26th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
26th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৬শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 25rd December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. ফোর্বসের বার্ষিক বিশ্বের সর্বোচ্চ আয়কারী মহিলা ক্রীড়াবিদদের তালিকার শীর্ষ ২৫-এ স্থান পাওয়া একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ কে?
(A) পিভি সিন্ধু
(B) সাইখোম মীরাবাই চানু
(C) মেরি কম
(D) সাইনা নেহওয়াল
- ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু হলেন একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ যিনি ফোর্বসের বার্ষিক বিশ্বের সর্বোচ্চ আয়কারী মহিলা ক্রীড়াবিদদের তালিকার শীর্ষ ২৫-এ স্থান পেয়েছেন৷
- তিনি তালিকায় ১২তম স্থানে রয়েছেন।
- ওসাকা এই তালিকায় শীর্ষে রয়েছেন অর্থাৎ তিনি বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী মহিলা ক্রীড়াবিদ৷
২. নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে?
(A) পুষ্প কমল দহল
(B) কেপি শর্মা অলি
(C) গিরিজা প্রসাদ কৈরালা
(D) শের বাহাদুর দেউবা
- নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি ২৫শে ডিসেম্বর ২০২২-এ পুষ্প কমল দাহাল-কে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।
- তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি।
- তিনি প্রধানমন্ত্রী হিসেবে নেপালি কংগ্রেস দলের শের বাহাদুর দেউবার স্থলাভিষিক্ত হবেন।
- নেপালের সংসদকে সাংঘিয়া সংসদ বলা হয়।
৩. ‘বীর বাল দিবস’ কোন দিনটিতে পালিত হয়?
(A) ২৩শে ডিসেম্বর
(B) ২৫শে ডিসেম্বর
(C) ২২শে ডিসেম্বর
(D) ২৬শে ডিসেম্বর
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬শে ডিসেম্বরকে শ্রী গুরু গোবিন্দ সিং-এর পুত্র, বাবা জোরওয়ার সিং এবং বাবা ফতেহ সিং-এর শাহাদাতের স্মরণে বীর বাল দিবস হিসাবে ঘোষণা করেছেন৷
৪. ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রি কার নামে একটি নক্ষত্রের নামকরণ করেছে?
(A) মহাত্মা গান্ধী
(B) মনোহর পারিকর
(C) সুষমা স্বরাজ
(D) অটল বিহারী বাজপেয়ী
- ২৫শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে তাঁর নামে একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে।
- তাঁর জন্মবার্ষিকীতে দ্বারা দেশে ‘সুশাসন দিবস’-ও পালিত হয়। , পৃথিবী থেকে নক্ষত্রটির দূরত্ব ৩৯২.০১ আলোকবর্ষ।
৫. ফিজির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
(A) সিতিভনি রাবুকা
(B) জোকো উইডোডো
(C) নাইকামা লালাবালাভু
(D) ভোরেকে ফ্রাঙ্ক বাইনিমারামা
- ফিজির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সিতিভনি রাবুকা।
- তিনি হবেন দেশের দ্বাদশ প্রধানমন্ত্রী।
- তিনি এর আগে ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্তও ফিজির প্রধানমন্ত্রী ছিলেন।
- রাজধানী: সুভা
৬. কোন IIIT তীব্র হৃদরোগীদের জন্য একটি কৃত্রিম হৃদপিণ্ড বানিয়েছে?
(A) IIT খড়গপুর
(B) IIT কানপুর
(C) IIT মুম্বাই
(D) IIT মাদ্রাজ
- IIT কানপুর একটি কৃত্রিম হৃদপিণ্ড বানিয়েছে যা তীব্র কার্ডিয়াক সমস্যাযুক্ত লোকেদের জন্য দুর্দান্ত সাহায্য করবে।
- IIT কানপুরের ডিরেক্টর, অভয় করন্দিকরের মতে আগামী বছর থেকে প্রাণীদের উপর এর ট্রায়াল শুরু হবে।
৭. কোন দিনটিতে লাদাখি নববর্ষ উপলক্ষে লোসার উৎসব উদযাপিত হয়েছে?
(A) ২৪শে ডিসেম্বর
(B) ২৫শে ডিসেম্বর
(C) ২৬শে ডিসেম্বর
(D) ২৭শে ডিসেম্বর
- লোসার উত্সব ২৪শে ডিসেম্বর ২০২২ এ লাদাখে উদযাপিত হয়েছে৷
- লোসার উত্সব বা লাদাখি নববর্ষ হল লাদাখের প্রধান সামাজিক-ধর্মীয় উত্সব ৷
- এই উৎসবটি নয় দিন চলবে।
৮. সম্প্রতি কোথায় Bomb Cyclone চলছে?
(A) আমেরিকা
(B) অস্ট্রেলিয়া
(C) গ্রীনল্যাণ্ড
(D) ইতালি
- মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে তুষারপাত ও বিদ্যুৎ বিভ্রাটের সাথে Bomb Cyclone চলছে।
- ক্রিসমাসের সময়, Bomb Cyclone এর ফলে – ৪০ ডিগ্রি ফারেনহাইটের নিচে তাপমাত্রা চলেগেছিলো।
- হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি মহাসড়ক অবরুদ্ধ করা হয়েছে।
- জনগণদের বাড়ির বাইরে পা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
To check our latest Posts - Click Here