Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th – 10th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th – 10th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ থেকে ১০ অক্টোবর  – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th – 10th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।


দেখে নাও – 


Daily Current Affairs MCQ in Bengali

১. সম্প্রতি কে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন?

(A) সঞ্জয় ভার্গব
(B) যোগেশ সিং
(C) আমিশ কুমার
(D) পদ্মজা চুন্ডুরু

উত্তর :
(B) যোগেশ সিং
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ২৩তম উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন যোগেশ সিং ।

২. সম্প্রতি “কে. ভি. সুব্রহ্মণিয়ান” নিম্নোক্ত কোন পদ থেকে পদত্যাগ করলেন ?

(A) প্রধান অর্থনৈতিক উপদেষ্টা
(B) ভারতের অ্যাটর্নি জেনারেল
(C) সুপ্রিম কোর্টের বিচারপতি
(D) RBI গভর্নর

উত্তর :
(A) প্রধান অর্থনৈতিক উপদেষ্টা
ভারতের Chief Economic Adviser বা প্রধান অর্থনৈতিক উপদেষ্টা -এর পদ থেকে সরে দাঁড়ালেন কে. ভি. সুব্রহ্মণিয়ান।

৩. CoinSwith এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন ?

(A) রণবীর কাপুর
(B) অমিতাভ বচ্চন
(C) রণবীর সিং
(D) বিরাট কোহলি

উত্তর :
(C) রণবীর সিং
ক্রিপ্টো প্লাটফর্ম CoinSwith এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন – রণবীর সিং।

৪. ভারতীয় চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য সম্প্রতি কে চতুর্থ সত্যজিৎ রায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ?

(A) মৃণাল সেন
(B) বিমল রায়
(C) আদুর গোপালকৃষ্ণন
(D) বেজাওয়াদা গোপাল

উত্তর :
(D) বেজাওয়াদা গোপাল
তেলেগু পরিচালক বেজাওয়াদা গোপাল ভারতীয় চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য সম্প্রতি চতুর্থ সত্যজিৎ রায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ।

৫. কোন দিনটি বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়?

(A) অক্টোবর ১
(B) অক্টোবর ৭
(C) অক্টোবর ৯
(D) অক্টোবর ১৪

উত্তর :
(C) অক্টোবর ৯
১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বার্নে ২২ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গঠিত হয় আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়ন। দিনটি স্মরণীয় হিসেবে রাখতে সংগঠনের পক্ষ থেকে ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস ঘোষণা করা হয়।
২০২১ সালের বিশ্ব ডাক দিবসের থিম – ‘ইনোভেট টু রিকভার’

৬. ২০২১ সালের অক্টোবরে কে এয়ারটেলের নতুন CFO হিসেবে নিযুক্ত হলেন ?

(A) বাদল বাগরি
(B) সৌমেন রায়
(C) গোপাল ভিটল
(D) সুনীল ভারতী মিত্তল

উত্তর :
(B) সৌমেন রায়
বাদল বাগরি সম্প্রতি এয়ারটেলের CFO এর পদ থেকে পদত্যাগ করেছেন । তার জায়গায় এয়ারটেলের নতুন CFO হিসেবে নিযুক্ত হলেন সৌমেন রায়।

৭. সম্প্রতি কোন কোম্পানি এয়ার ইন্ডিয়া অধিগ্রহণের জন্য দরপত্র জিতে নিয়েছে ?

(A) Adani Group
(B) Tata Sons
(C) Aditya Birla Group
(D) Reliance Group

উত্তর :
(B) Tata Sons
১৮,০০০ কোটি টাকা দিয়ে সম্প্রতি এয়ার ইন্ডিয়ার নিলাম জিতে নিয়েছে Tata Sons। প্রসঙ্গত উল্লেখ্য যে ১৯৩০ সালে এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন জে আর ডি টাটা ।

৮. ২০২১ সালের অক্টোবরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন ?

(A) প্রিয়াঙ্কা চোপড়া
(B) দীপিকা পাড়ুকোন
(C) বিদ্যা বালান
(D) কিয়ারা আদভানি

উত্তর :
(D) কিয়ারা আদভানি
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ।

৯. ৯ই অক্টোবর থেকে ৩দিনের ভারত সফরে আসছেন মেটে ফ্রেডেরিকসেন। তিনি কোন দেশের বর্তমান প্রধানমন্ত্রী ?

(A) ফ্রান্স
(B) ডেনমার্ক
(C) নেদারল্যান্ড
(D) আয়ারল্যান্ড

উত্তর :
(B) ডেনমার্ক
সম্প্রতি ডেনমার্ক এর প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ৩ দিনের ভারত সফরে এসেছেন।

১০. ভবিষ্যত স্ট্রাটেজি হিসেবে নাসা মহাকাশের এক গ্রহাণু লক্ষ্য করে রকেট নিক্ষেপ করতে চলেছে। নাসার এই মিশনটির নাম কি রাখা হয়েছে ?

(A) Falcon
(B) Psyche
(C) DART
(D) Dust

উত্তর :
(C) DART
DART (Double Asteroid Redirection Test )

১১. ২০২১ সালের Henley Passport Index -এ ভারতের অবস্থান কততম ?

(A) ৮৬
(B) ৮৪
(C) ৮৮
(D) ৯০

উত্তর :
(D) ৯০
সম্প্রতি প্রকাশিত Henley Passport Index -এ ভারত রয়েছে ৯০তম স্থানে । শীর্ষে রয়েছে জাপান ও সিঙ্গাপুর ।

দেখে নাও : India’s Rank In Different Indexes 2021 PDF Download


১২. প্রতিদিন ১৫লক্ষ নাগরিককে ভ্যাকসিন দেবার লক্ষ্যে ‘মিশন কবচ কুন্ডল (Mission Kavach Kundal )’ শুরু করলো কোন রাজ্য সরকার ?

(A) দিল্লি
(B) উত্তরপ্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) কর্ণাটক

উত্তর :
(C) মহারাষ্ট্র
মহারাষ্ট্র সরকার ৮ থেকে ১৪ই অক্টোবর একটি গণ-ভ্যাকসিনেশন এর জন্য ‘মিশন কবচ কুন্ডল (Mission Kavach Kundal )’ শুরু করেছে ।

১৩. ভারতে প্রথম স্মার্ট ফোনের সাহায্যে ভোট দেবার জন্য অ্যাপ লঞ্চ করেছে কোন রাজ্য সরকার ?

(A) গুজরাট
(B) কর্ণাটক
(C) কেরালা
(D) তেলেঙ্গানা

উত্তর :
(D) তেলেঙ্গানা
তেলেঙ্গানা নির্বাচন কমিশন সম্প্রতি এই অ্যাপটির টেস্ট করেছে । এর জন্য একটি নকল নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী, রোগী, ভোট গ্রহণকারী অফিসার, এবং আবশ্যিক কর্মে নিযুক্ত ব্যক্তিদের জন্য মূলত এই অ্যাপ।

১৪. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ১০
(B) অক্টোবর ৮
(C) ডিসেম্বর ১৪
(D) অক্টোবর ১৪

উত্তর :
(A) অক্টোবর ১০
১৯৯২ সালের ১০ অক্টোবর ওয়ার্ল্ড ফেডারেশন অব মেন্টাল হেলথের পক্ষ থেকে প্রথম পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।

১৫. সম্প্রতি কোন রাজ্যের লোকপ্রিয় গোপীনাথ বরদলোই আন্তর্জাতিক এয়ারপোর্টের কার্যভার তুলে নিলো আদানি গ্রুপ ?

(A) ওড়িশা
(B) আসাম
(C) মনিপুর
(D) মেঘালয়

উত্তর :
(B) আসাম
আসামের লোকপ্রিয় গোপীনাথ বরদলোই আন্তর্জাতিক এয়ারপোর্টের কার্যভার তুলে নিলো আদানি গ্রুপ। মূলত ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্ট কাজ ন্যস্ত হবে আদানি গ্রুপের হাতে ।

১৬. মোহাম্মদ বেভোগুই সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন ?

(A) ফিলিপাইন
(B) ইউক্রেন
(C) গিনি
(D) আলাস্কা

উত্তর :
(C) গিনি
মোহাম্মদ বেভোগুই গিনির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button