Daily Current Affairs in BengaliCurrent Affairs

2nd February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

2nd February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২রা ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 1st February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কোন দেশের জন্য মোট ৪.৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে?

(A) মালদ্বীপ
(B) ভুটান
(C) শ্রীলংকা
(D) বাংলাদেশ

উত্তর
(C) শ্রীলংকা

  • আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ৩১শে জানুয়ারী ২০২৩-এ বাংলাদেশের জন্য মোট ৪.৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে।
  • বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ যারা RSF এর অধীনে অর্থায়ন পায়।
  • বাংলাদেশের অর্থনৈতিক নীতিগুলিকে সমর্থন করার জন্য ৪২ মাসের মধ্যে এই তহবিলটি বাংলাদেশে বিতরণ করা হবে।

২. জানুয়ারী ২০২৩-এ GST সংগ্রহের পরিমাণ কত ছিল?

(A) ১.৫০ লক্ষ কোটি টাকা
(B) ১.৫৮ লক্ষ কোটি টাকা
(C) ১.৫৫ লক্ষ কোটি টাকা
(D) ১.৫২ লক্ষ কোটি টাকা

উত্তর
(C) ১.৫৫ লক্ষ কোটি টাকা

  • জানুয়ারি মাসে এক লাখ ৫৫ হাজার কোটি টাকারও বেশি GST রাজস্ব সংগ্রহ করা হয়েছে।
  • ২০২৩ সালের জানুয়ারি মাসে দ্বিতীয়-সর্বোচ্চ মোট GST সংগ্রহ করা হয়েছে।
  • জানুয়ারির সংগ্রহের মধ্যে ২৮ হাজার ৯৬৩ কোটির CGST, ৩৬ হাজার ৭৩০ কোটির SGST এবং ৭৯ হাজার ৫৯৯ কোটির IGST অন্তর্ভুক্ত রয়েছে।
  • ২০২২ সালের এপ্রিল মাসে এক লাখ ৬৮ হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল।

৩. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যে ‘কৃষ্ণগুরু অখণ্ড একনাম কীর্তনে’ অংশগ্রহণ করবেন?

(A) মেঘালয়
(B) নাগাল্যান্ড
(C) মণিপুর
(D) আসাম

উত্তর
(D) আসাম

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩রা ফেব্রুয়ারি ২০২৩-এ আসামের বারপেটায় কৃষ্ণগুরু একনাম আখণ্ড কীর্তনে অংশগ্রহণ করবেন।
  • পরমগুরু কৃষ্ণগুরু ঈশ্বর ১৯৭৪ সালে আসামের বারপেতার নাসাত্রা গ্রামে কৃষ্ণগুরু সেবাশ্রম প্রতিষ্ঠা করেন।
  • তিনি মহাবৈষ্ণব মনোহরদেবের নবম বংশধর, যিনি মহান বৈষ্ণব সাধক শ্রীমন্ত শঙ্করদেবের অনুসারী ছিলেন।

৪. কোন দিনটিতে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়?

(A) ২রা ফেব্রুয়ারী
(B) ৫ই ফেব্রুয়ারী
(C) ২রা মার্চ
(D) ১লা ফেব্রুয়ারী

উত্তর
(A) ২রা ফেব্রুয়ারী

  • প্রতি বছর ২রা ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব জলাভূমি দিবস।
  • এই দিনটি ইরানের রামসারে ১৯৭১ সালের ২রা ফেব্রুয়ারি জলাভূমি সম্পর্কিত কনভেনশন গৃহীত হওয়ার তারিখকে চিহ্নিত করে।
  • এটি প্রথম ১৯৯৭ সালে পালিত হয়েছিল।
  • বিশ্ব জলাভূমি দিবস ২০২৩-এর থিম হল “It’s Time for Wetlands Restoration”।

৫. ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবস ক্যাম্পে কোন রাজ্যের ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)-এর দল ‘প্রধানমন্ত্রীর ব্যানার’ জিতেছিল?

(A) গুজরাট
(B) মহারাষ্ট্র
(C) ওড়িশা
(D) তামিলনাড়ু

উত্তর
(B) মহারাষ্ট্র

  • NCC মহারাষ্ট্র অধিদপ্তর এই নিয়ে টানা দুই বছর এবং সামগ্রিকভাবে ১৯ বার RDC ব্যানার প্রতিযোগিতা জিতেছে।
  • মহারাষ্ট্রের ১১১ ক্যাডেটের NCC দল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং প্রধানমন্ত্রীর ব্যানার জিতেছে।

৬. উইজক আ্যান জি-তে অনুষ্ঠিত টাটা স্টিল দাবা টুর্নামেন্ট ২০২৩ জিতলেন কে?

(A) ম্যাগনাস কার্লসেন
(B) অনীশ গিরি
(C) হিকারু নাকামুরা
(D) ডিং লিরেন

উত্তর
(B) অনীশ গিরি

  • ডাচ খেলোয়াড় অনিশ গিরি, উইজক আ্যান জি-তে টাটা স্টিল মাস্টার্স ২০২৩ জিতেছেন।
  • এটি আ্যান জি-তে অনুষ্ঠিত বার্ষিক দাবা টুর্নামেন্টের ৮৫তম সংস্করণ ছিল।
  • এটি ১৩ থেকে ২৯শে জানুয়ারী ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

৭. কুয়েতের আল জাহরায় ITF মেন্’স টেনিস টুর্নামেন্টের ফাইনালে জয়ী হলেন কে?

(A) প্রজনেশ গুনেশ্বরন
(B) ইউকি ভামব্রি
(C) সুমিত নাগাল
(D) রামকুমার রামনাথন

উত্তর
(A) প্রজনেশ গুনেশ্বরন

  • প্রজনেশ গুনেশ্বরন ২৯শে জানুয়ারী ২০২৩-এ কুয়েতের আল জাহরায় ITF পুরুষদের টেনিস টুর্নামেন্টের ফাইনালে জয়লাভ করেছেন।
  • ফাইনালে উজবেকিস্তানের খুমায়ুন সুলতানভকে হারিয়ে জয়ী হন তিনি।
  • এর আগে তিনি ২০১৮ সালে বেঙ্গালুরু এবং অ্যানিং-এ জয়লাভ করেছিলেন।

৮. Inida-UK অ্যাচিভার্স অনার্স দ্বারা কে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত হবেন?

(A) নির্মলা সীতারমন
(B) রঘুরাম রাজন
(C) পীযূষ গয়াল
(D) মনমোহন সিং

উত্তর
(D) মনমোহন সিং

  • ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে সম্প্রতি অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে অবদানের জন্য লন্ডনে ইন্ডিয়া-UK অ্যাচিভার্স অনার দ্বারা আজীবন সম্মাননা প্রদান করা হবে।
  • National Indian Students and Alumni Union (NISAU) UK এই সম্মাননা প্রদান করবে।

৯. বাজেট ২০২৩ অনুযায়ী, ITR-এর জন্য সংশোধিত গড় প্রক্রিয়াকরণের সময় (average processing time) কত?

(A) ২১ দিন
(B) ১৬ দিন
(C) ১৮ দিন
(D) ২০ দিন

উত্তর
(B) ১৬ দিন

  • কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১লা ফেব্রুয়ারি, ২০২৩-এ কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের সময় বলেছেন যে আয়কর রিটার্নের জন্য গড় প্রক্রিয়াকরণের সময় ৯৩ থেকে ১৬ দিনে নামিয়ে আনা হয়েছে।
  • কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪-এ ভারতীয় রেলের জন্য ২.৪ লক্ষ কোটি টাকার মূলধন ব্যয় করা হবে।

১০. বাজেট ২০২৩ অনুযায়ী, উন্নয়নের জন্য কতগুলি পর্যটন গন্তব্য নির্বাচন করা হয়েছে?

(A) ৫০
(B) ৪০
(C) ২০
(D) ৩০

উত্তর
(A) ৫০

  • ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমনের মতে ২০২৩ এর বাজেটে ৫০টি পর্যটন স্পটকে উন্নয়নের জন্য বেছে নেওয়া হবে।
  • রাজ্যগুলির সক্রিয় অংশগ্রহণ, সরকারি কর্মসূচির সংমিশ্রণ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে একটি মিশনের ভিত্তিতে পর্যটন প্রচার করা হবে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button