Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩২

General Awareness MCQ – Set 132

২৭৪১. ৪৯তম সমান্তরাল (49th Parallel ) কোন দুটি দেশের মধ্যে সীমানা রেখা ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা
(B) উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
(C) জার্মানি এবং ফ্রান্স
(D) ব্রাজিল এবং চিলি

উত্তর :
(A) মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা

২৭৪২. জিব্রাল্টারের প্রণালী কোন দুটি দেশকে পৃথক করে ?

(A) মরক্কো এবং স্পেন
(B) আফগানিস্তান ও পাকিস্তান
(C) পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়া
(D) মেক্সিকো এবং কিউবা

উত্তর :
(A) মরক্কো এবং স্পেন

জিব্রাল্টারের প্রণালী মরক্কো এবং স্পেনকে পৃথক করে। এটি ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে।


২৭৪৩. প্রতিটি গ্রাম পঞ্চায়েত ছোট ছোট অঞ্চলে বিভক্ত। এই অঞ্চলগুলিকে কী বলা হয় ?

(A) গ্রাম
(B) টাউন
(C) ওয়ার্ড
(D) ব্লক 

উত্তর :
(C) ওয়ার্ড 

২৭৪৪. আতশবাজিতে ক্রিমসন লাল রঙের জন্য কোন উপাদানটি দায়ী ?

(A) সোডিয়াম
(B) বেরিয়াম
(C) স্ট্রনসিয়াম
(D) ক্রোমিয়াম 

উত্তর :
(C) স্ট্রনসিয়াম

আতশবাজিতে স্ট্রনসিয়াম – ক্রিমসন লাল, সোডিয়াম – হলুদ এবং বেরিয়াম সবুজ রং উৎপন্ন করতে সাহায্য করে ।


২৭৪৫. রসায়নাগারে কেমিক্যাল রাখতে জেনা গ্লাস (Xena Glass ) ব্যবহার করা হয় কারণ এতে থাকে 

(A) সিলিকা
(B) পটাস
(C) CeO2
(D) জিংক এবং বেরিয়াম বোরোসিলিকেট 

উত্তর :
(D) জিংক এবং বেরিয়াম বোরোসিলিকেট

জিংক এবং বেরিয়াম বোরোসিলিকেট থাকায় এই কাঁচগুলি উচ্চমানের হয় ।


২৭৪৬. সোনার (SONAR ) ______ নীতির উপর ভিত্তি করে তৈরি ।

(A) শব্দের প্রতিফলন
(B) অনুরণন
(C) ভর
(D) বেগ 

উত্তর :
(A) শব্দের প্রতিফলন

SONAR  ( Sound Navigation And Ranging ) কাজ করে শব্দের প্রতিফলন (echo ) কে কাজে লাগিয়ে ।




২৭৪৭. ম্যাগনেসিয়াম সালফেট হেপাটাইহাইড্রেটের সাধারণ নাম

(A) এপসম লবন
(B) বোরাক্স
(C) জিপসাম
(D) লাইম 

উত্তর :
(A) এপসম লবন 

২৭৪৮. কার্বনের কোন অ্যালোট্রোপ লুব্রিক্যান্ট এবং পেন্সিলগুলিতে সীসা হিসাবে ব্যবহৃত হয় ?

(A) হীরা
(B) কয়লা
(C) কাঠকয়লা
(D) গ্রাফাইট 

উত্তর :
(D) গ্রাফাইট 

২৭৪৯. বিজেন্দর সিং কোন খেলার সাথে সম্পর্কিত ?

(A) কুস্তি
(B) বক্সিং
(C) ক্রিকেট
(D) দাবা

উত্তর :
(B) বক্সিং

বিজেন্দর সিং বেনিওয়াল (বিজেন্দর সিং বা বিজেন্দর বেনিওয়াল নামেও পরিচিত) অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার


২৭৫০. একটি বাষ্প ইঞ্জিন বাষ্পের তাপ শক্তিকে ______-তে রূপান্তর করে ।

(A) বৈদ্যুতিক শক্তি
(B) রাসায়নিক শক্তি
(C) যান্ত্রিক শক্তি
(D) তাপ শক্তি

উত্তর :
(C) যান্ত্রিক শক্তি

আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩১

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩০

সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৯

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button