিন্দারা তাদের বাড়ির বাইরে এবং ধানের ক্ষেতে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আগামী মৌসুমে আরও ভাল ফসলের জন্য প্রার্থনা করে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button