Daily Current Affairs in BengaliCurrent Affairs

29th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

29th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৯শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 28th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. “Forks in the Road: My Days at RBI and Beyond” শিরোনামের বইটির লেখক কে?

(A) চক্রবর্তী রঙ্গরাজন
(B) পবন সি. লাল
(C) বিক্রম সম্পাথ
(D) রঞ্জিত বি রাই

উত্তর
(A) চক্রবর্তী রঙ্গরাজন

  • বইটি পেঙ্গুইন বিজনেস (পেঙ্গুইন গ্রুপ) দ্বারা প্রকাশিত হয়েছে।
  • বইটি ভারতীয় অর্থনীতিবিদ, প্রাক্তন সংসদ সদস্য এবং RBI-এর ১৯তম গভর্নর ডঃ সি. রঙ্গরাজনের স্মৃতিকথা।
  • বইটিতে স্বাধীনতা-উত্তর পরিকল্পনা যুগ থেকে বর্তমান সময়ে ভারতের উত্তরণ নিয়ে আলোচিত রয়েছে।

২. ICC এর ২০২২ সালের উদীয়মান খেলোয়াড় পুরস্কারের মনোনীত তালিকার পুরুষ বিভাগে নিম্নোক্ত কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে?

(A) দীপক হুদা
(B) ওমরান মালিক
(C) সূর্যকুমার যাদব
(D) আরশদীপ সিং

উত্তর
(D) আরশদীপ সিং

  • ভারতীয় আরশদীপ সিং পুরুষদের এবং ইয়াস্তিকা ভাটিয়া এবং রেণুকা সিংকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ২০২২ সালের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার মনোনয়ন তালিকার মহিলাদের বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছে ফাস্ট বোলার মার্কো জ্যানসেন, আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জারদান এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেন।

৩. সম্প্রতি কে ইন্ডিয়ান অয়েল অফিসার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন?

(A) সন্তোষ কুমার যাদব
(B) সঞ্জয় সিং
(C) অরুণ কুমার সিং
(D) কে ভি সাজি

উত্তর
(B) সঞ্জয় সিং

  • IOOA-এর নবনির্বাচিত শীর্ষ সংস্থায় সঞ্জয় সিং, সভাপতি; ঋতুরাজ বাড়োয়া, সহ-সভাপতি; অনুপ সিং, সাধারণ সম্পাদক; সৈয়দ কামার আহমেদ, সাধারণ কোষাধ্যক্ষ; এবং বাল কৃষাণ প্রজাপতি, অতিরিক্ত সাধারণ সম্পাদক।

৪. কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত বিল ২০২২ পাস করেছে?

(A) ওড়িশা
(B) গুজরাট
(C) মহারাষ্ট্র
(D) কর্ণাটক

উত্তর
(C) মহারাষ্ট্র

  • মহারাষ্ট্র বিধানসভা লোকায়ুক্ত বিল ২০২২ পাস করেছে, যা মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদকে দুর্নীতিবিরোধী ন্যায়পালের আওতায় নিয়ে আসে।

মহারাষ্ট্র :

  • রাজধানী: মুম্বাই
  • মুখ্যমন্ত্রী: একনাথ শিন্ডে
  • রাজ্যপাল: ভগত সিং কোশিয়ারি

৫. কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘সিটি ফাইন্যান্স র‌্যাঙ্কিং ২০২২’ লঞ্চ করেছে?

(A) আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়
(B) MSME মন্ত্রক
(C) কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়
(D) অর্থ মন্ত্রণালয়

উত্তর
(A) আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়

  • আর্থিক কর্মক্ষমতা এবং সৌন্দর্যের উপর ভিত্তি করে একটি নতুন শহরের র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে।
  • ‘সিটি ফাইন্যান্স র‍্যাঙ্কিং ২০২২’-এর লক্ষ্য হল শহুরে স্থানীয় সরকারগুলিকে তাদের সম্পদ সংগ্রহ, ব্যয়ের কার্যকারিতা এবং আর্থিক শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে মূল্যায়ন করা এবং পুরস্কৃত করা।

৬. G20 ডিজিটাল ইনোভেশন এলায়েন্স ক্যাম্পেইন কোন শহরে আয়োজিত হবে?

(A) ব্যাঙ্গালোর
(B) মুম্বাই
(C) আহমেদাবাদ
(D) নতুন দিল্লি

উত্তর
(A) ব্যাঙ্গালোর

  • G20 প্রেসিডেন্সির অধীনে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বনী বৈষ্ণব “G20 ডিজিটাল ইনোভেশন এলায়েন্স” (G20-DIA) লঞ্চ করেছেন।
  • G20-DIA-এর লক্ষ্য হল স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য নতুন প্রযুক্তিগত এবং উদ্ভাবনীমূলক ধারণা গ্রহণ করা।

৭. সম্প্রতি প্রয়াত নীতিন মনমোহন কোন ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন?

(A) সাংবাদিকতা
(B) বিজ্ঞান
(C) চলচ্চিত্র শিল্প
(D) রাজনীতি

উত্তর
(C) চলচ্চিত্র শিল্প

  • নিতিন মনমোহন একজন চলচ্চিত্র প্রযোজক ছিলেন।
  • তিনি ১৯৯৭ সালে ‘পৃথ্বী’ চলচ্চিত্রের মাধ্যমে একজন পরিচালক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন।
  • তিনি রোমান্টিক অ্যাকশন মুভি মহা সংগ্রামেরও পরিচালক ছিলেন।

৮. কোন দেশে নতুন ‘ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি মেমোরিয়াল’ তৈরি করা হবে?

(A) স্কটল্যান্ড
(B) বাংলাদেশ
(C) ভারত
(D) ইংল্যান্ড

উত্তর
(A) স্কটল্যান্ড

  • স্কটল্যান্ডের গ্লাসগোতে একটি নতুন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি মেমোরিয়াল তৈরি করা হবে।
  • যে লক্ষ লক্ষ ভারতীয় সৈন্যরা দুটি বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের সাথে লড়াই করে তাদের জীবন দিয়েছে, তাদের সম্মানে এটি তৈরী করা হবে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button