Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 8th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?

(A) কেভিন ম্যাকার্থি
(B) ন্যান্সি পেলোসি
(C) মাইক রজার্স
(D) জেরি কার্ল

উত্তর
(A) কেভিন ম্যাকার্থি

  • মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি।
  • তিনি হাউসে সংখ্যালঘু নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • ম্যাকার্থি মার্কিন প্রতিনিধি পরিষদের ৫৫তম স্পিকার।
  • তিনি প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির নেতা ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হয়েছেন।
  • তিনি ৯বার মার্কিন পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন।

২. G20-এর প্রথম ‘গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনক্লুশন’ সভা কোন শহরে শুরু হয়েছিল?

(A) চেন্নাই
(B) ভোপাল
(C) ব্যাঙ্গালোর
(D) কলকাতা

উত্তর
(D) কলকাতা

  • G20 এর ‘Global Partnership for Financial Inclusion’ শীর্ষ সম্মেলন ৯ই জানুয়ারী, ২০২৩ এ কলকাতায় শুরু হয়েছে।
  • আর্থিক সাফল্য এবং উত্পাদনশীলতা বৃদ্ধির জন্য সকলের কাছে ডিজিটাল লেনদেনের সুবিধা উন্নত করার উপর আলোচনার মাধ্যমে সম্মেলনটি শুরু হয়েছিল।

৩. ভারতের কোন রাজ্য প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কিং রাজ্যে পরিণত হয়েছে?

(A) কেরালা
(B) কর্ণাটক
(C) গুজরাট
(D) তামিলনাড়ু

উত্তর
(A) কেরালা

কেরালা :

  • রাজধানী: তিরুবনন্তপুরম
  • গভর্নর: আরিফ মোহাম্মদ খান
  • মুখ্যমন্ত্রী: পিনারাই বিজয়ন

৪. সম্প্রতি প্রয়াত প্রথম কাশ্মীরি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্তের নাম কী?

(A) কুররাতুল হায়দার
(B) আলী সরদার জাফরী
(C) রেহমান রাহী
(D) কেদারনাথ সিং

উত্তর
(C) রেহমান রাহী

  • একজন সুপরিচিত কবি এবং কাশ্মীরের প্রথম জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত প্রফেসর রেহমান রাহি ৯ই জানুয়ারী ২০২৩-এ প্রয়াত হয়েছেন।
  • তিনি কবিতার একাধিক বই প্রকাশ করেছিলেন এবং বিশ্বের বিখ্যাত কিছু কবিদের লেখা কাশ্মীরি ভাষায় অনুবাদ করেছিলেন।
  • ২০০৭ সালে, তিনি তাঁর সংকলন ‘সিয়াহ রুদ জায়েরেন মানজ’ এর জন্য দেশের শীর্ষ সাহিত্য সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন।
  • তিনি তার অবদানের জন্য ২০০০ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।
  • এছাড়াও ১৯৬১ সালে তাঁর ‘নওরোজ-ই-সাবা’ কবিতার বইয়ের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেছিলেন তিনি।

৫. কোন ভারতীয় ক্রীড়াবিদ সম্প্রতি অনূর্ধ্ব-১৫ ব্রিটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ খেতাব শিরোপা জিতেছেন?

(A) দীপিকা পল্লীকাল
(B) আনহাত সিং
(C) অদ্বিতা শর্মা
(D) কৃষ্ণ মিশ্র

উত্তর
(B) আনহাত সিং

  • ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় আনাহাত সিং, ৮ই জানুয়ারী, ২০২৩-এ বার্মিংহামে বিখ্যাত ব্রিটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মেয়ের অনূর্ধ্ব-১৫ শিরোপা জিতেছেন।
  • ১৪ বছর বয়সী আনাহাত সিং গত বছর কমনওয়েলথ গেমসে ভারতের সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী ছিলেন।

৬. কোন শহরে সম্প্রতি আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ২০২৩ শুরু হয়েছে?

(A) আহমেদাবাদ
(B) ভোপাল
(C) কলকাতা
(D) মুম্বাই

উত্তর
(A) আহমেদাবাদ

  • আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ২০২৩, ৮ই জানুয়ারি গুজরাটের আহমেদাবাদে শুরু হয়েছে।
  • দুই বছর পর আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
  • আগের সংস্করণটি ২০২০ সালে ৪৩টি দেশের ১৫৩ জন অংশগ্রহণকারীর সাথে অনুষ্ঠিত হয়েছিল।
  • আহমেদাবাদ ছাড়াও সুরাট, ভাদোদরা, রাজকোট, দ্বারকা, এস-তেও আয়োজন করা হবে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব।

৭. কোন দিনটিতে ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস উদযাপন করা হল?

(A) ১০ই জানুয়ারী
(B) ১২ই জানুয়ারী
(C) ৫ই জানুয়ারী
(D) ৯ই জানুয়ারী

উত্তর
(D) ৯ই জানুয়ারী

  • মহাত্মা গান্ধী যেদিন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মুম্বাইতে ফিরে আসেন সেই দিনটি উদযাপনের জন্য প্রবাসী ভারতীয় দিবস বা NRI দিবস আনুষ্ঠানিকভাবে ৯ই জানুয়ারি পালন করা হয়।
  • দেশের উন্নয়নে সাহায্য করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য দিনটি পালিত হয়।

৮. ভূমি তলিয়ে যাওয়ার কারণে সম্প্রতি কোন শহর দুর্ঘটনার সম্মুখীন হয়েছে?

(A) নৈনিতাল
(B) জোশীমঠ
(C) মুসৌরি
(D) ঋষিকেশ

উত্তর
(B) জোশীমঠ

  • ভূমি তলিয়ে যাওয়ার কারণে জোশীমঠ শহর জুড়ে অনেক রাস্তা এবং বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে।
  • এই ধরনের ফাটল এখন বেশ কয়েক বছর ধরে শহর এবং এর আশেপাশে পরিলক্ষিত হচ্ছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button