Pedagogy MCQ

১০০টি শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ প্রশ্ন ও উত্তর PDF

Child Study and Child Psychology PDF in Bengali

শিশু মনস্তত্ত্ব || শিশু শিক্ষা ও বিকাশ || Bengal TET MCQ

৮১. নিচের কোনটি শিশুর শিখন অক্ষমতার অন্তর্গত নয় ?

(A) প্রজ্ঞাভিত্তিক সমস্যা
(B) অসামঞ্জস্যপূর্ন পাঠক্রম
(C) মা বাবর অনুপস্থিতি
(D) শিক্ষকের ভূল শিক্ষন পদ্ধতির ব্যবহার

উত্তর
(C) মা বাবর অনুপস্থিতি


৮২. DPEG এর সম্পূর্ন নাম কি ?

(A) District Primary Education Programe
(B) District Primary Education Project
(C) District of Primary Education Project
(D) কোনটিই নয়

উত্তর
(A) District Primary Education Programe


৮৩. TIC এরসম্পূর্ন নাম কি ?

(A) Total Literacy Campaign
(B) Target Lavel Communication
(C) Teaching and Learning Communication
(D) কোনটিই নয়

উত্তর
(A) Total Literacy Campaign


৮৪. শিখন অক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায় –

(A) যে সব শিশুদের শেখার ক্ষমতা থাকে না
(B) শিখন ক্ষমতা থাকলে ও সেই ক্ষমতার সঠিক ব্যবহার করে না
(C) দৈহিক অক্ষমতা সম্পন্ন শিশু
(D) মানসিক অক্ষমতা সম্পন্ন শিশু

উত্তর
(B) শিখন ক্ষমতা থাকলে ও সেই ক্ষমতার সঠিক ব্যবহার করে না


৮৫. একটি Creative Child সর্বদাই –

(A) যার এ্যাকাডেমি পরিসংখ্যান ভালো
(B) আই কিউ সাধারনের উপরে
(C) কঠিন কাজ করার ক্ষমতা থাকে
(D) প্রকাশ ক্ষমতা বেশী

উত্তর
(B) আই কিউ সাধারনের উপরে


৮৬. একটি Gifted Child এর।

(A) আই কিউ সর্বদাই বেশি
(B) সবসময় ব্যতিক্রম ধর্মী
(C) কঠিন কাজ করার ক্ষমতা থাকে
(D) শিক্ষককে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে

উত্তর
(A) আই কিউ সর্বদাই বেশি


৮৭. নিচের কোন বৈশিষ্ট্য টি Gifted Child এর বৈশিষ্ট্য নয় ?

(A) দুত বোঝার ক্ষমতা
(B) উচ্চমানের মনোনিবেশ ক্ষমতা
(C) দীর্ঘক্ষন ধরে মনোযোগ ধরে রাখতে পার
(D) খারাপ হাতের লেখা

উত্তর
(D) খারাপ হাতের লেখা


৮৮. Highly Gifted Child এর IQ হল –

(A) ১৪৫ – ১৪৯
(B) ১৩০ – ১৪৪
(C) ২০০ – ২৫০
(D) ১১৫ – ১২৯

উত্তর
(A) ১৪৫ – ১৪৯


৮৯. Gifted Child জন্য বিদ্যালয়ের কি করা উচিত ?

(A) উন্নত মানের ও যথেষ্ট পরিমান TLM প্রস্তুত করা
(B) বিদ্যালয় কক্ষের সংখ্যা বাড়ানো
(C) পরীক্ষায় বেশী নম্বর দেওয়া
(D) বেশী সময় ধরে পড়ানো

উত্তর
(A) উন্নত মানের ও যথেষ্ট পরিমান TLM প্রস্তুত করা


৯০. নিচের কোন বিষয়টি Munless on বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ?

(A) অনুভূতি প্রশিক্ষনের নীতি
(B) ভালো বিদ্যালয় নির্মান
(C) কৌশল ও পর্যবেক্ষন
(D) কোনটিই নয়।

উত্তর
(B) ভালো বিদ্যালয় নির্মান


৯১. শিখন মডেল ভিত্তি তৈরী করেন –

(A) Jean Piaget
(B) Robert Glaeer
(C) Gorden
(D) B.F. Skinner

উত্তর
(B) Robert Glaeer


৯২. শিখনের প্রথম ধাপ হল –

(A) পঠন
(B) প্রেষনা
(C) লিখন
(D) পাঠ্যসূচীর শিক্ষণ

উত্তর
(B) প্রেষনা


৯৩. ভালো শিক্ষকের ক্ষেত্রে শিক্ষক নিচের কোনটি ব্যবহার করবে ?

(A) ফিল্মস
(B) অডিও ভিজুয়্যাল এ্যডস
(C) মডেল
(D) চার্ট

উত্তর
(B) অডিও ভিজুয়্যাল এ্যডস


৯৪. শিখন হল কাজের –

(A) পরিষেবা
(B) চীর ধর্মীতা
(C) ব্যবস্থাপনা
(D) দক্ষতার বিকাশ

উত্তর
(B) চীর ধর্মীতা


৯৫. “Teacher is not a every bodies a cup of tea” – উক্তিটি কার ?

(A) পেস্ট্যালোজি
(B) টোড
(C) টমাস মুলার
(D) কুইনটিলিওন

উত্তর
(B) টোড


৯৬. শিখনের ধারনা পরিচালিত হবে বা শিখন শুরু হবে –

(A) শিক্ষার্থীর উপস্থিতি যাচাইয়ের মাধ্যমে
(B) গল্প বলার মাধ্যমে
(C) বাড়ির কাজ সংশোধনের মাধ্যমে
(D) প্রেষনা দানের মাধ্যমে

উত্তর
(D) প্রেষনা দানের মাধ্যমে


৯৭. শিখনের সময় দৃষ্টিভঙ্গি , ক্ষমতা , এবং আগ্রহের প্রতি নজর রাখা হলে তাকে বলা হয় –

(A) যুক্তিনির্ভর শিখন
(B) মনস্তাত্ত্বিক শিক্ষন
(C) উদ্দেশ্য ভিত্তিক শিখন
(D) এদের কোনটিই নয়

উত্তর
(B) মনস্তাত্ত্বিক শিক্ষন


৯৮. Maxims of Teaching এর প্রাথমিক ধারনা দেন –

(A) প্লেটো
(B) ডিউক
(C) ফয়বল
(D) স্পেনসার

উত্তর
(D) স্পেনসার


৯৯. স্মৃতির স্তরে পরীক্ষার ব্যবহারকে বলা হয় –

(A) Essay Type Test
(B) Objective Test
(C) Oral Test
(D) উপরের সবগুলি

উত্তর
(C) Oral Test


১০০. Programmed Instruction এর ধারনা দেন –

(A) Pressey
(B) Skinner
(C) Ramont
(D) Kilpatric

উত্তর
(A) Pressey


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5
Telegram

Related Articles

Back to top button