Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

13th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩ই মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) মাহিন্দা রাজাপাকসে
(B) রনিল বিক্রমাসিংহে
(C) গোটাবায়া রাজাপাকসে
(D) জি এল পিরিস

[spoiler title=”উত্তর : “] (B) রনিল বিক্রমাসিংহে

  • এর আগের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ৯ই মে ২০২২-এ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর ১২ই মে পাঁচ বারের প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে আবার শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি ১৯৯৪ সাল থেকে ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা।
[/spoiler]

২. কোন রাজ্যে, GAIL (India) Ltd ভারতের বৃহত্তম ‘প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন’ (PEM) ইলেক্ট্রোলাইজার স্থাপন করতে চলেছে?

(A) কর্ণাটক
(B) উত্তর প্রদেশ
(C) অন্ধ্র প্রদেশ
(D) মধ্য প্রদেশ

[spoiler title=”উত্তর : “] (D) মধ্য প্রদেশ

  • প্রকল্পটি মধ্যপ্রদেশের গুনা জেলার GAIL-এর বিজয়পুর কমপ্লেক্সে ইনস্টল করা হবে এবং এটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর ভিত্তি করে করা হবে।
  • প্রকল্পটি প্রতিদিন প্রায় ৪.৩ মেট্রিক টন হাইড্রোজেন উৎপাদন করার জন্য ডিজাইন করা হয়েছে।
[/spoiler]

৩. ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’ (CII) এর প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সঞ্জীব বাজাজ
(B) মুকেশ আম্বানি
(C) অনিল আম্বানি
(D) গৌতম আদানি

[spoiler title=”উত্তর : “] (A) সঞ্জীব বাজাজ

  • বাজাজ ফিনসার্ভ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, সঞ্জীব বাজাজ, Confederation of Indian Industry (CII) এর সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  • তিনি TATA স্টিল লিমিটেডের CEO এবং ম্যানেজিং ডিরেক্টর টি ভি নরেন্দ্রনের স্থলাভিষিক্ত হলেন।
[/spoiler]

৪. বিদেশে কর্মসংস্থানের সুযোগ সন্ধানী যুবকদের জন্য কোন শহরে একটি ‘স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার’ স্থাপন করা হবে?

(A) আহমেদাবাদ
(B) গান্ধীনগর
(C) বারাণসী
(D) পাঞ্জি

[spoiler title=”উত্তর : “] (C) বারাণসী

  • Skill India বা ভারতের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা চালু করা একটি প্রচারণা।
  • এটি ভারতের National Skills Development Corporation দ্বারা পরিচালিত হয়।
  • অফিসিয়াল ওয়েবসাইট: skillindia.gov.in
  • চালু হওয়ার সাল : ২০১৫
  • লঞ্চ করেছেন : নরেন্দ্র মোদি (প্রধানমন্ত্রী)
[/spoiler]

৫. কাকে সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনের (ECI) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) রাজীব কুমার
(B) নরেশ কুমার
(C) ভেঙ্কটারমণি সুমন্ত্রণ
(D) অলকেশ কুমার শর্মা

[spoiler title=”উত্তর : “] (A) রাজীব কুমার

  • রাজীব কুমারকে ১৫ই মে ২০২২ থেকে ভারতের নির্বাচন কমিশনের (ECI) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হবে।
  • ১৪ই মে, ২০২২-এ বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের কার্যালয় ত্যাগ করার পরে তিনি এই পদটি গ্রহণ করবেন।
  • রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এই নিয়োগ করেছেন।
[/spoiler]

৬. ‘সাইপ্রাস ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক্স মিটিং ২০২২’-এ, কে সম্প্রতি লিমাসোলে মহিলাদের ১০০ মিটার হার্ডলেস-এ (Hurdles) স্বর্ণপদক জিতে জাতীয় রেকর্ড ভেঙেছেন?

(A) আংশু মালিক
(B) পূজা জাত্যন
(C) জ্যোতি ইয়ারাজি
(D) রিয়া জাদন

[spoiler title=”উত্তর : “] (C) জ্যোতি ইয়ারাজি

  • সাইপ্রাস ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক্স মিটিং ২০২২-এ, ভারতের জ্যোতি ইয়ারাজি ১১ই মে ২০২২-এ লিমাসোলে মহিলাদের ১০০ মিটার হার্ডলেসে স্বর্ণপদক জিতে জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছিলেন।
  • আর এক ভারতীয় অ্যাথলিট লিলি দাস মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন।
[/spoiler]

৭. এশিয়ার কোন দেশ প্রথম NATO Cyber Defence Group এ যোগদান করলো?

(A) ভারত
(B) চীন
(C) থাইল্যান্ড
(D) দক্ষিণ কোরিয়া

[spoiler title=”উত্তর : “] (D) দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া :

  • প্রেসিডেন্ট : ইউন সিওক-ইউল
  • রাজধানী : সিওল
  • মুদ্রা : ওন
[/spoiler]

৮. কাকে সম্প্রতি ‘পরম বিশিষ্ট সেবা মেডেল’- প্রদান করা হল?

(A) মনোজ পান্ডে
(B) অজয় সিং
(C) অমরদ্বীপ সিং
(D) সুরিন্দর সিং মহল

[spoiler title=”উত্তর : “] (A) মনোজ পান্ডে

  • জেনারেল মনোজ পান্ডে ১লা মে ২০২২-এ ভারতের ২৯তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং সেনাবাহিনীতে শীর্ষ পদে অধিষ্ঠিত প্রথম কর্পস অফ ইঞ্জিনিয়ার্স অফিসার হয়েছেন।
  • পরম বিশিষ্ট সেবা পদক ভারতের একটি সামরিক পুরস্কার।
  • এটি ১৯৬০ সালে চালু হয়েছিল।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button