Pedagogy MCQ

১০০টি শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ প্রশ্ন ও উত্তর PDF

Child Study and Child Psychology PDF in Bengali

শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন PDF File

৬১. শিশুর মধ্যে ‘একক পার্থক্য‘ ঘটে কোন দুটি বিশেষ পার্থক্যের কারনে ?

(A) সামজিক পার্থক্য
(B) আবেগের পার্থক্য
(C) শারিরীক ও মানসিক পার্থক্য
(D) কোনটিই নয়

উত্তর
(C) শারিরীক ও মানসিক পার্থক্য


৬২. শিশুর ‘একক পার্থক্য‘ নিচের কোন দুটি বিশেষ পার্থক্যকে চিহ্নিত করে না ?

(A) শারীরিক বৃদ্ধি ও বিকাশ
(B) মানসিক বৃদ্ধি ও বিকাশ
(C) চারিত্রিক বিকাশ
(D) প্রেষনার বিকাশ

উত্তর
(D) প্রেষনার বিকাশ


৬৩. শিশুর একক পার্থক্যে জনতাত্ত্বিক উপাদান কোনটি ?

(A) চিন্তাকরা
(B) বয়স
(C) শিশুর উচ্চতা
(D) জাতি

উত্তর
(D) জাতি


৬৪. নিচের কোন উপাদানটি শিশুর একক পার্থকের শারীরিক উপাদান নয় ?

(A) উচ্চতা
(B) বর্ন
(C) আকার
(D) সমস্যা সমাধান

উত্তর
(D) সমস্যা সমাধান


৬৫. নিচের কোন প্রজ্ঞাভিত্তিক আচরনটি শিশুর একক পার্থক্যে প্রভাব বিস্তার করে ?

(A) সৃষ্টিশীল ধারনা
(B) বয়সের সন্ধি
(C) বর্ন
(D) জাতি

উত্তর
(A) সৃষ্টিশীল ধারনা


৬৬. শিশুর বয়স , জাতিগত ভিন্নতা , আর্থসামাজিক অবস্থা হল একক পার্থক্যের –

(A) মনস্তাত্ত্বিক উপাদান
(B) প্রজ্ঞাভিত্তিক উপাদান
(C) নৈবিক্তিক পরীক্ষা
(D) নিরীক্ষন

উত্তর
(A) মনস্তাত্ত্বিক উপাদান


৬৭. শিশুর নির্বচক মূলক মূল্যায়ন কৌশল হল –

(A) অভীক্ষা পদ্ধতির অন্তর্গত
(B) নীরিক্ষন পদ্ধতির অন্তর্গত
(C) প্রতিফলন পদ্ধতির অন্তর্গত
(D) কোনটিই নয়

উত্তর
(C) প্রতিফলন পদ্ধতির অন্তর্গত


৬৮. সাক্ষাৎকার হল –

(A) মতপ্রকাশের
(B) দূর্বলতা নির্নয়ের পরীক্ষা
(C) মান নির্ধারন কৌশল
(D) কোনটিই নয়

উত্তর
(A) মতপ্রকাশের


৬৯. শিশুর বুদ্ধি পরিমাপের কৌশল হল –

(A) মনস্তাত্ত্বিক অভিক্ষার
(B) সমাজমিতির
(C) মৌখিক পরীক্ষার
(D) লিখিত পরীক্ষার অন্তর্গত

উত্তর
(A) মনস্তাত্ত্বিক অভিক্ষার


৭০. শিশুর আগ্রহ পরীক্ষা হয় –

(A) পারদর্শিতার অভীক্ষার মাধ্যমে
(B) মনস্তাত্ত্বিক অভীক্ষার মাধ্যমে
(C) লিখিত পরীক্ষার মাধ্যমে
(D) সমাজমিতির মাধ্যমে

উত্তর
(B) মনস্তাত্ত্বিক অভীক্ষার মাধ্যমে


৭১. পরিবেশ দূষনের ফলাফল বর্ননা কর – এই রচনাধর্মী প্রশ্নটি শিশুর –

(A) বিশ্লেষন মূলক ক্ষমতার বিচার করে
(B) বিচার মূলক ক্ষমতা বিশ্লেষন করে
(C) সৃজনাত্মক ক্ষমতা বিচার করে
(D) কোনটিই নয়

উত্তর
(A) বিশ্লেষন মূলক ক্ষমতার বিচার করে


৭২. Inclusive Education হল –

(A) সব ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষার ব্যবস্থা করা
(B) বিশেষ ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষার ব্যবস্থা
(C) প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষার ব্যবস্থা
(D) কেবল মাত্র অন্ধ শিক্ষার্থীর জন্য শিক্ষার ব্যবস্থা করা

উত্তর
(A) সব ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষার ব্যবস্থা করা


৭৩. Inclusive Education এর মৌলিক উদ্দেশ্য কি ?

(A) সব ধরনের অক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষার ব্যবস্থা করা
(B) শিক্ষন অক্ষমতা যুক্ত শিশুদের চিহ্নিত করা
(C) পাঠক্রমের বাইরে শিশুদের শিক্ষা দেওয়া
(D) কোনটিই নয়

উত্তর
(A) সব ধরনের অক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষার ব্যবস্থা করা


৭৪. নিচের কোনটো Inclusive Education এর ব্যাখ্যা ?

(A) দারিদ্রতা
(B) শিশুর ব্যাক্তিত্ব
(C) সমাজ
(D) কোনটিই নয়

উত্তর
(A) দারিদ্রতা


৭৫. শিশুর ক্ষেত্রে কোন কোন বিষয় গুলি Inclusive Education বাধা সৃষ্টি করে ?

(A) শিশুর ক্ষুধা , জন্ম সমস্যা
(B) শিশুর পরিচয় , শিশুর নাম
(C) শিশুর সামাজিক পরিচয়
(D) কোনটিই নয়

উত্তর
(A) শিশুর ক্ষুধা , জন্ম সমস্যা


৭৬. Inclusive Education এ নিচের কোন শিক্ষণ পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ?

(A) প্রকল্প পদ্ধতি
(B) পর্যবেক্ষন পদ্ধতি
(C) গল্প বলা পদ্ধতি
(D) প্রশ্নোত্তর পদ্ধতি

উত্তর
(B) পর্যবেক্ষন পদ্ধতি


৭৭. Inclusive Education এ শিক্ষক ছাত্র সম্পর্ক হয় –

(A) পারস্পরিক দূরত্ব বজায় রাখা
(B) বন্ধুত্বপূর্ন সম্পর্ক
(C) শিক্ষক শিক্ষার্থীদের এড়িয়ে চলে সবসময়
(D) কোনটিই নয়

উত্তর
(B) বন্ধুত্বপূর্ন সম্পর্ক


৭৮. নিচের কোন বৈশিষ্ট্যটি ভারসাম্যহীন শিশুর মধ্যে দেখা যায় ?

(A) কথন ও শ্রবনে সাময়িক অক্ষমতা
(B) সব সময় ঘুমানো
(C) বেশি কথা বলা
(D) কোনটিই নয়

উত্তর
(A) কথন ও শ্রবনে সাময়িক অক্ষমতা


৭৯. অক্ষম বা ভারসাম্যহীন শিশুদের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়ার ক্ষেত্রে

(A) শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে
(B) শিক্ষকদের আবাসিক করা হয়েছে
(C) শিক্ষকদের বিশেষ প্ৰশীক্ষনের ব্যবস্থা করা হয়েছে
(D) শিক্ষকদের ছুটি কমানো হয়েছে

উত্তর
(C) শিক্ষকদের বিশেষ প্ৰশীক্ষনের ব্যবস্থা করা হয়েছে


৮০. IEDC এর সম্পূর্ন নাম কি ?

(A) International Education For Disable Children
(B) Internal and External Development For Child
(C) Intregrated Education for Disable Children
(D) কোনটিই নয়

উত্তর
(C) Intregrated Education for Disable Children


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button